আমার বাংলা ব্লগ || মাছের পুকুর ভ্রমণ

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20210818_071851.jpg

Location

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ?

• আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme ভাইয়াকে যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমি এত সুন্দর একটি কমিউনিটি তে পোস্ট করতে পারছি। তার সাথে সাথে ধন্যবাদ দেখতে চাই আমার বাংলা ব্লগ এর সকল সুদক্ষ মডারেটরদের যারা এত সুন্দর একটি কমিউনিটি সুন্দরভাবে পরিচালনা করছেন। সবার প্রতি রইলো আমার বিশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ।

মাছের পুকুর ভ্রমণ

IMG_20210818_071933.jpg

Location

• আজকে আমি গিয়েছিলাম একটি মাছের পুকুর ভ্রমণ করতে। মাছের পুকুরটি ভ্রমণের ফলে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হলো আজ। আজকে আমি বিশেষ ধরনের একটি উদ্যোক্তার পুকুর ভ্রমণ করতে গিয়েছিলাম। জার নাম মোহাম্মদ মালেক ইসলাম। এন আর পুকুরটি অনেক বড় এবং অনেক বড় বড় মাছ এখানে চাষ করেন। তিনি এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করে থাকেন যার মধ্যে রয়েছে কাতলা, মৃগেল ,পাঙ্গাশ ইত্যাদি ছাড়া এছাড়াও অনেক ধরনের মাছ এখানে চাষ করে থাকেন।

মাছ চাষের ব্যাতিক্রম কিছু অভিজ্ঞতা

IMG_20210818_071933.jpg

Location

• মাছ চাষ খুবই মুনাফা জনকএকটি ব্যবসা এই ব্যবসা করতে হলে বুদ্ধির সাথে সাথে টাকার অনেক প্রয়োজন রয়েছে। এখানে পুজি টা লাগবে অনেক বেশী।অর্থাৎ এই ব্যবসায়ী যার টাকার পরিমাণ যত বেশি তার লাব তত বেশি হয়ে থাকে। এই ব্যবসাতে বেশি পরিশ্রম করা লাগেনা কিন্তু অধিক যত্ন নেওয়া লাগে ।যেমন মাছ দেওয়ার আগ থেকে মাছ দেওয়ার শেষ পর্যন্ত পরিশ্রম করে যেতে হয় যার মধ্যে রয়েছে পুকুর পরিষ্কার, পুকুর প্রস্তুত করন ,পোকামাকড় বিনাশ ছাড়াও বিভিন্ন রকম কাজ যা করলে অন্যদের তুলনায় মাছ চাষের লাভ আরো ভালো হবে এবং মাছ চাষে সফল একজন ব্যবসায়ী হওয়া যাবে।

মাছ চাষের খাবার

IMG_20210818_071952.jpg

Location

• মাছ চাষ করতে হলে মাছের খাবার খুবইগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ চাষ করতে হলে আপনাকে সঠিক খাবার ব্যবহার করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের রেডি খাবার পাওয়া যায় যেমন কোয়ালিটি, রূপসী ,সিপি ইত্যাদি ধরনের বিভিন্ন রকম খাবার বাজারে এখন বেরিয়েছে কিন্তু আপনাকে এর মধ্য থেকে সবথেকে সেরা এবং মানের দিক থেকে ভালো এবং সাশ্রয়ী দামের খাবার কি ব্যবহার করতে হবে এর ফলে আপনার মুনাফা অনেক বেশি আসবে ।

• এখানে রেডি খাবারের বিকল্প উপায় হিসাবে বাড়িতে তৈরি খাবার খাওয়াতে পারেন ।সেটি যদি করতে চান তাহলে আপনার লাভ দ্বিগুণ হবে। আপনি বাজারে যে খাবারের 1000 টাকা প্রতি বস্তা তে পাবেন সেটি যদি আপনি বাড়িতে তৈরি করেন সেটি 500 থেকে 600 টাকার মধ্যে একই মানের খাবার পেয়ে যাবেন। আপনারা যদি এইভাবে মাছ চাষ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল ব্যবসায়ী হবেন ইনশাআল্লাহ।

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য আপনাকে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।

বাংলায় কষ্ট করে আমি গর্বিত

অনুবাদে
@emonv

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

Thanks brother

ধন্যবাদ ভাইয়া।

পুকুরে মাছ চাষ আবাদ খুবই ভালো এবং পুকুরে যেদিন মাছ ধরা হয় সেদিন মাছ ধরার সময়টি খুবই মনমুগ্ধকর কারণ আমার আব্বু মাছ চাষ করত আমি যেদিন মাছ ধরত জল দিয়ে সেদিন আমাকে সাথে করে নিয়ে যেত আমি খুব আনন্দিত হতাম।