আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ?
• আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে
আপনারা সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন। পোষ্টের প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা @rme ভাইয়া কে জেনার অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের ফলে আজকে আমি এত সুন্দর একটি কমিউনিটি তে পোস্ট করতে পারছি। এবং আরো ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগের সকল সুদক্ষ মডারেটরদের যারা এত সুন্দর একটি কমিউনিটি পরিচালনা করছেন। আপনাদের সবার প্রতি আমার রইল শ্রদ্ধা এবং ভালোবাসা।
বয়লার মুরগির খামার ভ্রমণ
• বন্ধুরা আজকে গিয়েছিলাম বয়লার মুরগির খামার ভ্রমণ করতে। যেখানে পরিচিত হলাম একজন তরুণ উদ্যোক্তার সাথে। তিনি বিগত পাঁচ বছর ধরে এই মুরগির খামারের ব্যবসা করে আসছেন। তার সাথে কথা বলে যেমন ভাল লাগল তেমন আমার অনেক অভিজ্ঞতা বেড়ে গেল। তার অভিজ্ঞতা থেকে তিনি বললেন কিভাবে তিনি এই ব্যবসাতে দাঁড়িয়ে গেলেন ।এবং কিভাবে ব্যবসা করলে সফল একজন ব্যবসায়ী হওয়া সম্ভব। মুরগির খামারের উদ্যোগটা টির নাম হল মোঃ কামরুল ইসলাম । তিনি একজন সৎ এবং সফল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
মুরগির পরিচর্যা
• অন্যান্য মুরগির তুলনায় বয়লার মুরগির রোগ অনেক বেশি হয়ে থাকে।সেজন্য এক্ষেত্রে বয়লার মুরগির ঔষধ এর অনেক প্রয়োজন হয়ে থাকে। তিনি বললেন প্রায় 2000 মুরগিতে প্রায় 20000 টাকার ওষুধ কিনতে হয় । যখন ওই মুরগির পরিচর্যার করার কথা আসে তখন ঐ এর আর কোন বিকল্প পদ্ধতি নেই।মুরগির পরিচর্যার জন্য প্রতিদিন ভোর পাঁচটার দিকে উঠে যেতে হয়। এবং এদের খাওয়ার পানি গুলো পরিবর্তন করে দিতে হয় তার পরে নির্ধারিত ঔষধ গুলো মুরগির খাওয়া পানি ভিতরে মিশিয়ে সকালবেলায় খাইয়ে দিতে হয়। যার মধ্যে রয়েছে সর্দির ঔষধ, ভিটামিন এ ছাড়া বিভিন্ন রকমের পুষ্টিকর ঔষধ ইত্যাদি।মুরগির ঘরটি প্রতিদিন পরিষ্কার করা লাগে কেন না বেশি অপরিষ্কার হলে মুরগি অন্য কোন রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
মুরগির সঠিক ওজন এবং ব্যবহৃত খাবার
• এখানে মুরগির ওজন এবং মুরগির খাবার একে অন্যের সাথে দুটোই সম্পর্কযুক্ত। আপনি যদি মুরগিকে ভালো করে খাওয়াতে না পারেন তাহলে আপনার মুরগির ভালো ওজন হবে না।অন্যদিকে আপনি যদি সঠিকভাবে ওজন করে মুরগি ক্রয় বিক্রয় করতে না পারেন সে ক্ষেত্রে আপনার ক্ষতির ঝুঁকি থেকে যায়।কামরুল ইসলাম বলেন এই দুই বিষয়ে আপনাকে নজর দিতে হবে ।এবং বাজারের বিভিন্ন রকম খাবার রয়েছে সেই খাবারের মধ্যে সবচেয়ে বেশি মানসম্মত ভালো খাবারটি আপনাকে বেছে নিতে হবে তাহলে আপনি এই ব্যবসাতে সফল একজন ব্যবসায়ীক হতে পারবেন ইনশাআল্লাহ।
আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ।
বাংলায় পোস্ট করলে আমি গর্বিত
অনুবাদে
@emonv
আপনার খামার দেখে ভালই লাগল ।ভালোই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ব্রয়লার মুরগির পরিচর্যা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে ।চেষ্টা করবেন আমাদের সঙ্গে ডিসকর্ডে যোগাযোগ রাখার শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit