আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম
বালতি আমাদের প্রয়োজনীয় একটি সরঞ্জাম যা বাঙালিরা যুগের পর যুগ ধরে ব্যবহার করে আসছে। বালতি দিয়ে অনেক রকম কাজ করা যায় বিশেষ করে কূয়ো থেকে পানি তোলা থেকে শুরু করে গোসল করা পর্যন্ত সব কাজেই আমরা বালতি ব্যবহার করে থাকি। এগুলো সাধারণত অনেক আগের দিনগুলোতে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এখন মানুষ গোসল করার জন্য ইলেকট্রিক ঝরনা ব্যবহার করে থাকে। এই বালতি হচ্ছে আমাদের ঐতিহ্য যা আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করতো। আপনাদের হয়তো মনে আছে আমি গত পোস্টে মৃৎশিল্পকে নিয়ে একটি সিরিজ শুরু করেছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম আমাদের পূর্বের ঐতিহ্য মৃৎশিল্পকে আপনাদের মাঝে আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব । আজকে তার ধারাবাহিকতায় পর্ব ৭ আমি পাবলিশ করছি, এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে কাদামাটি দিয়ে বালতি তৈরি করার প্রসেস। আশা করছি আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন বন্ধুরা শুরু করা যাক।
# বালতি তৈরি করতে প্রয়োজনীয় উপাদান।
উপাদান | পরিমাণ |
---|---|
কাদামাটি | পরিমান মত |
ধাপ :-১
প্রথমে কাদামাটি ভালো করে সেনে নিতে হবে এবং দুই হাতের তালুর মাধ্যমে গোলাকৃতির করে নিতে হবে অনেকটা ফুটবলের মত।
ধাপ :-২
এবার হাতের আংগুলের সাহায্যে গোলাকৃতি কাদা টিতে আলতো করে সামান্য পরিমাণ গহবর করতে হবে।
ধাপ :-৩
এবার ভিতরে ধারী গুলোকে দুই আঙ্গুলের মাধ্যমে চ্যাপ্টা করতে হবে। যেমনটা ছবিতে দেখানো হয়েছে।
ধাপ :-৪
!
এবার নিচের দিকে হাতের মাধ্যমে আলতো করে চাপ দিয়ে সমান করে নিতে হবে।
ধাপ :-৫
এবার হাতে সামান্য পানি মাখিয়ে এটিকে ভালো করে নেপে নিতে হবে ।
ধাপ :-৬
এবার ধারিগুলো আলতো করে বাঁকা করে নিতে হবে।
ধাপ :-৭
এবার হাতের তালু দ্বারা বালতির হাতল তৈরি করে নিতে হবে।
ধাপ :-৮
এবার হাতলটি বালতিতে ভালভাবে লাগিয়ে নিতে হবে
ধাপ :-৯
এবার কাদা দিয়ে দুই দিকে সামান্য ডিজাইন করে দিলাম।
ধাপ :-১০
এবার ভালোভাবে পরিপাটি করে নিলেই তৈরি হয়ে যাবে কাদা মাটির তৈরি বালতি। (বালতিতে তৈরি করতে সন্ধ্যা হয়ে যাওয়ায় ছবিটি স্পষ্ট করে তুলতে পারেনি এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।)
- ১০% বেনিফিসারী @shy-fox কে দেওয়া হয়েছে
🫂ধন্যবাদ!!!🤵
ফটোগ্রাফার | @emonv |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | VIVO Y12 A |
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
অসাধারণ ভাই।
আমাদের শৈশব কালের কথা মনে করিয়ে দিলেন। ছোটবেলায় আমরা এইসব মাটির হাড়ি পাতিল দিয়ে খেলা করতাম। সোনালী দিন ছিল তখনকার
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ কিছুদিন ধরেই দেখছি কমিটিতে সবাই শুধু মাটির তৈরি নানা ধরনের জিনিস পাতি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করছেন। মাটি দিয়ে আসলে ছোটবেলায় আমরা অনেক কিছু তৈরি করতাম এখন যদিও সময়ের অভাবে এগুলো আর করা হয় না তবে ছোট বাচ্চারা এখনো যদি কোন জিনিস তৈরি করার চেষ্টা করে আমি নিজে তাদের সেটা তৈরি করতে সাহায্য করি। আপনি মাটি দিয়ে বালতি তৈরি করেছেন দেখে আমার খুবই ভালো লাগলো আপনার এই বালতি তৈরি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোট বেলায় ঠিক এভাবে আমরা মাটি দিয়ে নানা ধরনের জিনিস পাতি তৈরি করতাম ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া🥳🥳
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/6) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় চমৎকার কারুকাজ। শৈশবে মাটি দিয়ে একসময় বানাতাম। খুব ভালো লাগতো তখন। আপনার মাটির বালতি তৈরি দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মৃৎশিল্প আমাদের দেশে প্রায় বিলুপ্তির পথে। মৃৎ শিল্পের ঐতিহ্য ধরে রাখতে আপনি দারুন একটি মৃৎশিল্পের কারুকার্য করেছেন। আপনার তৈরি বালতিটি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে এবং দক্ষতার সাথে এই কাজটি করেছেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি তো আমাদেরকে চোখধাঁধানো জিনিস উপহার দিচ্ছেন। সত্যি বলতে আমাদের এখন আর এই শিল্প নেই। কালের বিবর্তনে আমাদের লোকশিল্প গুলো হারিয়ে যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে কাদামাটি দিয়ে বালতি বানিয়েছে। যা আগে মানুষেরা ব্যবহার করত। কিন্তু এখন নেই বললেই চলে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমাদের অনেক কিছুই এখন আমরা হারায় ফেলতেছি।এর মধ্যে মৃৎশিল্প একটা।আপনি নিজের চেষ্টায় একটা বালতি তৈরি করেছেন।যা প্রশংসার যোগ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit