DIY:- || বিলুপ্তপ্রায় মৃৎশিল্প // পর্ব :-১০ [ কাপ তৈরি ] || ১০% @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

IMG_20211210_151423~2.jpg

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

পানি খাওয়া কাপ আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় একটি বস্তু। এই বস্তুটি আমরা সবখানেই ব্যবহার করতে দেখি বিশেষ করে বাসা বাড়ি থেকে শুরু করে দোকানপাটে চা খাওয়া পর্যন্ত সব জায়গায় আমরা কাপ এর ব্যবহার দেখতে পায়। এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেক গুরুতর ভাবে মিশে রয়েছে। বর্তমানে আমরা বিভিন্ন রকমের কাপ দেখতে পাই যেমন মেলামাইনের কাপ পাওয়া যায় আবার চিনামাটির কাপ পাওয়া যাযায়,আবার প্লাস্টিকেরও কাপ পাওয়া যায়। এই কাপ এর প্রচলন কিন্তু আদিম যুগে থেকেই হয়ে গেছিল যখন আমাদের আদি মানবগন মাটির তৈরি কাপ ব্যবহার করত। মাটির তৈরি কাপগুলো যেন কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনাদের হয়তো মনে আছে আপনাদের মাঝে মৃৎশিল্পকে নিয়ে আমি একটা সিরিজ চালু করেছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকে পর্ব ১০ অর্থাৎ পানি খাওয়া কাপ তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই পোস্টের মাধ্যমে শুধুমাত্র বালিকা দিয়ে কাপ তৈরি করার প্রসেস আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারেন ।তবে চলুন বন্ধুরা শুরু করা যাক।

# কাপ তৈরি করতে প্রয়োজনীয় উপাদান।

উপাদানপরিমান
বালিকাদাপরিমান মত

image.png

ধাপ:-১


IMG_20211210_144857.jpg

প্রথমে কাদাগুলো হাতের মাধ্যমে ভালোভাবে সেনে নিতে হবে।

image.png

ধাপ:-২


IMG_20211210_145402.jpg

এবার দুই হাতের তালু দ্বারা কাদাগুলোকে গোল করে নিব যেমনটা ছবিতে দেখানো হয়েছে।

image.png

ধাপ:-৩


IMG_20211210_145625.jpg

এবার হাতের আঙ্গুলের মাধ্যমে আলতো করে চাপ দিয়ে গোল করে নিতে হবে।

image.png

ধাপ:-৪


IMG_20211210_150516.jpg

এবার উপরের ধারি গুলো ভালোভাবে নেপে নিতে হবে।

image.png

ধাপ:-৫


IMG_20211210_150426.jpg

এবার নিচের দিকে আলতো করে চাপটা করতে হবে। সেই সাথে নেপে নিতে হবে।

image.png

ধাপ:-৬


IMG_20211210_150850.jpg

নিচের দিকে ঠিক এইভাবে সামান্য পরিমাণ গহব্বর করে নিব।

image.png

ধাপ:-৭


IMG_20211210_150901.jpg

কাপটি ঠিক মতো দাঁড়িয়ে থাকার জন্য নিচের দিকে ঠিক এইভাবে একটু গ্রিপ তৈরি করতে হবে।

image.png

ধাপ:-৮


IMG_20211210_151452.jpg

অবশেষে তৈরি হয়ে গেল পানি খাওয়া কাপ।

🫂ধন্যবাদ!!!🤵


ফটোগ্রাফার@emonv
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y12 A

image.png

[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

image.png

image.png

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাটি দিয়ে কাপ তৈরি খুবই সুন্দর হয়েছে।এখন তো আর তেমন মৃৎশিল্পের জিনিস তেমন দেখা যায় না।প্রতিটা ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।শুভকামনা রইলো ভাইয়া।

  • আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মাটির তৈরি জিনিসটা অনেক সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ ভাই একটি গঠনমূলক মন্তব্যের জন্য।

সত্যি বলতে ভাই অনেক ভালো লাগে আপনার মাধ্যমে বিলুপ্তপ্রায় মৃৎশিল্প গুলো দেখতে পাই। আপনি মাটি দিয়ে দারুণভাবে অনেকক্ষণ বিলুপ্ত প্রাপ্ত মৃৎশিল্প তৈরি করে থাকেন। আজকে পর্ব 10 এ চলে গেছেন।দিনে দিনে দেখছি আপনার কাজের গতি অনেক ভালো। আপনি কাপ তৈরি করেছেন আসলেই প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। কাজটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল।
  • আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর মতামত করেছেন।

মৃৎশিল্প বাঙ্গালীদের একটি ঐতিহ্যবাহী শিল্প। বর্তমানে এই শিল্পটা অনেকটাই বিলুপ্তির পথে চলে গেছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই শিল্পটা অনেক ভালো লাগে। যার পরিপ্রেক্ষিতে আমি আপনার সকল মৃৎশিল্পের পোস্ট গুলো খুবই মনোযোগ সহকারে দেখেছি। সেগুলো সবই আমার কাছে ভালো লেগেছে।

  • ধন্যবাদ আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।

মৃৎ শিল্পের প্রতি আপনার এই ভালোবাসা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আপনার সব গুলো পোস্ট বেশ উপভোগ করেছি। অনেক ভালো কাজ করে চলেছেন। আজকেও তাই। সুন্দর একটা উপস্থাপন ছিল। অনেক শুভেচ্ছা রইলো। শুভ হোক আগামীর পথচলা।

ধন্যবাদ দিদি আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।

আপনি ঠিক বলেছেন ভাই মৃৎশিল্প এখন বিলুপ্তির দিকে।মৃৎশিল্প বিলুপ্তি কারণ মিল মৃৎশিল্প এখন শোপিচ হিসেবে ব্যবহার হয়। ধন্যবাদ ভাই এতো সুন্দর করে পোস্ট উপস্থাপনা করার জন্য।

ধন্যবাদ আপু আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।

বাহ ভাইয়া মাটি দিয়ে অনেক সুন্দর একটা হারিয়ে যাওয়া মৃৎশিল্প তৈরি করেছেন আপনি। একটি কাপ। এটা সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

বাহ অনেক সুন্দর মতামত করেছেন ভাই আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমাদের এলাকায় লাল মাটি পাওয়া যেত, যা বেশ আঠালো ছিলো। আপনার মতো আমরাও ছোট বেলায় নানা ধরনের জিনিষ তৈরী করতাম এবং সেগুলোকে রোদে শুকিয়ে তারপর খেলা করতাম। ধন্যবাদ শৈশব স্মৃতিকে মনে করিয়ে দেয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া, আপনাদের দোয়ায় আমি মৃৎশিল্প কে সবার মাঝে আবার নতুন করে তুলে ধরতে চাই। ধন্যবাদ ভাইয়া আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।

আপনার আনা ধারাবাহিক বিলুপ্ত কাহিনী,হাজারো বছর পরে সবাই জানুক,এই কামনায়।

মাটি দিয়ে অনেক সু্ন্দর ভাবে কাপ তৈরিটি করছেন।দেখতে বেশ ভালো লাগছে।আপনি দারুণ ভাবে বানানের সাথে উপস্থাপনা অনেক সুন্দর।অনেক ধন্যবাদ ,এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।