আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বাংলাদেশ মাএ ৫৬ হাজার বর্গমাইলের একটি দেশ। অন্যান্য দেশের তুলনায় বেশ ছোট দেশ। ছোট হওয়ার পরও আমাদের দেশের জনসংখ্যা অতিরিক্ত। যাইহোক বাংলাদেশের অধিকাংশ মানুষ নিয়ম বর্হিভূত ভাবে চলতে বেশি পছন্দ করে। এজন্যই মাঝে মাঝে সাধারণ মানুষকে অনেক হয়রানির স্বীকার হতে হয়। এই কিছুদিন আগের কথা আমার বড় চাচির শরীর খারাপ। কুষ্টিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কিছু টেস্ট করা হয়েছিল। এবং সেগুলো জরুরিভাবে ঢাকা পাঠাতে হবে। দায়িত্ব টা আমার উপরেই পড়েছে। বৃহস্পতিবার সব পরীক্ষা শেষ হলে উনারা বলেন শনিবার রিপোর্ট পেয়ে যাবেন। অথচ শনিবার রিপোর্ট আনতে গেলে কতৃপক্ষ বলে স্যার আপনার একটা রিপোর্ট এখনো তৈরি হয়নি। ওটা কাল নিতে হবে। বেশ ভালো ঝামেলায় পড়লাম। অন্য দিকে জরুরি ভাবে রিপোর্ট গুলো পাঠাতে হবে।
তো কী আর করার সেদিন চলে আসলাম। পরবর্তী দিন ছিল ছিল রবিবার। ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবের জন্য সকাল থেকেই বৃষ্টি। থামার কোনো নাম নেই। কী আর করার বাধ্য হয়ে সকাল ১১ টার দিকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। সকাল থেকে বৃষ্টি হওয়াই রাস্তায় যানবাহনের সংখ্যা অনেক কম। টানা ২৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি আসলো। কী আর করার উঠে পড়লাম। একবার ভেবে দেখুন ভুলটা কে করল এবং এর শাস্তিটা কে পাচ্ছে ভোগান্তি টা কার হচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর বেশ জ্বরে বৃষ্টি শুরু হলো। বেশ অনেকটা ভিজেও গেলাম। অবশেষে কুষ্টিয়া পৌছালাম। প্রথমে গিয়ে আমি রিপোর্ট টা কালেক্ট করলাম। এরপর সেগুলোর ছবি তুলে ই মেইল করে পাঠিয়ে দিলাম। আমি এখন চিন্তা মুক্ত। এদিকে তখন প্রায় ১ টা বাজে। আমার বেশ খিদা লেগেছে। ভাবলাম কিছু খাওয়া দরকার। এই এখান থেকে কাছেই ছিল মেহেরজান রেস্টুরেন্ট। চলে গেলাম সেখানে।
পাঁচমিনিট হাঁটার পরেই পৌঁছে গেলাম মেহেরজান রেস্টুরেন্টে। একা একা যাব এই ভেবে আমার এক বন্ধুকে ফোন দিলাম ও কিছুক্ষণের মধ্যেই চলে আসল। রেস্টুরেন্ট টা খুবই সুন্দর। বিশেষ করে কাপলদের জন্য কুষ্টিয়ার মধ্যে এটা সেরা একটা রেস্টুরেন্ট। আগেও বেশ কয়েকবার এসেছি এখানে। যাইহোক ভেতরে গিয়ে বসলাম। দেখলাম অন্যদিনের তুলনায় আজ লোকজন অনেক কম। বৃষ্টির জন্য হয়তো লোকজন বেশি বের হয় নাই। যাইহোক এখানকার পিৎজা টা নাকী বেশ ভালো। আগে খাওয়া হয়নি। তাই দুজনের জন্য ৬ ইঞ্চির দুইটা পিৎজা অর্ডার দিলাম। ওর বলল স্যার ২০ মিনিট অপেক্ষা করুন। কী করার করতেই হবে। তখন ভাবলাম যাক শুধু ভোগান্তি ছিল না। বন্ধুর সাথে সময়টা দারুণ উপভোগ করি। এদিকে ঐ সময়ে আমি নিজের অনেক গুলো ছবি তুলি। এরই মধ্যে আমার বন্ধু ফাজলামি করে একটা ছবি তোলে। আমি অন্য একটা বিষয়ে ভাবছিলাম। পড়ে দেখলাম ছবিটি বেশ দারুণ লাগছিল।
এরই মধ্যে পিৎজা টা দিয়ে দিল। আমি আর দেরী করলাম না কারণ আমার অনেক খুদা লেগেছিল। এই ঠান্ডার মধ্যে গরম পিৎজা বিষয়টি একবার ভেবে দেখুন। তখন আমি ভাবলাম যাক আজ কুষ্টিয়া আসাটা খুব একটা খারাপ হয়নি। একটু কষ্ট হয়েছে ঠিক কিন্তু পিৎজার টেস্ট টা সেটা ভুলিয়ে দিয়েছে। পিৎজা টা সত্যি দারুণ ছিল। যথারীতি খেতে একটু সময় লাগল। এরপর খাওয়া শেষ হলে আমি এবং আমার বন্ধু গল্প করলাম। এদিকে পরবর্তী দিন আমাদের পরীক্ষা ছিল। এজন্য আমার বাড়িতে আসার একটু তাড়া ছিল। এরপর বিলটা পেমেন্ট করে চলে আসলাম আমি। এবং আসার সময় যেন আরও বেশি বৃষ্টি। আসার সময় পথে অনেকটা ভিজে গেলাম। তখন বেশ বিরক্তিকর লাগছিল। ভাগ্য ভালো এবং অসময়ে ভিজেও ঠান্ডা জ্বর আসেনি।
----- | ----- |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y91C |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।
অবশেষে আপনার কাজটিও সম্পন্ন হলো।যত যাই বলেন পিজ্জা টি কিন্তু দারুন ছিল ।সেই জন্য আমি বলছি ভোগান্তি যতই হোক না কেন এত সুন্দর একটি পিজ্জা সেজন্য না হয় একটু ভোগান্তি হলো আপনার অভিজ্ঞতা শেয়ার করার ধন্যবাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে সঠিক কথা বলেছেন ভাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমাকেই ডাকতাম। কিন্তু ভাবলাম পরীক্ষার আগের দিন ওই বৃষ্টির মধ্যে তুমি আসবে কী না এইজন্যই ডাকি নাই। পরেরবার ডাকব। ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর করে পোস্ট টি আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। রোগীদের সেবা করার সুন্নত এটা কমবেশি আমরা সবাই জানি। তবে এটা সত্য ফুল অন্যজনে করলে খেসারত আরেকজনকে দিতে হয় এটাই প্রকৃতির নিয়ম। অবশেষে আপনি খিদার জ্বালায় ছটফট করছেন সেটা জানতে পেরে খুব কষ্ট লাগল। যাই হোক অবশেষে আপনি একটি রেস্টুরেন্টে গিয়ে খেয়েছেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। ফিজ্জা খেতে আমারও ভালো লাগে আর আপনার ফিজ্জা দেখেই বুঝা যাচ্ছে খুবই স্পেশাল ছিল। সব মিলিয়ে খুবই ভাল লেগেছে আপনার জন্য শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। আপনি আমার বিষয়টি বুঝতে পেরেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই। আপনি আমার বিষয়টি বুঝতে পেরেছেন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit