আমার বাংলা ব্লগ || রেসিপি :- গরম,গরম কুলি পিঠা ১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago  (edited)

IMG_20210922_190507.jpg

প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন

আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন । বরাবরের মতই আমি ইমন আছি আপনাদের সাথে আর আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা সুস্বাদু গ্রামীণ রেসিপি কুলি পিঠা তৈরি করবেন। কুলিপিঠা আমাদের গ্রামে অনেক জনপ্রিয় একটি খাওয়ার বিশেষ করে যারা মিষ্টি খাবার ভালবাসেন তাদের জন্য যেন রাজার ভোগ। যুগ যুগ ধরে পরম্পরায় চলে আসছে এই পিঠা, এবং এই পিঠা আমাদের ঐতিহ্য বলা যেতে পারে । তো বন্ধুরা চলুন আজকে দেখাব কুলি পিঠা রেসিপি তৈরি করবেন

# কুলি পিঠা তৈরি করতে প্রয়োজনীয় সরঞ্জাম

১ নারিকেল
২ চাউলের
৩ চিনি
৪ পরিমাণ মত লবণ
৫ তেজপাতা
৬ গরম মসলা ইত্যাদি প্রয়োজনীয় উপকরণ

প্রথম ধাপ

IMG_20210922_173102.jpg

  • প্রথমত প্রয়োজনীয় নারিকেল ভালো করে পরিষ্কার করে প্রস্তুত করে নিয়ে করাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে।

দ্বিতীয় ধাপ

IMG_20210922_173056.jpg

  • এবার প্রয়োজনমতো চিনি এবং উল্লেখিত মশলাপাতি গুলো এবার ঢেলে দিব।

তৃতীয় ধাপ

IMG_20210922_173518.jpg

  • এবার চুলার উপরে ১৫ মিনিট অন্তর রেখে দিবেন এবং ভাল করে নেড়ে চেড়ে নিবেন যাতে মিশ্রণটি ভালো করে মিশতে পারে

চতুর্থ ধাপ

IMG_20210922_174646.jpg

IMG_20210922_174156.jpg

  • উপরের ধাপগুলো যদি আপনার শেষ হয়ে যায় তাহলে মনে করবেন ৫০% কাজ আপনার শেষ, এবার একটি পাত্রে চাউলের ময়দা সেনে নিবেন তার পরে রুটির মতো করে নিবেন।

পঞ্চম ধাপ

IMG_20210922_174741.jpg

IMG_20210922_175000.jpg

  • এবার একটি গ্লাসের সাহায্য নিয়ে খুব সহজেই রুটির উপরে চাপ দিলেই পিঠার গোল গোল অংশ হয়ে যাবে।

ষষ্ঠ ধাপ

IMG_20210922_175012.jpg

IMG_20210922_175015.jpg

** এবার ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে নারিকেল কোরা দিয়ে ছোট ছোট রুটির অংশগুলোকে মুড়িয়ে নিবেন।

সপ্তম ধাপ

IMG_20210922_181056.jpg

IMG_20210922_190427.jpg

  • এবার গরম তেলের ওপর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কুলি পিঠা রেসিপি

ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পাশে থাকার জন্য

#‌ বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি 💖

Cc:
@shuvo35

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ছিল কুলিপিঠা খুবই ভালো লাগছে।এটি শীত ছাড়া গরম কালেও খাওয়া যায়। অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে পরিবেশনা করেছেন

পিঠা মানেই অন্যরকম ভালোবাসা। আর এই পিঠা শিব গরম দুইটাতে খাওয়া যায়। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য এবং সুন্দরভাবে আপনি এটি উপস্থাপন করেছেন

অনেক দিন থেকে খাওয়া হয়না। সুন্দর ছিল তৈরি কৌশল। ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ

এই পিঠাটা খেতে ভালোই লাগে আমার। ভালোই বানিয়েছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল।

শীত আসছে মানে পিঠার মৌসুম শুরু হয়ে যাচ্ছে যার মধ্য পুলিপিঠা অধিক জনপ্রিয় একটি পিঠা। আমার অনেক ভালো লাগেই এই পিঠা। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে