আমার বাংলা ব্লগ || মুভি রিভিউ : আইএম লেজেন্ড

in hive-129948 •  3 years ago 

images (19).jpeg

Image credit

আমার বাংলা ব্লগের সকল বন্ধু এবং স্যারদের আমার স্বাগতম। আশাকরি সবাই সুস্থ আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে আমার দেখা সেরা কিছু মুভির মধ্যে একটি মুভি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মুভিটার নাম হল "আইএম লেজেন্ড"যেখানে প্রধান চরিত্র হিসেবে কাজ করেছেন উইল স্মিথ। চলুন মুভিটির মূল ঘটনা শুরু করা যাক।

মুভিটির মূল কাহিনী

মুভিটির মূল চরিত্র অর্থাৎ উইল স্মিথ একটি পুলিশ এর চাকরি করতেন। হঠাৎ হঠাৎ করেই একটি ভাইরাসের সংক্রমণ শুরু হয় যেখানে মানুষ সংক্রমিত হলে তার দুই চোখ লাল হয়ে যায় এবং শরীর সাদা হয়ে যায়। এবং শরীরের যত প্রকার চুল অথবা শরীরের লোম এগুলো উঠে যায় এবং মানুষ হিংস একটি দানবে পরিণত হয়।

images (20).jpeg

Image credit

হিংস দানব গুলো রাতে ঘর থেকে বের হয় এবং অন্যান্য মানুষকে খেয়ে ফেলে এবং যারা কোন রকম ভাবে বেঁচে যায় তারা ওই ভাইরাসে সংক্রমিত হয়ে ওদের মতো দানবে পরিণত হয়।

images (21).jpeg

Image credit

মুভির প্রধান চরিত্র অর্থাৎ উইল স্মিথ এর একটি কুকুর থাকে। এবং এরা দুই জন ব্যক্তি পুরো শহর ভ্রমণ করে বেড়ায় অর্থাৎ আমাদের বোঝানো হয় যে এই দুইজন ছাড়া এই শহরে আর কেউ বেঁচে নেই এবং যারা বেঁচে রয়েছে তারা সব দানব হয়ে গেছে। মুভির প্রধান চরিত্র এবং তাদের মধ্যে অনেক লড়াই হওয়ার পরে। শেষের দিকে নায়িকা চরিত্রের একটা মেয়ে এবং একটা ছোট ছেলের সাথে উইল স্মিথ এর দেখা হয়।

images (22).jpeg
Image credit

মুভির মূল চরিত্র একটি ভ্যাকসিন এর মাধ্যমে সংক্রমিত একটি দানব মেয়েকে ঠিক করতে চাই কিন্তু শেষ পর্যন্ত সেখানে কোনো কাজ হয় না এভাবে মুভি শেষ হয়ে যায়।

মুভিটি অনেক মনমুগ্ধকর ছিল আশা করি মুভিটির দ্বিতীয় পার্ট পাবো।

অনুবাদে

@emonv

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

৬. মুভি রিভিউয়ের ক্ষেত্রে অবশ্যই মুভিটির "ট্রেইলার ভিডিও"টি শেয়ার করবেন, কিন্তু কোনো অবস্থাতেই মুভির কোনো অংশ শেয়ার করা যাবে না , ৭. মুভির নাম ও পরিচালকের নাম সহ মুভির একটা পোস্টার, প্লট ও কাস্ট মাস্ট উল্লেখ করবেন, ৮. মিনিমাম ১০০ শব্দে আপনি মুভি রিভিউ লিখবেন ।