আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সে বহুদিন আগের কথা। আজ থেকে তিন বছর আগের একটা স্কিনশর্ট হঠাৎ আজ নজরে আসলো। হঠাৎ কী মনে হলো পুরাতন গ্যালারি ঘাটতে শুরু করলাম। তখন একটা স্কিনশর্ট নজরে আসলো। ঐসময় আমাদের বড় দাদা আমার বাংলা ব্লগের ডিসকোর্ড সার্ভারে একটা সুন্দর কথা বলেছিল। ঐটা আমি স্কিনশর্ট দিয়ে রেখেছিলাম। তখন প্রাথমিক দৃষ্টিতে কথাটা ভালো লেগেছিল। ঐ কথাটার গভীরতা আমি তখন বুঝতাম না। কথাটার গভীরতা বুঝতে বুঝতে আমার সময় লেগে গেল তিন বছরের বেশি। ইদানিং ইচ্ছা করেই একা আছি। সারাদিনে আমার কথা হয় শুধুমাত্র আমার মায়ের সাথে সেটার দৈর্ঘ্যে ২-৩ মিনিটের বেশি হয় না। এমন একাকিত্বের সময় দাদার ঐ কথাটা পড়ে মনে হলো মানুষের হৃদয়ের এক গোপন কথা উনি ঐদিন বলেছিলেন।
ঐ স্কিনশর্টে দাদা এমন বলেছিল "একাধিক পুরুষ অথবা একাধিক নারীকে একসাথে যদি কেউ ভালোবাসতে পারে তাহলে হয় সে একজন এলিয়েন না হয় সে একজন মিথ্যুক, প্রতারক। কারণ আমাদের হৃদয় একটাই। আর সেটি কেবলমাএ একজনের পায়েই উৎস্বর্গ করা যায়। আর যাকে সত্যিকারের ভালোবাসবেন দেখবেন একইসাথে আর কাউকে হাজার চেষ্টা করেও মনে জায়গা দিতে পারছেন না। সেটাই ট্রু লাভ।" ট্রু লাভ বা সত্যি ভালোবাসা কী এটা সত্যি বলতে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যাকে আপনি শত চেষ্টা করেও ভুলতে পারছেন। শত চেষ্টা করেও অন্য কাউকে ঐ জায়গাই স্থান দিতে পারছেন না ঐটাই ট্রু লাভ।
আমার সাথে অন্যায় সে কম করেনি। বলতে গেলে রীতিমতো আমাকে ঠকিয়ে গিয়েছে। যদিও এটা সম্ভব হয়েছে তার প্রতি আমার সীমাহীন বিশ্বাসের জন্য। আমি জীবনে কখনও কাউকে অনুরোধ করিনি কিছু নিয়ে। শুধুমাত্র একজনকে করেছিলাম। বলেছিলাম আমার জীবনে থেকে যেতে। সে কথা দিয়েছিল হ্যা থেকে যাব। কিন্তু এমনভাবে সে চলে গিয়েছে আমার সব বিশ্বাস চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। রীতিমতো আমার সাথে প্রতারণা করে গিয়েছে। বলতে গেলে আড়াই বছর আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করেছে। এতো কিছুর পরে আমার উচিত ছিল তাকে ঘৃণা করা। তার ক্ষতি করার চেষ্টা করা। আমি চাইলে তার অনিষ্ট করতে পারতাম। পারতাম আমার সাথে হওয়ার অন্যায়ের প্রতিশোধ নিতে। কিন্তু তাই যদি করব তাহলে ভালোবাসা টা থাকলো কোথায় বলেন হা হা।
প্রতিশোধ না হয় না নিলাম। কিন্তু আমার তো উচিত ছিল তাকে ভুলে যাওয়া। তাকে ঘৃণা করা। তার কথা আর চিন্তা না করা। নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা। হ্যা আমার মনকে আমি নিয়ন্ত্রণে অবশ্য নিয়ে এসেছি। কিন্তু তাকে ভুলতে পারছি কোথায়! এখনও তার ভালো কামনা করি। এখনও চাই সে ভালো থাকুক। সুযোগ থাকা সত্বেও দ্বিতীয়বার আর সম্পর্কে যাওয়ার কথা ভাবছি না। দাদা ঐদিন ঠিকই বলেছিল হয়তো সত্যিকারে কাউকে ভালোবাসলে তাকে ভুলে যাওয়া সম্ভব না। হাজার চেষ্টা করলেও সেই জায়গা আর কাউকে দেওয়া যায় না। এখনও তো মাঝে মাঝে স্বপ্নে চলে আসে। হয়তো এটা তাকে নিয়ে আমার অতিরিক্ত চিন্তার ফল। তবে মানুষটার প্রতি আমার সীমাহীন অপ্রকাশ্য অভিমান অভিযোগ সবকিছুই থাকবে। যাকে আমি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছিলাম। আর আজ সে আমাকে সময়ের গহীন অন্ধকারে ফেলে দিয়েছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে অনেক খারাপ লাগলো। আসলে ভাইয়া সত্যিকারের ভালোবাসা এমনি,হাজার চেষ্টা করলেও তাকে ভুলে থাকা যায় না। আসলে বেশি ভালো বাসলে মানুষ আঘাত করে এটাই স্বাভাবিক। একজনের জায়গা আসলে অন্য কেউ পূর্ণ করতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। এই পৃথিবীতে আসলে সৎ মানুষের কোন জায়গা নেই। যারা একসাথে ১০-পাঁচটা সম্পর্ক করে তাদের সম্পর্কগুলো ঠিকে থাকে বেশি। যারা সৎ ভাবে চলতে চাই একজনকে অনেক বেশি ভালোবাসে তারা দিন শেষে কষ্ট পায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদার কথা গুলোই ঠিক সত্যিকারের ভালোবাসার বিচ্ছেদ হয় না।যারা সত্যিকারের মন থেকে ভালোবাসে তারা কখনো ঠকাতে পারে না। আর সত্যি বলতে আপনি প্রতিশোধ নিতে হবে না প্রকৃতি বলে একটা কথা আছে।ঠিক সময় যে যার পাপের ফল পেয়েই যাবে।ভালোবাসা এমনি হয় জিতে তো তারা যারা অভিনয় করে। আপনার পোস্ট টা পড়ে খারাপ লাগলো। তবে দোয়া করি আল্লাহ আপনাকে ধৈর্য্য দান করুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit