আমার সংগ্রহিত দেশ বিদেশের কয়েন সমূহ। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য। আগষ্ট ২৯,২০২১।

in hive-129948 •  3 years ago 


  • আমার বাংলা ব্লগ,
  • সবাইকে স্বাগতম।
  • আমি @emon42.
  • বাংলাদেশ 🇧🇩 থেকে।


_20210820_080334.JPG



আশা করি সবাই ভাল আছেন।আমি ভালো আছি।আমার বাংলা ব্লগে আমার নতুন একটা পোস্টে সবাইকে স্বাগতম।আজ আমি আমার একটি শখ নিয়ে আপনার সাথে কথা বলব।বিভিন্ন দেশের টাকা এবং কয়েন সমূহ সংগ্রহ করা আমার একটা নেশা আছে বলতে পারেন। আমার কাছে অনেকগুলো দেশের টাকা এবং কয়েন আছে। আজ আমি আমার সংগ্রহে থাকা দেশ এবং বিদেশের কয়েন গুলো নিয়ে আপনার সাথে কথা বলব সবাই সাথে থাকবেন এবং এই পোষ্টের ১০% বেনিফেসিয়ার @shy-fox এর জন্য।



IMG_20210726_111654.jpg

IMG_20210726_111644.jpg

  • এটা শ্রীলঙ্কান ১ রুপীর একটি কয়েন। এই কয়েনের উভয় পাশের দুটি ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।এই কয়েনটি ২০০০ সালের দিকের।এই কয়েনটি আমার সঙ্গে যোগ হয় ২০১৯ সালের আগস্ট মাসে।এই কয়েনটি আমি সংগ্রহ করার জন্য কিছু টাকা ব্যয় করতে হয়েছে আমার। কিন্তু আমার শখের কাছে তা কোন ব্যাপার না।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111631.jpg

IMG_20210726_111622.jpg



  • এটা হল আমেরিকার এক সেন্টের একটি কয়েন। এই কয়েনটি 2013 সালে আমেরিকার একটি বৈধ কয়েন।এই কয়েনটি আমার সংগ্রহে যোগ হয় 2019 সালের আগস্ট মাসে।এটি তার মূল্যের তুলনায় একটু বেশি সুন্দর এবং মূল্যবান। এর সৌন্দর্যের কারণেই এই কয়েনটি আমি সংগ্রহে যোগ করা। এই কয়েনটি সংগ্রহ করতে আমার কিছু অর্থ ব্যয় করতে হয়েছে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111603.jpg

IMG_20210726_111531.jpg

  • এটা সংযুক্ত আরব আমিরাতের অনেক পুরাতন একটি কয়েন। এটি সম্ভবত 2000 সালের আগের কয়েন। এই কয়েনটি বেশ পুরাতন।এটা 10 দিনারের একটি কয়েন এই কয়েনটি আমি সংগ্রহ করেছি আমার এক বড় ভাইয়ের থেকে।না হলে বর্তমানে বাংলাদেশ থেকে এই কয়েন মেলা খুব দুষ্কর।আমার সংগ্রহে থাকা এটা সবচেয়ে মূল‍্যবান কয়েন

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111508.jpg

IMG_20210726_111449.jpg

  • এটা আমেরিকার ৫ সেন্টের একটি কয়েন। এই কয়েনটি 2018 সালে আমেরিকান সরকারের একটি বৈধ কয়েন।এই কয়েনটি আমার সংগ্রহে আসে 2019 সালের নভেম্বর মাসে। এটা সংগ্রহ করতে আমাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। এই কয়েন এর একপাশে সুন্দর একটি কথা লেখা আছে সৃষ্টিকর্তা কে আমরা বিশ্বাস করি

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111435.jpg

IMG_20210726_111339.jpg

  • এটা মালয়েশিয়ার ২০ সেন্টের একটি কয়েন। এই কয়েনটি মালয়েশিয়া সরকারের 2017 সালের একটি বৈধ কয়েন। এই কয়েনটি আমার সংগ্রহে আসে 2019 সালের মে মাসে। এটা সংগ্রহ করতে আমাকে কিছু ব্যয় করতে হয়েছে এগুলো আমার কথা কোন বিষয় না।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111323.jpg

IMG_20210726_111308.jpg

  • এটাও শ্রীলংকার ২ সেন্টের একটি কয়েন।এই কয়েনটি রৌপ‍্য তৈরি করা হয়েছে বলা হয়ে থাকে।এটা শ্রীলংকার সরকারের 2016 সালের একটি বৈধ কয়েন।এই কয়েনটি আমার সংগ্রহে আছে 2019 সালের আগস্ট মাসে। এই কয়েনের বাহ‍্যিক সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করবে অনেক বেশি।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111211.jpg

IMG_20210726_111158.jpg

  • এটা আমাদের প্রতিবেশী ভারতের দুই রুপির একটি কয়েন। এটা ভারত সরকার এর 2009 সালের বৈধ একটি কয়েন। এই কয়েনটি আমার সংগ্রহে যোগ হয় 2019 সালের জানুয়ারি মাসে।এই কয়েনটি আমাকে ক্রয় করতে হয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য তিন টাকা এর মতো হলেও। এর থেকে অনেক বেশি মূল্যে এটা আমাকে কয়েকবার তো হয়েছে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

IMG_20210726_111138.jpg

IMG_20210726_111127.jpg

  • এটা মিশরের এক পাউন্ডের একটি কয়েন। এই কয়েনটি অনেক পুরাতন।সম্ভবত এটি হাজার 1995 সালের দিকের একটি কয়েন।এই কয়েনটি আমার সংগ্রহে আনতে রীতিমতো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তখন এই কয়েনটির জন্য অনেকে একসাথে আবেদন করে কিন্তু কম থাকায় আমাকে রীতিমতো নিলামে যায় যেতে হয় এই কয়েনটির জন্য। কিন্তু অবশেষে এই কয়েনটি আমি আমার সংগ্রহে যোগ করি 2020 সালের মার্চ মাসে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

cc:
@rme
@blacks
@winkles
@rex-sumon



----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5rdF5QeHKz2uSpZVdREbdwbmFL53MPFfRYNur1nEn6m3tXosGzTz8nLGaYV98bLM3AL1CcHAhxQ1APsEw37jUFmefbCPbE1AGw2MGTUkeCfJbuHQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারা পোস্টটি অনেক ভালো হয়েছে ,,, আপনার পোস্ট দেখে অনেক বিদেশী কয়েনের সাথে পরিচিত হলাম... ধন্যবাদ আপনাকে।।❤️

আমার পোস্ট টা পড়ার জন্য আপনাকে অভিনন্দন।

তোমার এর আগে করা একটা পোষ্টে তুমি বিভিন্ন দেশের নোট নিয়ে করেছিলে। যেগুলো তুমি সংগ্রহ করেছো। আর আজকে কয়েন নিয়ে করলে, তুমি অসাধারণ একটা কাজ করে যাচ্ছো। বিভিন্ন দেশের মুদ্রার সাথে পরিচির পাশা পাশি সেগুলোকে নিজের কাছে জমা রাখছে। আমি পোষ্টটা থেকে বিভিন্ন দেশের কয়েন নিয়ে অনেক তথ্য জানতে পারলাম।শুভ কামনা রইল।

ধন্যবাদ তোমাকে আমার পোস্ট টা পড়ার জন্য।

আপনার পোষ্টটি পড়ে প্রায় সাত থেকে আটটি দেশের কয়েন এর সাথে পরিচিত হতে পেরে সত্যিই আমি আনন্দিত আপনার পোস্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য।♥

পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ আপু।

আপনার পোষ্টটি পড়ে প্রায় সাত থেকে আটটি দেশের কয়েন এর সাথে পরিচিত হতে পেরে সত্যিই আমার অনেক ভালো লাগলো ভাই আপনার জন্য শুভকামনা

ধন্যবাদ ভাই আমার পোস্ট টা পড়ার জন্য।

  ·  3 years ago (edited)

মুদ্রা বা কারেন্সি সংগ্রহের অভ্যাস খুবই দারুণ। আমার একটা পরিচিত ভাইও করত। আপনার মাধ্যমে অনেক অনেক দেশের মুদ্রার সাথে পরিচিত হতে পারলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ।।

পুরোনো কয়েন জমানো খুব ভালো কাজ।তাছাড়া পুরোনো কয়েন ঘরে থাকলে অনেক উন্নতি হয় বলে শুনেছি আমি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দিদি।

কয়েন কালেকশন অনেক সুন্দর ও সৌখিন একটি বিষয়। আপনার কালেকশন করা কয়েনগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনাকেও ধন্যবাদ ভাই। আমার পোস্ট টা সম্পূর্ণ পড়ার জন্য।

সংগ্রহশালা বেশ ব্যাপক।আমারও শখ কারেন্সি কালেক্ট করা।আমিও বেশ কয়েকটি দেশের কারেন্সি কালেক্ট করেছি।শুভ কামনা রইলো ভাই 🥰

বাহ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি আপনার কয়েন গুলো এমন ভাবে সাজিয়েছেন মনে হচ্ছিলো এগুলো কোনো একটা জাদুঘরে সাজিয়ে রাখা। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু। আমার পোস্ট টা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।