আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
করোনা মহামারীর জন্য দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে। যদিও এর মাঝে গত মার্চ মাসে আমাদের পরীক্ষা হয়েছে ইন্সটিটিউটে। কিন্তু আমরা ক্লাস করতে পারি নাই। এখন করোনা সংক্রমণ কম থাকায় গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার স্কুল কলেজ খুলে দেয়। কিন্তু ১২ সেপ্টেম্বর আমার ক্লাস ছিল না। কারণ আমাদের ইলেকট্রিক্যালের দুইটা বিভাগ আছে প্রথম শিফট এ গ্রুপ এবং প্রথম শিফট বি গ্রুপ। আমাদের ক্লাস সপ্তাহে তিনদিন। গতকাল আমাদের ক্লাস ছিল। মনের মধ্যে একটা আলাদা ভালোলাগা কাজ করছিল। এই বিষয়ে আজ আপনাদের সাথে কিছু কথা বলব।
কালকের সকালের অবওহাওয়াটা অসাধারণ ছিল। সকাল থেকেই মেঘাচ্ছন্ন। আমি সকালে ঘুম থেকে উঠি ৬:১৫ এর সময়। এরপর আমি ফ্রেস হয়ে সকালের নাস্তা করি। এরপর আমি তৈরি হয়ে নেয়। আমি ঠিক ৭ টার সময় বাসা থেকে বের হয়। আমার বাসা থেকে আমার কলেজের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। আমি বাসে কলেজে যায়। আবার বাস না পেলে অটো বা সিএনজিতেও যেতে হয়। যাইহোক আমার বন্ধু তুহিন আমার জন্য অপেক্ষা করছিল। এরপর আমরা হাইওয়ের পাশ থেকে কিছু সেলফি উঠি। এরপর আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই বাস এসে হাজির। আমরাও কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আজ ক্লাস শুরু হওয়ার কথা সকাল ৮ টা থেকে। কিন্তু আমরা ৭:৪৫ এর সময় কলেজে চলে যায়। অনেকদিন পর কলেজে ড্রেসে কলেজে এসে আলাদা একটা অনূভুতি হচ্ছিল।
অনেকদিন পর কলেজে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। শুরু করলাম ঘোরা। সম্পূর্ণ কলেজ প্রাঙ্গন একবার পাক মারলাম। কলেজের প্রতিটা হল প্রশাসনিক ভবণ সম্পূর্ণ টা ঘুরে দেখলাম।এরপর কলেজ মাঠের পাশে দাড়িয়ে আছি। দেখলাম ৮ টা প্রায় বেজে গেছে। এরপর দেখি একে একে আমার সব বন্ধুরা এসে হাজির। অনেকদিন পর এদের সাথে দেখা। এর পূর্বে এদের সাথে শুধু অনলাইনে কথা হয়েছে। সরাসরি অনেকদিন পর দেখা। সবার সাথে কিছু কথা হলো। অনেকদিন পর দেখা তো কথা যেন শেষ হতে চাচ্ছিল না। এরপর আমরা ক্লাসে যায়।
ক্লাসে গিয়ে দেখি ক্লাসরুম টা পরিষ্কারই আছে। আসনগুলো ঠিক আগের মতোই রাখা আছে। ঠিক আগের মতোই আমি দ্বিতীয় সারির একটি সিটে বসলাম। আমি বরাবরই স্কুল কলেজ সব জায়গাই দ্বিতীয় সারির বেঞ্চে বসি। এরপর ক্লাসে বসে বন্ধুরা সব কথা বলতে শুরু করলাম। আগামী ২০ সেপ্টেম্বর হতে আমাদের মধ্যবর্ষ পরীক্ষা। এই বিষয়েও কিছু কথা হলো। এরপর যথারীতি ক্লাসে ইংরেজি শিক্ষক অশ্রু আরা লাবনী ম্যামের প্রবেশ। তিনি আমাদের অনলাইনে অনেক কিছুই পড়িয়েছেন। সেগুলোর মধ্যেই কিছু লিখতে বললেন। এরপর আসল আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট স্যার রাশিদুল ইসলাম।
রাশিদুল স্যারের ক্লাস হয় ঠিক ১১ টার সময়। এরপর আসে আমাদের ম্যাথ শিক্ষক তুহিন হোসাইন। তিনি খুবই ভালো শিক্ষক। তার ক্লাস চলে প্রায় একঘণ্টা। এরপর আমাদের ক্লাস আজকের মতো শেষ হয় ঠিক দুপুর ১২ টার সময়। এরপর আমরা ক্লাস থেকে বের হয়ে যায়। এরপর আমি তুহিন ইকরা এবং নাভিদ কলেজের ভেতর থেকে কিছু ছবি উঠি। এরপর আমরা কলেজ থেকে বের হয়ে যায়। আমরা চারজন একসঙ্গে এখন কুমারখালী যাব। এখনও স্টেশনে গেলে লোকাল ট্রেন পাব। সেই উদ্দেশ্যে আমরা কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে যায়। আজ এই পর্যন্তই।
----- | ----- |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y91C |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
আপনার অনুভূতি আমি ছবি গুলো দেখেই বুঝে ফেলেছি।বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত খুব ভালো ছিল আপনার।প্রায় দেড় বছরের মনের কথা গুলো আজকে বন্ধুদের শেয়ার করতে পারছেন।অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভাই।শুভ হোক আপনার পথ চলা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের ছিল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সাথে কাটানো সময় গুলো অনেক সুন্দর আর মজার হয়।যা আওনার ফটোগ্রাফি এর মাধ্যমে ফুটে উঠেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত সত্যিই আনন্দের আর অনেক দিন পর দেখা হলে তো কথাই নেই।জমানো কথার বহিঃপ্রকাশ ঘটবে।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দিদি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন ভাই দারুন। অবশেষে এই অভিশাপের থেকে মুক্তি। কলেজ লাইফের বেশি সময়টা বাড়িতেই কাটলো এবার বন্ধুদের সাথে মজা করো। 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দাদা।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ইন্সটিটিউটে ফেরার ১ম দিন নিয়ে অনেক সুন্দর লিখেছেন।প্রায় ১৮ মাস পর প্রতিষ্ঠান গুলো খুললো।ধন্যবাদ আপনাকে আপনার ১ম দিনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit