স্বাধীনতায় কাটানো কিছু মুহূর্ত ফটোগ্রাফি || ১০% প্রিয় @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

Picsart_22-03-27_07-31-18-791.jpg

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @emonv
আজ শুক্রবার , মার্চ ২৮/২০২২

আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। 26 শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস এটি হচ্ছে বাঙালি জাতির জন্য অনেক স্মরণীয় একটা দিন এবং এই দিনেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা সবাই জানি আমরাই হচ্ছে একমাত্র জাতি যারা নিজের ভাষার জন্য জীবন দিয়েছিল এই ঘটনাটি পুরো বিশ্বে অনেক বিরল। আমরা সবাই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আমরা আমাদের মাতৃভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্য । আমরা সবাই আমাদের স্বাধীনতা দিবসের ঘটনা কমবেশি সবাই জানি তাই আর এই বিষয় নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। প্রত্যেক বছরের মার্চ মাসের 26 তারিখে আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করে থাকি এবং আমাদের এলাকায় এটি অনেক জমজমাট ভাবে পালন করা হয়। এটি সাধারণত আমাদের জুগিরগোফা স্কুল মাঠে পালন করা হয় ।যেখানে আমাদের বড় ভাইয়েরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করে এবং সেখানে অনেক ব্যয়বহুল সাউন্ড সিস্টেম আনা হয় এবং সেগুলো নিয়ে তারা সারা রাত সারা দিন মজা করে থাকে এরমধ্য আমরাও থাকি। এছাড়াও এই আয়োজনের মধ্য ক্রিয়া প্রতিযোগিতা থাকে সেই সাথে বিকেলে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে থাকে কনসার্ট সব মিলিয়ে এই দিনটা আমরা অনেক আনন্দের সাথে অতিবাহিত করি। আজকে আমি আপনাদের মাঝে আমার স্বাধীনতা দিবস কাটানো কিছু মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তবে চলুন শুরু করা যাক।
image.png

◆ ফটোগ্রাফিঃ-১

IMG_20220326_165624_084.jpg

imagew3w location

আমরা আমাদের 26 শে মার্চ স্বাধীনতা দিবস পালন করে থাকি আমাদের স্কুল মাঠে এটি হলো আমাদের স্কুল মাঠ। আমাদের এই মাঠ গাংনী থানায় অনেক জনপ্রিয় কেননা এখানে ইন্টার স্কুল এর সকল খেলাগুলো খেলা হয়।
image.png

◆ ফটোগ্রাফিঃ-২

IMG_20220326_170328_967.jpg

imagew3w location

26 শে মার্চ উপলক্ষে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছিল। ভিড়ের মধ্য তোলা তখনকার একটা ফটোগ্রাফি।
image.png

◆ ফটোগ্রাফিঃ-৩

IMG_20220326_211725_763.jpg

imagew3w location

এটি হচ্ছে সিভিট দিয়ে তৈরি করা জুস। এই জুসটি অনেক পুষ্টিকর এটি ছোটবেলা থেকেই আমি খেতে অনেক ভালোবাসি।
image.png

◆ ফটোগ্রাফিঃ-৪

IMG_20220326_214824_427.jpg

imagew3w location

আমাদের এখানে প্রত্যেকবার 26 শে মার্চ উপলক্ষে রাতে কনসার্ট হয় যেখানে দেশের নামীদামী শিল্পীরা গান এবং নিত্য করার জন্য হাজির হয়। এটি হচ্ছে ডালিম ডেকোরেশন এর সাউন্ড সিস্টেম। ডালিম ভাই তার ডেকোরেশন নিয়ে প্রতিবার এই সময় আমাদেরকে সাহায্য করে থাকে।
image.png

◆ ফটোগ্রাফিঃ-৫

IMG_20220326_215333_040.jpg

imagew3w location

গান শুরু হওয়ার আগে আমাদের এলাকার চেয়ারম্যান বক্তৃতা দিয়েছিলেন উনার নাম হচ্ছে পাশা ভাই, উনি অনেক গোছালো কথা বলতে পারেন যাইহোক তখনকার মুহূর্তে একটি ফটোগ্রাফি।
image.png

◆ ফটোগ্রাফিঃ-৬

IMG_20220326_221441_902.jpg

imagew3w location

উনার নাম হচ্ছে নুপুর, উনি অনেক সুন্দর করে গান গাইতে পারেন। উনার কোকিল কন্ঠের গান শুনে সত্যি অনেক ভালো লাগছিল। রাতে কনসার্টের সময় টা এভাবেই অতিবাহিত হচ্ছিল দারুন একটা মুহূর্ত ছিল তখন আজকের জন্য এই পর্যন্তই।
image.png

  • ১০% বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।

🫂ধন্যবাদ!!!🤵


ফটোগ্রাফার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix hot 11s

image.png

[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

image.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

স্বাধীনতায় কাটানো কিছু মুহূর্তের ফটোগ্রাফি তার সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করার গল্পের অনুভূতি আমার কাছে ভালো লেগেছে ।অনেকদিন যাবত এই ভাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করা হয় না দেখতে পেরে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

এককথায় দারুন কাটিয়েছেন স্বাধীনতা দিবস। আপনাদের আয়োজিত অনুষ্ঠানটি বেশ ভালো উপভোগ করলাম। বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি অসাধারণ ছিল।
আর সিভিটের জুস আরো দারুন 😋
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

স্বাধীনতায় কাটানো কিছু মুহূর্ত ফটোগ্রাফি দারুণ তুলেছেন ভাইয়া। খুব ভালো লাগলো প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। যদিও এবার বাইরে বাইর হইতে পারি নাই মৌখিক পরীক্ষার কারণে। তাই বাসা থেকে বার হতে পারিনি। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হলো আমার দেখা হয়ে গেছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

বেশ ভালো লাগলো আপনার পোস্ট। খুব সুন্দর ভাবে প্রতিটি ছবির ব্যাখ্যা দিয়েছেন। দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি। এইসব মুহূর্তগুলো স্মরনীয় হয়ে থাকে অনেকদিন পর্যন্ত। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

২৬ শে মার্চ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এটা আমরা জাকজমকভাবে পালন করে থাকি। আপনাদের দিকেও বেশ সুন্দরভাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটা অতিবাহিত করা হয়। সিভিট শরবত দেখে বেশ লোভ হচ্ছে আগে অনেক খেতাম। এখন খুব একটা দেখি না। অনেক সুন্দর লিখেছেন পোস্ট টা। এবং ফটোগ্রাফি গুলো ভালো ছিল।

image.png

দেখেই বোঝা যাচ্ছে স্বাধীনতায় অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সেই সাথে অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি ও আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই চমৎকার ভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে আপনার পোস্ট শেয়ার করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

বেশ ভালো লাগলো আপনি দাঙ্গ ফটোগ্রাফি করেছেন। আসলেই মাঠটি বেশ জনপ্রিয় এবং আজকে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন এবং ফটোগ্রাফি গুলো খুব ভাল ছিল এবং কোকাকোলার বোতল টি দারুন ভাবে ফুটে উঠেছে।

ভাই আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো দেখে বোঝাই যাচ্ছে আপনি ছাব্বিশে মার্চ রাতে কতটা আনন্দঘন মুহুর্তে কেটেছে। তবে আমি মনে করি আপনি খুবই ভাগ্যবান এখনো আপনি গান বাজনা নিয়ে সময় পার করতে পারছেন, আমরা তো সেরকম কোনো সুযোগই পায় না। যাইহোক খুবই ভালো লাগলো আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কাটানো স্বাধীনতা দিবসে সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

ভাল লাগলো মূহুর্ত গুলো। ছবি আর লেখা থেকে যা বোঝা গেল। তবে মনে হচ্ছে সাউন্ড বস্কের স্তুপ ছিল মাঠে। সাউন্ডবস্ক কালচার মোটেই ভাল লাগে না আমার। কোকের বোতলে সিভিট শরবত , আমি তো প্রথমে ভাবলাম কোক আবার হলুদ রং এর করলো কবে। যাই হোক ভাল লেগেছে । ভাল থাকবেন। শুভেচ্ছা।

স্বাধীনতা দিবস আসলেই আমাদের জন্য আনন্দের দিন। এই দিনটি আপনি দারুণ ভাবে উপভোগ করেছেন। আপনার উপভোগ করা প্রতিটি মুহুর্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইলো।

ভাইয়া আপনি স্বাধীনতায় দিনে কাটানো কিছু মুহূর্ত ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি স্বাধীনতা দিবসের অনেক মজা করে কাটিয়েছেন। আমাদের দেশে প্রত্যেক অঞ্চলেই স্বাধীনতা দিবসে এরকম করে দিনে খেলাধুলা ও রাতে কনসার্ট আয়োজন হয়ে থাকে। আপনি বেশ কিছু আনন্দঘন মুহূর্তে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

স্বাধীনতায় কাটানো সময়ের কিছু ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে ।আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ।
শুভকামনা রইল আপনার জন্য।

স্বাধীনতা দিবস উপলক্ষে অসাধারন মুহুর্ত কাটিয়েছেন এবং আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। তবে এই দিনটি ছিল ক্ষত-বিক্ষত করা রক্তরঞ্জিত একটি দিন। যাই হোক স্বাধীনতা দিবসের এই দিনটিকে স্মরণ রাখার জন্য অনেক সুন্দর সংস্কৃতি অনুষ্ঠান এবং যে যার মতো করে পালন করছে। আপনার আনন্দ মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফি গুলো দেখি আর ভাবি আমি আপনাদের সাথে থাকলে আমিও অনেক মজা করতে পারতাম।আসলে বাইরে খুব কম যাওয়া হয় তাই সব মিস করি।

চমৎকার একটি দিন কাটিয়েছেন আপনি খুব ভালো লাগলো আমাদের সাথে আপনি লিঙ্কটি শেয়ার করেছেন, ছবিতে নতুন ধরনের একটি শরবত দেখলাম এটি আমি আগে কখনো দেখিনি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।