"পাঠশালা" সম্পূর্ণ মুভি পর্যালোচনা. ৩ রা জুলাই ২০২১.

in hive-129948 •  3 years ago 


আসসালামু আলাইকুম।



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। সবাইকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একটি বাংলা মুভি নিয়ে কথা বলব। বলতে পারেন অনেকদিন পর একটা বাংলা মুভি আমার খুব ভালো লেগেছে। মুভিটার নাম "পাঠশালা'। এটা একটি বাচ্চা ছেলের কাহিনি। সবাই সাথে থাকবেন।



_20210703_141923.JPG

Image source



পাঠশালা মুভি সম্পর্কে কিছু তথ্য :

--------------
মুভির নামপাঠশালা
পরিচালকফয়সাল রেড্ডি, আসিফ ইসলাম
গল্পফয়সাল রেড্ডি
সংলাপফয়সাল রেড্ডি
সংগীত পরিচালকপৃর্থীরাজ
বিভাগডিজিটাল
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
মুভির দৈর্ঘ্য১ ঘন্টা ৩৭ মিনিট
মুক্তির তারিখ৩০ শে নভেম্বর ২০১৮

Information source

অভিনয়:

নামচরিএ
হাবিব অরিন্দমানিক
কথা আক্তার তুলিচুমকি
নাজমুল হোসেনকালু
ফারহানা মিঠুপ্রধান শিক্ষিকা
হুদা রুমিদপ্তরি
কাজী শাহিবড় ভাই
তৌফিক ইমনগ‍্যারেজ মালিক


মুভির কাহিনী :

বাংলাদেশের ছোট একটি গ্রাম। এই গ্রামেই বাস করে মানিক নামের এগারো বছরের একটি ছেলে। একবছর আগে মানিকের বাবা মারা গিয়েছে। মানিক তার মাকে নিয়েই থাকে। মানিক খুব ভালো ছেলে, লেখাপড়াও খুব ভালো। মানিক তার মাকে খুব ভালোবাসে। মানিকের বাবা মারা যাবার পর তাদের সংসারে অভাব দেখা দেয়। এতে করে মানিকের মা মানিকের এক কাকার কথা শুনে মানিককে ঢাকা শহরে কাজে পাঠিয়ে দেয়। ফলে মানিকের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কিন্তু মানিকের মধ্যে ছিল লেখাপড়ার প্রবল ইচ্ছা। ঢাকা শহরে এসে মানিক একটি গাড়ির গ‍্যারেজে কাজে লাগে। এবং পাশের একটি বস্তিতে সে থাকে। সেই বস্তিতে চুমকি নামের একটি মেয়ে তার বাবার সাথে থাকত। চুমকির বয়স দশ বছর। চুমকির সাথে মানিকের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে মানিক গ‍্যারেজে কাজ শিখতে থাকে। মানিকের কাজের আগ্রহ এবং ইচ্ছার কারণে সে খুব দ্রুতই গাড়ির প্রায় সকল সমস্যার কারণ ও সমাধান শিখে যায়। এরপর মানিকের পরিচয় হয় কালুর সাথে। কালুর বয়স মানিকের মতই। কালু একজন পকেটমার এবং ছিনতাইকারী। কালু বাধ‍্য হয়ে এই কাজ করতে শুরু করে। এরপর মানিক চুমকি কে সব বলে। চুমকির বাবা স্কুলের দপ্তরি হওয়াই চুমকি মানিক কে স্কুল থেকে বই খাতা কলম এগুলো চুরি করে এনে দেয়। মানিক বাড়িতেই লেখাপড়া শুরু করে।একদিন হঠাৎ মানিক খবর পায় তার মা খুব অসুস্থ। এর জন‍্য সে ভাবে তার মাকে ঢাকা নিয়ে আসবে এবং ভালো চিকিৎসা করাবে। কিন্তু এতো টাকা মানিক কোথায় পাবে। তখন কালু মানিককে তাদের বড় ভাইয়ের কাছে নিয়ে যায়। বড় ভাই এই এলাকার সকল ছিনতাইকারীর প্রধান। মানিক টাকার জন‍্য তাদের দলে নাম লেখাতে বাধ্য হয়। এরপর মানিক খবর পাই তার মা মারা গেছে😔। এরপর সে খুব ভেঙ্গে পড়ে। এবং কালুকে গিয়ে বলে সে এখন আর এই কাজ করবে না। কারণ তার আর টাকার দরকার নেই।তার মা মারা গেছে। এরপর মানিক চুমকির বাবাকে বলে আমাকে স্কুলে ভর্তি করে দেন। ঘটনাচক্রে চুমকির বাবা মানিককে স্কুলে ভর্তি করে দেয়। এবং মানিক লেখাপড়া করতে থাকে। এবং কালু ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। এভাবেই মুভিটা শেষ হয়।



সম্পূর্ণ পড়ার জন‍্য ধন‍্যবাদ💖💖💖.

মুভি লিংক:

https://www.bongobd.com/bn/watch?v=HFjFFelKSNu



@rme
@rex-sumon



@emon42
#bangladsh



99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই মুভিটি দেখে তুমি কতটা স্যাটিসফায়েড। সেটা রেটিং এর মাধ্যমে প্রকাশ করা উচিত ছিল মুভি রিভিউ এর শেষ প্রান্তে ।

তবে অসাধারন প্রচেষ্টা । তোমার প্রচেষ্টা দেখে ভালো লাগলো। ভালোভাবে কাজ করার চেষ্টা করবে ।সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখবে ।?

১০০% ইউনিক পোস্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।

IMG_20210702_154946.jpg

ঠিক আছে।

এই মুভিটার নাম শুনেছি কিন্তু দেখা হয়ে ওঠেনি। আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে দেখতে হবে।

নিশ্চয়ই ভালো মুভি দেখতে পারেন।