মজাদার রেসিপি, পাউরুটি দুধ ও চিনি || ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য

in hive-129948 •  3 years ago 

IMG_20211019_174407.jpg

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার পোষ্টের প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা সহ আমার বাংলা ব্লগের সকল সুদক্ষ মডারেটরদের যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের ফলে আজকে আমি এত সময় একটি কমিউনিটি তে পোস্ট করতে পারছি। আপনাদের সবাইকে আমার মনে্র অন্তর থেকে শুভেচ্ছা জানাই।

মিষ্টি খাবার আমরা প্রায়ই সবাই পছন্দ করে থাকি। আমরা মিষ্টি খাবার বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকি সেটি হতে পারে গুড় সেটি হতে পারে চিনি আবার সেটি হতে পারে মধু। ইত্যাদি বস্তু দ্বারা কিন্তু আমরা মিষ্টি খাবার গুলো তৈরি করে থাকি। আজকে আমি মিষ্টি প্রেমিক মানুষদের মিষ্টি উপহার দেয়ার জন্য একটু অন্যভাবে চেষ্টা করলাম। আজকে রেগুলার কিছু না একটু অন্যভাবে পাউরুটি দুধ ও চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করলাম যা খেতে মাশাল্লাহ অনেক অসাধারণ ছিল। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।

এই মিষ্টি খাবার যারা অসুস্থ তারাও খেতে পারবে। বিশেষ করে যাদের যাদের দাঁতে সমস্যা বা মুখে ফোসকা পড়ে গেছে এমনকি মুখে ব্যথা ইত্যাদি সমস্যার মানুষগুলো এগুলো খুব সহজেই খেতে পারবে। তাদের কষ্ট করে চিবিয়ে খেতে হবে না এবং এটি আরও পুষ্টিকর করার জন্য এর মধ্য দুধ মিশ্রন করা হয়েছে । আমরা সবাই জানি যে দুধ আমাদের শরীরের অনেক ঘাটতি পূরণ করে থাকে। তবে চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে এই রেসিপিটা তৈরি করা যায়।

# রেসিপিটি তৈরি করতে প্রয়োজনীয় সরঞ্জাম

উপাদানপরিমাণ
পাউরুটিএক প্যাকেট
দুধআধা কেজি
চিনি২৫০ গ্রাম
লবণপরিমাণমতো
তেজপাতাপরিমাণমতো

ধাপ :-১

IMG_20211019_174025.jpg

• প্রথমে পাউরুটি প্যাকেটটি ভেঙ্গে পাউরুটি গুলো একটি পাত্রে রেখে দিতে হবে।

ধাপ :-২

IMG_20211019_174042.jpg

• এবার চুলার উপরে দুধ গরম করে ফুটিয়ে নিতে হবে।

ধাপ :-৩

IMG_20211019_174105.jpg

• এবার দুধের পাত্রের মধ্যে ২৫০গ্রাম চিনি এবং পরিমাণমতো তেজপাতা দিয়ে দিতে হবে

ধাপ :-৪

IMG_20211019_174355.jpg

• এবার পাউরুটি গুলো গরম দুধের মধ্যে ছেড়ে দিতে হবে।

ধাপ :-৫

IMG_20211019_181040.jpg

• এবার দশ মিনিট পর ঠাণ্ডা হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার পাউরুটি দুধ রেসিপি। রেসিপিটা সচরাচর হয় না একটু ইউনিক করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছে। আশাকরি আপনাদের বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা অনেক সুস্বাদু ছিল।

সাধারণ কিছু তথ্য

আমার পরিচিতিকিছু তথ্য
আমার নাম@emonv(ইমন)
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
আমার বাসামেহেরপুর
আমার বয়স১৮ বছর
আমার ইচ্ছে**লাইফটাইম ব্লগিং
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া দুধ দিয়ে পাউরুটির এই রেসিপিটি আমি খেতে খুবই পছন্দ করি। যখনই আমার ঘরে পাউরুটি আনা হয় তখন আমি তরল দুধ দিয়ে পাউরুটি রেসিপি খায়। আমি এই রেসিপিটি খাওয়া শিখেছি আমার মায়ের থেকে ছোটবেলা থেকেই রেসিপিটি খাই অনেক সুস্বাদু।ভাইয়া রেসিপি দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল। ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

আচ্ছা এমন পাউরুটি আমি তো আর দেখিইনি। অনেক বড় বড় পিস গুলা।দেখতে সুন্দর।
আর এই রেসিপি আমি মাঝেমধ্যেই করে খাই আর কিছু না পেলে। আমি জানি এর স্বাদ কত খানি 🤪

ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য, দোয়া করি আরও এগিয়ে যান

পাউরুটি দুধ আর চিনি রান্না করা। খুবই মজার একটি রেসিপি।এই রেসিপিটি রান্না করতে বেশি সময় লাগে না। কিন্তু আমার সবচেয়ে প্রিয় খাবার। যাই হোক অনেক সুন্দর একটা রেসিপি সহজেই উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ আপু দোয়া করি আরো এগিয়ে যান

আপনার পোস্ট দেখে খুব খেতে ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই খেতে তো আর পারবো না। আমার প্রিয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

আহ মজাদার একটা রেসিপি দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে। খুব ভালো একটা পোস্ট

  ·  3 years ago (edited)

ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য

মজাদার রেসিপি, পাউরুটি দুধ ও চিনি ||এই রেসিপিটি প্রথম আমি আমার দাদির কাছ থেকে দেখেছিলাম এরপর আমার ফুফু করতো এরপর আমার বড় বোনে করতো।। তো সব মিলিয়ে এই রেসিপিটি আমার খুব খুব প্রিয় এবং পছন্দের এবং পরিচিত। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি♥

ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য

আপনার রেসিপি কি একদম ইউনিক হয়েছে।এই ধরনের রেসিপি এর আগে আমি কখনও দেখিনি ।খেতে নিশ্চয়ই খুব টেস্টি হবে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এমন একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনার মূল্যবন মতামত শেয়ার করার জন্য জন্য

এই খাবারটি অনেক মজাদার একটা খাবার। আগে বন্ধু দের সাথে আড্ডা দিতে বসলেই খাওয়া হতো। কিন্তু অনেক দিন খাওয়া হয় না। আপনার পোস্ট টা দেখে পুরনো দিনের কথা মনে পরে গেলো। যাইহোক অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি টা খুব সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

খুব অল্প কিছু উপাদান দিয়ে এতো মজার একটা সুস্বাদু খাবার তৈরি করা যায় সেটা আমাদের মাথায় খেয়াল এ থাকে না

আর চটপট তীব্র ক্ষুধা মেটাতে এই রেসিপি ট্রাই করা যেতে পারে

আপনাকে অসংখ্য ধন্যবাদ

পাউরুটি আর দুধ জমে গেছে। আমার খুবই ভালো লেগেছে। নতুন রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য

অনকে সুন্দর একটি রেসিপি দিয়েছেন আপনি।খেতে খুবই সুস্বাদু। আপনি সুন্দর আলোচনা করেছে। সব মিলিয়ে এই রেসিপিটি আমার খুব খুব প্রিয় এবং পছন্দের এবং পরিচিত।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য

😍😍

ওয়াও!!জোশ তো দেখেই খেতে ইচ্ছে করছে। পাউরুটি আর দুধের মিশ্রণে সুন্দর রেসিপি তৈরি করেছেন ভাইয়া। পাউরুটি আর দুধ কবে সেই খেয়েছি ভুলেই গেছি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে আবার লোভ আসলো খাওয়ার।

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

ভাই আমি তো নরমালি পাউরুটিকে পানি দিয়ে ডুবিয়ে খাই। আপনার এটা দেখে তো নতুন কিছু শিখলাম । দেখি এরপর থেকে পাউরুটিকে এভাবে খাওয়ার চেষ্টা করব। নতুন কিছু শিখলাম আপনার থেকে, ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া, আপনাদের কাছ থেকেও আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয়। এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল থেকে শিক্ষা গ্রহণ করছি শুভেচ্ছা রইলো ভাইয়া, একটি ইউনিক কমেন্ট করার জন্য।

সত্যি বলতে ছোটবেলায় পাউরুটি দুধ চিনি কিনে আনতাম। এটি তৈরি করার জন্য। ছোটবেলায় অনেক খেয়েছি। অনেক সুস্বাদু হতো এবং আপনি আবারও শৈশবের কথা মনে করায় দিলেন। অনেক সুন্দরভাবে পরিবেশন করেছেন প্রতিটি ধাপ ছিল অসাধারন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাই আপনাকে, একটি ইউনিক এবং অসাধারণ কমেন্ট করার জন্য দোয়া করি আরো এগিয়ে যান।

তোমার রেসিপিটি চমৎকার হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে তোমার রেসিপিটি।শুভ কামনা রইল তোমার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।