আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমি আমার কেনা জিনিস গুলো কখনোই ফেলে দেয় না বা বিক্রি করি না। আপনারা ভাবতে পারেন কেনা জিনিস আবার বিক্রি করে কে? অনেকেই করে ধরুন আপনি নতুন একটা ফোন কিনবেন এইজন্যই পুরাতন টা বিক্রি করে দিবেন। এমনটা কিন্তু অনেকেই করে থাকে। কিন্তু আমি কখনোই এমন কিছু করি না। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। ২০১৭ সালে আমি আমার প্রথম টিউশনির টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছিলাম। ঐসময় ঘড়িটার দাম ছিল ৫০০ টাকা। এখন পযর্ন্ত ঐ ঘড়িটা আমি ব্যবহার করছি। আজ প্রায় একবছরের বেশি সময় ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে অর্থাৎ সঠিক সময় দেখায় না। কিন্তু এখনও আমি ঘড়িটা হাতে দেয় প্রতিদিন। আমি চাইলেই কিন্তু নতুন একটাকটা ঘড়ি কিনতে পারি। কিন্তু ওটার উপর একটা মায়া জন্মে গিয়েছে।
ভবিষ্যতে ভালো ঘড়ি কিনলেও ঐটা আমি কখনোই ফেলে দেব না। একেবারে যত্ম করে রেখে দিব। ২০২০ সালে আমি আমার নিজের টাকা দিয়ে প্রথম স্মার্টফোন টা ক্রয় করি। টানা চার বছর ফোনটা আমি ব্যবহার করেছি। আমি স্টিমিট ক্যারিয়ারের পুরোটা সময় ফোনটা দিয়ে আমি কাজ করেছি। কিন্তু এইবছর ফেব্রুয়ারিতে যখন আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায় তখন আমি অন্য একটা ফোন কিনে নেয়। যেটা আমি বর্তমানে ব্যবহার করছি। কিন্তু আমার আগের ফোনটা আমি বিক্রি করিনি। হ্যা কয়েকজন ফোনটা কিনতে চেয়েছিল। মোটামুটি যথেষ্ট ভালো দাম বলেছিল। কিন্তু আমি তাদের পরিষ্কার জানিয়ে দেয় আমি ফোনটা কখনোই বিক্রি করব না। ফোনটা এখনও রয়েছে। তবে আমার পরিবারের একজন ব্যবহার করছে।
ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটা ঝোঁক ছিল আমার। ২০২০ সালে আমি বেশ ভালো দাম দিয়ে একটা ব্যাডমিন্টন ব্যাট অর্থাৎ র্যাকেট কিনি। তখন সবমিলিয়ে দাম পড়েছিল প্রায় ২০০০ টাকা। গত তিনবছর সেটা দিয়ে আমি খেলেছি। এখনও ব্যাট টা ভালো আছে। গতবছর যখন আমি খেলা বাদ দেয় তখন অনেকেই আমাকে বলে ব্যাট টা বিক্রি করে দেওয়ার জন্য। আমি ওদের সরাসরি বলে দেয় আমি আমার পছন্দের জিনিস কখনোই বিক্রি করি না। আমার ব্যাট টা এখন বাড়িতে আছে আর আমি ঢাকাতে। চাইলেও আর খেলতে পারব না। গতদিন আমার বন্ধু লিখন বলছিল তোর ব্যাট টা বিক্রি করবি। ওর কথার উওরে আমি বলে দেয় আমি ব্যাট বিক্রি করব না। যদি তোর প্রয়োজন হয় নিয়ে খেলতে পারিস পুরো সিজেনের জন্য।
এবং লিখন ব্যাট টা নিয়ে খেলা শুরু করেছে। আমি কখনোই আমার ব্যবহার করা পছন্দের জিনিস গুলো বিক্রি করি না। কারণ ঐগুলোর প্রতি আমার একটা ভালোবাসা একটা মায়া তৈরি হয়ে যায়। সামান্য কিছু টাকার জন্য ঐটা বিক্রি করার পক্ষে আমি না। আমার অনেক কষ্টে সংগ্রহ করা বিভিন্ন দেশের টাকা। যেগুলো আমি বিগত ৮ বছর ধরে সংগ্রহ করে আসছি। আমার কাছে বতর্মানে পৃথিবীর ৬২ টা দেশের ১৫০ এর উপরে নোট আছে সংগ্রহ করা। বিগত বছরগুলোতে আমি অনেক কঠিন সময় অতিবাহিত করেছি। কিন্তু কখনোই সেগুলো বিক্রি করে দেওয়ার কথা ভাবিনি। এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। পুরাতন টার পরিবর্তে নতুন জিনিস আসবে এটা স্বাভাবিক। কিন্তু পুরাতন টার জায়গা নতুন টা কোনভাবেই নিতে পারবে না। আমি কখনোই আমার দুঃসময়ের সঙ্গীদের ভুলে যায় না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া আমার কাছে এমনটাই মনে হয় নিজের পছন্দের বা প্রিয় জিনিসগুলো অন্য কারো কাছে বিক্রি করার পক্ষে আমিও একদম না।আমার কাছে কিছু জিনিস এখনো অনেক যত্নের। তবে শেষের যে লাইন দুইটা বলেছেন পুরাতনের জায়গা নতুন টা দখল করবে না সেটা পড়ে একটু হাসি পেল ভাইয়া। সেটা অনেকটা ভিন্ন রকম আঙ্গিকে মিন করা যায়, হাহাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের ভালো লাগার জিনিস গুলো পুরনো হলেও তার মধ্যে অনেক আবেগ মিশে আছে।তা হাত ছাড়া করা আমার ও পছন্দ নয় যেকোনো কিছুর বিনিময়েও।আপনি আপনার বেশ কিছু জিনিস আঁকড়ে রেখেছেন।এটা ভালো একটি অভ্যাস বটে।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ জানাচ্ছি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit