"আসসালামু আলাইকুম প্রিয়, স্টিমিট বাঁশি"
• আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভাল আছেন । প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা @rme ভাইয়া সহ #amarbangla-blog এর সকল সুদক্ষ মডারেটরদের যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের ফলে এত সুন্দর একটি কমিউনিটি তে আমি আমার মাতৃভাষায় পোস্ট করতে পারছি। এজন্য আমি তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। ফুল হল ভালবাসার প্রতিক তাই মানুষ ফুলকে পবিত্র মনে করে থাকে। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি ফুল পছন্দ করেন না, সুতরাং ফুল আমরা সবাই পছন্দ করি। আমরা চাইলে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করতে পারি যা দেখতে হুবহু প্রাকৃতিক ফুলের মত হয়ে থাকে। আমার কাগজ দিয়ে ফুল তৈরি করলে সেটি দীর্ঘদিন স্থায়ী হয়ে থাকে তাই বন্ধুরা চলুন আজকে আপনাদের মাঝে দেখাবো কিভাবে কাগজ দিয়ে অসাধারণ কিছু ফুল তৈরি করা যায়।
- কাগজের ফুল তৈরি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম
১ কিছু রঙ্গিন কাগজ
২ একটা কেচে
৩ সুপার গ্লু আঠা ইত্যাদি সরঞ্জামগুলো হলেই তৈরি করা যাবে আজকের কাগজের ফুল টি।
💖চলুন বন্ধুরা শুরু করা যাক 💖
# প্রথম ধাপ
• প্রথমে টিয়া কালার এবং গোলাপি কিছু কাগজ এবং একটি কেচে এবং একটি আঠা নিয়ে নেব।
# দ্বিতীয় ধাপ
• প্রথমে একটি গোলাপি কাগজ ছবিতে দেখানোর মত করে চারকোনা করে ভাজ করে নিতে হবে।
# তৃতীয় ধাপ
• এবার তুই কোনা একসাথে ভাজ করে নিলে অনেকটা পিরামিডের মতো আকার ধারণ করবে।
# চতুর্থ ধাপ
• এবার ভাঁজ করা পিরামিড টা পুনরায় আবার মাঝখান দিয়ে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ভাঁজ করে নিবেন।
# পঞ্চম ধাপ
• এবার পিরামিডের মাঝখান দিয়ে কেটে লাভ এর আকার করে নিবেন।
# ষষ্ঠ ধাপ
• এবার কাগজের লাভ আকৃতির ভাজ যখন দিবেন তখন ঠিক এমন আকার ধারণ করবে।
# সপ্তম ধাপ
• এবার টিয়া কালারের কাগজটি চারকোনা করে ভাঁজ করে নিবেন তার পরে ছবিতে দেখানোর মত করে একটি কেচি দিয়ে কেটে নিবেন।
# অষ্টম ধাপ
• কাটা শেষ হয়ে গেলে আমাদের ফুলের পাতা তৈরি হয়ে যাবে। এগুলো চার থেকে পাঁচ পিস তৈরি করুন।
# নবম ধাপ
• এবার টিয়া কালারের কাগজ গোল করে রোল করে নেবেন।
# দশম ধাপ
• এবার ফুল এবং পাতা গুলি ধাপে ধাপে ছবিতে দেখানোর মত করে লাগিয়ে নিবেন।
# একাদশ ধাপ
• সবগুলো লাগানোর পরে অনেকটা এমন আকার ধারণ করবে।
# দ্বাদশ ধাপ
• এবার ফুলগুলো তৈরি করা হয়ে গেলে প্রথমে আমরা যেই ডালটি তৈরি করেছিলাম সেটিতে আঠা দিয়ে লাগিয়ে নিবেন তাহলেই তৈরি হয়ে যাবে প্রাকৃতিক এর মত ফুটোন্ত ফুল।
আপনার মূল্যবান সময় দিয়ে ধৈর্য সহকারে পোস্ট পড়ার জন্য আমার মনের অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি
@rme
@shuvo35
@moh.arif
@hafizullah
@rex-sumon
ধন্যবাদ সবাইকে
@emonv
আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেন। আপনার পোস্ট থেকে জানতে পারলাম কিভাবে কাগজ দিয়ে ফুল তৈরি করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কনটেন্ট গুলো দেখলাম অনেক ভাল করছেন। নতুন নতুন একটু সাপোর্ট কম পেতে পারেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি আমার বাংলা ব্লগের ভিস্কট সার্ভারে যোগদান করুন।
সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। শুভেচ্ছা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর বানিয়েছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit