আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিয়াঙ্গন টা বেশ উওাল হয়ে রয়েছে। একটা বিষয় নিয়ে বেশ কন্ট্রোভার্সি এর সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মহিলা ফুটবল দলের মেয়েরা হঠাৎ সংবাদ সম্মেলন করে বলে তারা তাদের বতর্মান কোচ পিটার বাটলার এর কোচিং এ খেলবে না। যদি পিটার কে বরখাস্ত না করা হয় সবাই জাতীয় দল বয়কট করবে। কারণ জানতে চাইলে বাংলাদেশ মহিলা ফুটবল দলের বতর্মান ক্যাপ্টেন সাবিনা খাতুন বলে পিটার নাকী তাদের ব্যক্তিগত কাজে বাঁধা দেয়। অনেক ব্যক্তিগত প্রশ্ন করে। এরপরে আরও বেশ কিছু ঘটনা উঠে আসে। একপর্যায়ে গিয়ে মহিলা ফুটবল দলের সদস্যরা বলে পিটার কোচ থাকলে তারা সবাই গণঅবসর নেবে। একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশের ফুটবল অঙ্গনে। এখন চলেন এই পিটার বাটলার সম্পর্কে জেনে আসি।
মানুষ টা ইংল্যান্ডের। একসময় প্রফেশনাল ফুটবলে বেশ পরিচিত মুখ ছিলেন। খেলোয়ার হিসেবে মিডফিল্ডার ছিলেন উনি। নিজের ক্যারিয়ারে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে না খেললেও এই মানুষ টা ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলেছেন। যারা ফুটবল সম্পর্কে খোঁজ রাখেন তারা জানবেন এটা বেশ নামকরা একটা ইংলিশ ক্লাব। পাশাপাশি উনি একজন উয়েফা এর লাইসেন্সধারী কোচ। এটা অনেক বড় একটা ব্যাপার। উয়েফা যাকে তাকে এই লাইসেন্স দেয় না। এই পিটার বাটলার মানুষ টা শৃংখলা খুবই পছন্দ করে। বিশেষ করে খেলোয়াদের বিষয়ে সে অনেক সচেতন । তার কথামতো অনুশীলন করতে হবে খেলোয়াদের এটাই তার কথা। পাশাপাশি যতক্ষণ ক্যাম্পে থাকবে একটা নিয়মের মধ্যে থাকতে হবে। এটা হলো পিটার বাটলারের কন্ডিশন।
কিন্তু আমাদের দেশের ফুটবল দলের মেয়েরা যে টিকটক করে এটা কোচ পিটার মোটেই পছন্দ করেননি। উনি সরাসরি এটাই নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি অনুশীলন করার একটা সময় দিয়ে দিলে খেলোয়াদের অনেকেই বলে তারা এতো সময় অনুশীলন করতে পারবে না। এবং এদের একটা স্বভাব যখন তখন ক্যাম্প ছেড়ে বাইরে চলে যেত। ক্যাম্পে থাকা অবস্থায় ঋতুপর্ণা চাকমা কফি খেতে যেতে চাইলে পিটার সেটা সরাসরি না বলে। এটা নিয়ে ঋতুপর্ণা অভিযোগ করে। এর উপর আবার ক্যাপ্টেন সাবিনা খাতুন বলে ফুটবলে আমাদের আর কিছু অর্জন করা বাকি নেই। সব অর্জন করেছি। এই কথা বলে অবশ্য বেশ তুচ্ছতাচ্ছিল্যের স্বীকার হয়েছে সাবিনা। কারণ তাদের অর্জন বলতে সাউথ এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়নশীপ। যেখানে শুধুমাত্র দক্ষিণ এশিয়ার কিছু দল অংশগ্রহণ করে।
এই সামান্য অর্জনের পরেই তাদের এইরকম অহংকার।তারা মাঠে দীর্ঘসময় অনুশীলন করতে চাই না। তারা ফিটনেস নিয়ে সচেতন না। তারা ব্যায়াম করতে চাই না। ফুটবল মাঠের চেয়ে টিকটকে তাদের বেশি মনোযোগ। আর এই ব্যাপার গুলোতেই যখন কোচ পিটার বাটলার বাঁধা দিয়েছে তখনই তারা এই কোচের পদত্যাগ দাবি করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বলে কোচকে বরখাস্ত করতে হবে। আমার কথা আমাদের এমন খেলোয়ারের দরকার নেই যাদের মনোযোগ মাঠের থেকে টিকটকে বা স্যোসাল মিডিয়ায় বেশি থাকে। শুধুমাত্র এইরকম মেন্টালিটির জন্য আমাদের ফুটবলের এই অবস্থা। দেশের ফুটবল এগিয়ে যেতে পারছে না। মেসি রোনালদোর মতো সর্বকালের সেরা খেলোয়ার যাদের অসংখ্য অর্জন। এরপরও তারা সবচাইতে বেশি সময় অনুশীলন করে। আর আমাদের মহিলা দলের খেলোয়ার রা এক সাফ চ্যাম্পিয়ন শীপ জিতে অনুশীলন করতে চাই না। বলে আমাদের ফুটবল কমপ্লিট।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এজন্যই তো তাদের খেলার উন্নতি নেই। সামান্য সাউথ এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়নশীপ জিতেই তাদের এমন অহংকার। তারা কোচ পিটারের মতো এমন একজন কোচের পদত্যাগ চায়,ব্যাপারটা জেনে বেশ অবাক হলাম। আমার মতে তাদের ফুটবল খেলার দরকার নেই। বরং সারাদিন টিকটক করুক সেটাই ভালো হবে। কেমন দেশে যে আমরা বসবাস করি। স্টুডেন্টরা টিচারদেরকে সম্মান দেয় না,খেলোয়াড়েরা কোচদের সম্মান দেয় না। আজব দেশের আজব মানুষ আমরা। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit