আমি ঢাকায় থাকি। এখানে একটি পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং টিউশন করে নিজের খরচ চালাই। আমি ক্লাস ফোর এর এক ছাত্রীকে পড়াই। একদিন আমি তাকে পড়াতে গেলাম। তো সেইদিন আমার পড়ানোর কথা ছিল ইংলিশের রাখাল বালকের যে কমপ্লেটিং স্টোরি টা আছে সেটা। তো ছাত্রীকে গল্পটা পড়ানোর আগে আমি তাকে বাংলায় সেই গল্পের মুল কাহিনিটা বলে শুনালাম যে, একটি গ্রামে এক দুস্টু বালক ছিল সে প্রতিদিন মাঠে গবাদিপশু চড়াতে যেত। মাঠের পাশেই একটা বন ছিল সেই বনে একটা বাঘ ছিল। দুস্টু বালকটি একদিন ভাবল একটু মজা করবে, তাই সে বনের ভিতর গিয়ে মিথ্যা কথা বলে চিৎকার করতে লগলো "যে বাঘ এসেছে বাঘ এসেছে আমাকে বাঁচাও” একথা শুনে গ্রামের সবাই ছুটে এলো বালকটিকে বাচানোর জন্য কিন্তু এসে দেখল সেখানে কোন বাঘ নাই। বালকটি দুস্টামি করেছে তাই তারা সবাই ফিরে গেল। পরের দিন সেই বালক আবার একই কাজ করলো , আবার বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগল , এবারো গ্রামের সবাই তাকে বাচানোর জন্য ছুটে এল কিন্তু এসে দেখলো সেখানে কোন বাঘ নাই। তারাএবারো রেগেমেগে ঘরে ফিরে গেল। বালকটি এসব করে খুব মজা পাচ্ছিল তাই সে পরের দিন আবার এই মজা নিতে চাইল , তাই সে আবার সেই বনে গেল কিন্তু এবার দেখলো যে সত্যি সত্যি বাঘ এসেছে, বালকটি এবার সত্যি সত্যি বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগল, কিন্তু এবার গ্রামের লোকজন আর তাকে বাচাতে এলো না কারন তারা হয়ত ভেবেছে যে বালকটি আবার মিথ্যা কথা বলছে। কেউ তাকে বাচাতে গেল না বলে বাঘ সেই বালকটিকে বনে একা পেয়ে খেয়ে নিল।
তো এই গল্পের যে শিক্ষা তা আমরা সবাই জানি, যে মিথ্যা কথা বলার পরিনাম যে ভয়াবহ তা। কিন্তু , সেই ছাত্রী আমাকে তখন একটা প্রশ্ন করল বলল স্যার প্রথম দুইবারের বেলা গ্রামের লোকজন সেই বালকটিকে বাচাতে গেল কিন্তু তৃতীয়বারের বেলা কেন গেলনা? তো আমি তাকে একটু ভিন্নভাবে বিষয়টা বোঝানোর চেস্টা করলাম যে, দেখ প্রথমবার বালক যখন মিথ্যা কথা বললো যে বাঘ এসেছে বাঘ এসেছে,যদিও কোন বাঘ এসেছিল না, কিন্তু গ্রামবাসী তার কথায় বিশ্বাস করে তাকে বাচাতে এসেছে। দ্বিতীয়বার যখন আবার সেই বালক মিথ্যা কথা বলল যে বাঘ এসেছে বাঘ এসেছে, তখন আবার সেই গ্রামের লোকজন তাকে বাচাতে এলো। কিন্তু তৃতীয়বার যখন বালক সত্যি কথা বললো যে বাঘ এসেছে ,তখন গ্রামের লোকজন আর তাকে বাচাতে এলো না । অর্থাৎ আমরা এই গল্প থেকে শিখতে পারি যে, আমরা যতদিন মানুষের সাথে মিথ্যা কথা বলব ততদিন মানুষ আমাদেরকে সাহায্য করতে আসবে , কিন্তু যখনি আমরা সত্যি কথা বলবো তখনি মানুষ আমাদেরকে সাহায্য করা ছেড়ে দিবে। অর্থাৎ সত্যি কথার ভাত নাই। এইবার স্টুডেন্ট ঠিক ভাবে বুঝতে পেরেছে। তো পাশে্র ঘরেই সেই স্টুডেন্টের মা ছিল তিনি মনে হয় আমার এই গল্পটা শুনেছেন। পড়া শেষে আমি চুপ করে চলে এলাম। রাতে মনে হয় কল আসবে এবাউট মাই সাসপেনশন। ধন্যবাদ সকলকে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!