আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আড়াই বছর আগের কথা। অর্থাৎ ২০১৯ সালের কথা। আমি এসএসসি পাশ করি ২০১৯ সালে। এবং বেশ ভালো ফলাফল করি। যেহেতু আমার পরিবারিক অবস্থা ভালো ছিল না তাই ফলাফলের উপর ভিওি করে আমি ডাচ বাংলা ব্যাংক এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করি। এবং আমার বৃওিটা হয়ে যায়। সম্পূর্ণ বাংলাদেশ থেকে ২০৩৮ জনকে বৃওি দেওয়া হয় এর মধ্যে আমার অবস্থান ছিল ৫২। যাইহোক ওদের নিয়ম অনুযায়ী ওরা আমাদের ২ বছর প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে লেখাপড়া খরচ বাবদ। এবং একবছর বৃওি দেওয়ার পর এই একবছরের ফলাফল প্রেরণ করে আবার বৃওি নবায়ন করতে হবে।কিন্তু এর আগেই চলে আসল করোনা ভাইরাস। স্কুল কলেজ বন্ধ তাই বৃওির কার্যক্রম ও বন্ধ হয়ে গেলে। কিন্তু হঠাৎ খবর পেলাম ওরা আবার বৃওি কার্যক্রম চালু করবে। এজন্য নবায়নের কাগজ পএ পাঠাতে হবে। ওদের দেওয়া শর্তমতে সুন্দর মতো নিজের হাতে একটি এপ্লিকেশন লিখলাম এরপর মার্কশীট ছবি সব যোগাড় করলাম । এখন শুধু অধ্যাপক কে দিয়ে সত্যায়িত করতে হবে। কিন্তু এখানেই সমস্যা হয়ে গেল.....।
যাইহোক সকল কাগজপত্র নিয়ে একটা ক্লাসের বিরতি থাকায় গেলাম অধ্যাপকের কাছে। গিয়ে শুনি উনি ইন্সটিটিউটে নেই। দায়িত্বে রয়েছে অন্য এক স্যার। যার উপর দায়িত্ব রয়েছে উনি আবার খুবই ত্যাড়া। এসব কাজ করে দিতে চাইনা। যাইহোক সবকিছু গিয়ে বললাম। স্যার বললেন আমি পারব না। আগে রেজিস্টার শাখায় যোগাযোগ কর। গেলাম রেজিস্টার শাখায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্যারের সাথে কথা হলো। সব বললাম। উনি আশ্বাস দিল এবং বলল একটু দাঁড়াও। পরবর্তীতে উনি সবকিছু ঠিক ঠাক করে যাচাই করে স্যারকে দিয়ে স্বাক্ষর করিয়ে দিলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম।যাক একটা অনেক বড় কাজ শেষ হলো। এখন এই কাগজপত্র কুরিয়ারযোগে ঢাকা পাঠাতে হবে ওদের হেড অফিসে। কী আর করার চলে গেলাম কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর শাখায়।
কুষ্টিয়া বঙ্গবন্ধু চত্বরে ৫ রাস্তার মোড়ের পাশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস। যাইহোক আমার কলেজ থেকে বেশ খানিকটা দূর। কিন্তু শুরু করলাম হাঁটা। ইজিবাইক,রিকশা সহজলভ্য ছিল। কিন্তু উঠিনি কারণ হঠাৎ কানের কাছে বেজে উঠল ছাএকালে স্ট্রাগেল করতে হয়। এই টুকু হাঁটতে ভয় পাচ্ছিস ইমন জীবনের এতটা পথ পাড়ি দিবি কীভাবে 😂। যাইহোক হেঁটে চলে গেলাম। এই রাস্তাটা খুবই ব্যস্ততম সড়ক।তাই ফুটপাত দিয়ে হেঁটেছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছি। সেজন্য ওদের কার্যক্রম সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে।
ওখানে যাওয়ার আগেই একটা বাঁশ খাম নিয়ে নেয়। এরপর আমার সব কাগজপত্র স্টাবেল করে এবং খামের গায়ে সব ঠিকানা ঠিকমতো লিখলাম। এরপর সুন্দর করে খামটা আটকে দেয়। এরপর ওদের কাছে দিলে ওরা ঠিকমতো সব কাজ শেষ করে আমাকে রিসিভ টা দিয়ে দেয়। এবং কুরিয়ার চার্জ নেয় ৩০ টাকা। যাইহোক অবশেষে অনেক বড় একটি ঝামেলা শেষ হলো। যাইহোক আমি এবার আশাবাদী খুব দ্রুতই শিক্ষাবৃত্তি টা চালু হয়ে যাবে। এই কাজটা করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে।
----- | ----- |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y91C |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
টুইটার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পুরো ব্লগের এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে। প্রতিটি ইনস্টিটিউটেই কিছু না কিছু ঘাড়ত্যাড়া স্যার থাকবেই। যাই হোক দোয়া থাকলো আপনার জন্য আপনার কাগজগুলো যেন ঠিকমতো নবায়ন হয়ে আবার বৃত্তিটা চালু হয়ে যায়। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
💖💖💖। ধন্যবাদ ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইমন এর এমন মনোভাব দেখে বোঝা যাচ্ছে জীবনে ভালো কিছু পাওয়ার জন্য ইমন স্ট্রাগল করতে রাজি আছে। লাইনটি খুব মজার ছিল 😆😆।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😄😄😄😄 ধন্যবাদ ভাই💖💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃত্তিটা আবারও চালু হোক এবং আপনি এর সুফল পান এই কামনা করি। কেননা আপনি যোগ্য তাই আপনি এই বৃত্তি টা পেয়েছেন। এটা বলতে গেলে আপনার অধিকার। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। খুব ভালো লাগল কথাটা শুনে💖💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কথার সাথে বাস্তবের অনেক মিল আছে ভাইয়া। আপনি বৃত্তি পেয়েছেন এবং এখনও পান জেনে খুবই খুশি হলাম। অনেকেই বৃত্তিকে অনুদান মনে করলেও এটা অনেক বড় পাওয়া। নিজের যোগ্যতার কারণে সেটা পাওয়া যায়। আপনার চলার পথ সহজ এবং সুগম হোক সেই কামনাই রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে সেই খুবই ভালো লাগলো আমার সময়েও এই রকম বৃত্তি চালু ছিলো ডাচ্ বাংলা থেকে কাগজও তুলছিলাম কিন্তু আর জমা দিতে পারি নাই। তাই বৃত্তিটাও পাওয়া হয় নাই।
যাই হোক, আপনি কাগজ জামা দিছেন দোয়া করি সফল ভাবে আবার বৃত্তিটা পাবেন।
আর একদম ঠিক বলেছেন কাগজ পত্র সত্যায়িত করতে গেলে অনেক প্যারা সহ্য করতে হয়। যাইহোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই💖🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit