আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীর সবচাইতে সুন্দর একটা বিষয় হচ্ছে নিজের বাড়িতে ফিরে যাওয়া। আবার সবচাইতে খারাপ একটা বিষয় অনেকদিন ধরে আপনি বাড়ির বাইরে। চেষ্টা করছেন কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে না। আমি জবে জয়েন করেছি গতমাসে। এটা সেরকম কাউকেই বলিনি। এখানেও সেরকম করে পোস্ট করা হয়নি। যাইহোক আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদল আযহা উৎযাপিত হবে। এখন ঈদে বাড়ি আসতেই হবে। সেই অনুসারে সিদ্ধান্ত নেয় অফিস থেকে বৃহস্পতিবার দুপুরের আগেই বের হয়ে যাব। আমার বাস ছিল সায়েদাবাদ থেকে দুপুর ৩ টাই। মোটামুটি ১৪-২১ তারিক একসপ্তাহ ছুটি পাওয়া গেছে। যাইহোক ঢাকার রাস্তায় তো প্রচণ্ড যানজট থাকে এইসময়।
আমি সঠিক সময়ে গিয়ে বাসে উঠি। আমার বাসে আরও কয়েকজন ছিল আমার চাচাতো ভাই ফুফাতো ভাই আমার এলাকার দুই বড় ভাই। বাস মোটামুটি সঠিক সময়ে ছাড়লেও সায়েদাবাদ থেকে যাএাবাড়ি আসতে পুরোপুরি সময় লাগল ১ ঘন্টা ২০ মিনিট। এটা একেবারে অনাকাঙ্খিত। পথে যে কত মানুষ বাড়ি ফেরার অপেক্ষায় সেটা না দেখলে বোঝা যাবে না। অধিকাংশ মানুষ টিকিট পাইনি সেজন্য তারা এই লোকাল বাস সিস্টেমে যাচ্ছে। কিন্তু তাতেও রয়েছে ভোগান্তি। টিকিটের ভাড়া দ্বিগুন। আমাদেরও বেশি ভাড়া গুণতে হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে বাসের ভাড়া থাকে ৬০০ এখন সেটা ৮০০।
যাএাবাড়ি অতিবাহিত করার পর রাস্তা ছিল পুরোপুরি ফাঁকা। এবং বাস তখন বেশ জোরে যাচ্ছিল। অন্যদিকে বাইরে প্রচণ্ড মেঘ। আকাশে কালো মেঘ পসরা সাজিয়ে বসেছে। মনে হচ্ছে এখনই আকাশ থেকে মূষলধারে বৃষ্টি নামবে। সত্যি বলতে সেই অপেক্ষায় ছিলাম আমি। কিন্তু সময় যতই গেল মেঘটাও কমতে থাকল বৃষ্টি আর হলো না আফসোস । আমাদের রুট ছিল পদ্মাসেতু হয়ে। পদ্মাসেতু এর আগেও দেখেছি কিন্তু তারপরও একটা প্রতিক্ষায় ছিলাম আবার দেখব। যাইহোক যাএার মাঝে মাঝে চলন্ত বাস থেকে আমি বেশ কিছু ফটোগ্রাফিও ধারণ করে নেয়। পদ্মা সেতু যখন পাড়ি দেয় তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা। এইতো আর ঘন্টা দুই।তবে ঐসময় একটু অস্বস্তি ব্যাপার টা অনূভব করতে পারি। কারণ প্রচণ্ড গরম লাগছিল। একপর্যায়ে গিয়ে তো বসে থাকতেও আর ইচ্ছা করছিল না।
মোটামুটি বাস নিজের মতোই আসছিল। কিন্তু যতই কাছে আসছিলাম মনে হচ্ছিল পথ যেন আর শেষ হচ্ছে না হা হা। কী একটা অবস্থা। শেষ পর্যায়ে যখন আমাদের গন্তব্যস্থলে পৌছালাম তখন বাজে প্রায় আট টা। মোটামুটি সাড়ে চার ঘন্টা লেগেছে তবে যানজট টা বাদ দিলে সাড়ে তিন ঘন্টায় বাড়ি চলে এসেছি। এখন কিছুদিন মোটামুটি নিশ্চিতে থাকব। তারপর আবার চলে যেতে হবে সেই যান্ত্রিক শহরে। ঈদ উপলক্ষে প্রায় কয়েক কোটি মানুষ বাড়ি ফিরবে। আশাকরি তারা সবাই যেন সুস্থ্যভাবে বাড়ি ফিরতে পারে। আপনারা যারা আসবেন সাবধানে আসবেন।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বছরে দুইটা ইদে বাড়িতে যাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে ঘর ছেরে যারা বাইরে থাকে তারাই শুধু এটা জানে।হাজার কষ্ট হলেও পরিবারের মাঝে ফিরে আসার আনন্দ অন্য রকম।শেষ মেস আপনি বাসায় আসছে ভালো লাগলো দেখে ধন্যবাদ আপনার পোস্ট টা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো আপনার বাড়ি ফেরার এই সুন্দর অনুভূতি দেখে। আপনি গত একমাস আগে একটা যবে জয়েন করেছেন জেনে ভালো লাগলো। আশা করব এভাবেই সুন্দর একটি ক্যারিয়ারের মধ্যে এসে যাবেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। জায় হোক আপনার ঈদ শুভ হোক সেই দোয়া করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আজ আপনি ঈদ করতে বাড়িতে এসেছেন জেনে ভালো লাগলো। আসলে সকলেই চেষ্টা করে পরিবারের সাথে ঈদ করার জন্য। যানজটের ভোগান্তি আছে জেনেও সকলেই পরিবারের সাথে ঈদ করতে আসে। এটা যে কত আনন্দের একটা বিষয় সেটা আসলেই বলে বোঝানো যাবে না। পরিবারের কাছে পৌঁছানোর পর তখন আর কষ্টের কথা মনে থাকে না। আপনি আপনার পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করেন এটাই কামনা করি। আপনার জন্য রইল শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি জব করছেন সেদিন ডিসকডে দেখেছিলাম।কিন্তু জানতে চাওয়া হয়নি কোথায় জব করছেন।ঈদে বাড়ি ফেরা ভীষণ কষ্টকর।ঢাকার মধ্যে ই যত জ্যাম।ঢাকা থেকে বের হতে পারলে আর জ্যাম থাকে না।সাড়ে চার ঘন্টায় বাড়ি পৌঁছাতে পারলেন। আশাকরি সময়গুলো ভালো কাটবে।সময়গুলো উপভোগ করেন।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একমাস আগে নতুন জবে জয়েন করেছেন।আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঈদকে কেন্দ্র করে। আসলে ঈদে বাড়ির বাইরে থাকতে একদমই খারাপ লাগে।ভাল লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরেছেন আপনি। আসলে ঈদে বাড়ির বাইরে থাকলে খারাপ লাগে। ঢাকা শহরে অনেক জ্যাম থাকে। তাই কোনো রকম ঢাকা শহর থেকে বাহিরে আসলে আর জ্যাম থাকা না।মোটামুটি সাড়ে চার ঘন্টায় আপনি বাড়ি চলে গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অগ্রীম ঈদের শুভেচ্ছা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই ঈদের সময়টাতে বাড়ি ফেরা সবার জন্যই একটা আনন্দের বিষয়। তবে আপনি যেহেতু এক সপ্তাহ ছুটি পেয়েছেন, আশা করি খুব সুন্দর কাটবে আপনার ঈদ সবার সাথে। আসলে এই সময়টাতে যারা বাড়ি ফিরতে পারে না কিংবা বাস, ট্রেনের টিকিট পায় না তাদের জন্য যে কতটা ভোগান্তি হয়, সেটা শুধুমাত্র তারাই বোঝে। যাইহোক, আপনার যাত্রা শুভ হোক এবং ঈদ ভালো কাটুক এটাই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit