আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Espn sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
সময় টা খুব একটা ভালো যাচ্ছে না ইপিএল এর ঐতিহ্যবাহী টিম ম্যানচেস্টার ইউনাইটেড। টেন হ্যাগ এর নেতৃত্বে গত সিজেনে টেবিলের টপ ফোরে থেকে লীগ শেষ করেছিল ম্যান ইউ। ফলাফল উয়েফা চ্যাম্পিয়ন লীগে খেলার সুযোগও মিলেছিল। কিন্তু ২০২৩-২৪ সিজেন টা মোটেও ভালো যাচ্ছে না ক্লাব টার। ইপিএল এর ইতিহাসে অন্যতম সফল একটা দল ম্যান ইউ। কিন্তু এখন কোথায় সে ঐতিহ্য কোথায় সেই দাপট। স্যার অ্যালেক্স ফার্গুসন গতকাল মাঠে বসে ম্যাচটা দেখছিলেন। তখন তিনি নিজেও খুশি হতে পারেননি ম্যান ইউ এর বতর্মান অবস্থা দেখে। মানুষ টার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কেটেছে যে এই ক্লাবের কোচ হিসেবে। তার সময়ে ম্যান ইউ রীতিমতো আনবিটেন ছিল। কিন্তু এখন। এই সিজেনে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ম্যান ইউ। চ্যাম্পিয়ন লীগ থেকে আউট হয়ে গিয়েছে। এইভাবে চলতে থাকলে পরের সিজেনে অবস্থা আরও খারাপ হয়ে দাঁড়াবে।
গতকাল লীগে নিজেদের ২০ তম ম্যাচে ম্যাঠে নেমেছিল ম্যান ইউ। প্রতিপক্ষ ছিল টেবিলের তলানিতে ১৫ তে অবস্থান করা নটিংহ্যাম ফরেস্ট। কিন্তু ইপিএল এর যেকোনো দল যখন তখন আক্রমণত্মক ভাবে খেলতে পারে। গতকালের ম্যাচটা ছিল নটিংহ্যাম ফরেস্ট এর ঘরের মাঠে। অন্য দিকে লীগ একের পর এক হারে বেশ চাপে ছিল ম্যান ইউ। এরিক টেন হ্যাগ এইদিন ৪-২-৩-১ ফর্মেশনে তার দল সাজাই। অন্যদিকে ঐ একই ফর্মশনে নটিংহ্যাম ফরেস্ট কে মাঠে নামায় কোচ নুনো সান্তো। যথারীতি এইদিন ম্যান ইউ এর গোলবারের নিচে ছিল ওনানা। পুরো একটা বাজে গোলকিপার। ওনানার থেকে ডেভিড ডি ঘিয়া অনেক ভালো ছিল। সেটা তার বতর্মান পারফরম্যান্স দেখলে বোঝা যায়। আমার তো রীতিমতো রাগ হয় তার বোকামি দেখলে।
ম্যাচটা শুরু হয়। যেহেতু নটিংহ্যাম এর হোম ম্যাচ ছিল। তারা বেশ অ্যাডভান্টেজে ছিল। ফলাফল ম্যাচে মোটামুটি তারা নিজের আধিপত্য বিস্তার করতে থাকে। অন্যদিকে ম্যান ইউ বল দখল করে খেলার চেষ্টা করছিল। কিন্তু সত্যি বলতে সেরকম কোন সুযোগ তৈরি করতে পারছিল না। বল দখলে মোটামুটি দুই দলই সমান ছিল। ম্যান ইউ মোটামুটি কয়েকটা শর্ট করলেও নটিংহ্যাম ফরেস্ট সেরকম সুবিধা করতে পারেনি প্রথম হাফে। মোটামুটি প্রথমার্ধের খেলা ০-০ তে শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়। এবার যেন নিজদের আক্রমনের ধার বৃদ্ধি করতে থাকে নটিংহ্যাম ফরেস্ট। বেশ কয়েকটা দারুণ সুযোগ মিস করে বসে তারা। কিন্তু অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে মনিটিয়েল এর অ্যাসিস্টে নটিংহ্যাম ফরেস্ট এর হয়ে গোল করে নিকলাস ডমিনগোজ। তখন ম্যাচে ১-০ তে এগিয়ে যায় নটিংহ্যাম ফরেস্ট।
এরপর ম্যাচের ৭৮ মিনিটে তরুন গার্নাচো এর অ্যাসিস্টে গোল করে দলকে সমতায় ফেরায় মার্কাস রাশফোর্ড। ম্যাচে তখন ১-১ গোলে সমতা। কিন্তু সেই সমতা বেশিক্ষণ থাকেনি। ঠিক তার চার মিনিট পরেই এন্টোনি এলেনঙ্গা এর অ্যাসিস্টে গোল করে দলকে আবার এগিয়ে নেয় মরগার্ন হোয়াইট। নটিংহ্যাম ফরেস্ট তখন ২-১ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে নির্ধারিত সময়ের খেলা শেষ করে অতিরিক্ত ১০ মিনিটেও আর কোন গোল হয়নি। যদিও শেষ দিকে ব্রুনো ফার্নান্দেজ এর অসাধারণ একটা শর্ট সেভ করে নটিংহ্যাম ফরেস্ট এর গোলকপার। ম্যাচে সবচাইতে কম রেটিং ছিল ম্যান ইউ গোলকিপার ওনানার ৫.২। অর্থাৎ সবচাইতে খারাপ খেলেছে সে। অন্যদিকে ৮.৫ সর্বোচ্চ রেটিং নিয়ে ম্যাচসেরা হয়েছে নটিংহ্যাম ফরেস্ট এর এন্টোনি এলেনঙ্গা। এই নিয়ে এই সিজেনে লীগে ২০ ম্যাচে ১০ জয়ের বিপরীতে ৯ হার রয়েছে ম্যান ইউনাইটেড এর। এরিক টেন হ্যাগ এর চাকরি হয়তো আর বেশিদিন নেই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit