Introduce my favourite person || 14-07-2021 by @emonv from bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

in hive-129948 •  4 years ago 

IMG_20210714_171959.jpg

সবাইকে"আমার বাংলা ব্লগ এ"আমার দ্বিতীয় পোষ্টে স্বাগতম জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আমার নাম মোঃ ইমন রেজা আমার স্টিমিট আইডির নাম@emonv আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটি মানুষের সাথে পরিচয় করিয়ে দেব

আমার পছন্দের মানুষের পরিচিতি

আমার পছন্দের মানুষের নাম মোঃ ফাহিম রেজা। তার বয়স আনুমানিক সাত বছর। সে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তার বাড়ি জুগিরঘোপা ,গাংনী মেহেরপুর। সে খেলতে এবং ঘুরতে ভালোবাসে এবং সবসময় হাসিখুশি থাকে এই নম্রতা এবং হালকা দুষ্টুমি থেকে আমার মনটা যেন ভরে যায়। সে অনেক সহজ সরল একটি ছেলে এবং উদাসীন।

IMG_20210714_172315.jpg

IMG_20210714_172314.jpg

IMG_20210714_172309.jpg

IMG_20210714_172307.jpg

তার শৈশব কাল

তার শৈশব কালে আমি দেখেছি সে খেলাধুলায় ব্যাস্ত থাকে। খেলাধুলা তার খুব প্রিয় বিশেষ করে সে আমাদের বাড়ির পাশে আমার ছোট ফুফু এবং সে বেশি খেলাধুলা করে থাকি তাদের ভিতর যেন একটা আলাদা বন্ধন কাজ করে। তার এই বয়সে খেলাধুলা করা উচিৎ কেননা তার এই খেলাধুলার ফলে যেমন মেধাবিকাশ বিকশিত হবে তেমনি ভাবে তার শরীর সুস্থ থাকবে। তার এই খেলাধুলো দেখি আমার ছোটবেলার কথা মনে হয়ে যায় আমরা এমনি ভাবে আমাদের বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করতাম সেই দিনগুলো আজ কেনো খুব মনে পড়ে। সে অনেক মিষ্টি মিষ্টি কথা জানে যার ফলে তাকে আমার পছন্দ এবং একটু নিরব প্রকৃতির সে আবার মাঝে মাঝে অনেক পাকা পাকা কথা বলে থাকে । যা শুনে খুবই হাসি পেয়ে থাকে।

IMG_20210714_171858.jpg

কেন সে আমার পছন্দের একটি মানুষ

প্রত্যেকটা মানুষের কিছু পছন্দ ও অপছন্দ থেকে থাকে। আমিও তার ব্যতিক্রম নয় আমারও কিছু পছন্দ ও অপছন্দ আছে। আমার পছন্দের কারণ হচ্ছে সে অনেক পশু প্রেমিক। আমাদের কিছু গৃহপালিত ছাগল রয়েছে এবং কিছু গৃহপালিত মুরগি রয়েছে এসে ছাগল এবং মুরগির সাথে দেখাই দেখি সে প্রায়ই খেলাধুলা করে এবং তাদের যেন নিজের মতো করে বুঝতে চায়। সব সময় দেখি সে তাদেরকে আদর করে এবং তাদের সাথে বিভিন্ন ভঙ্গিতে কথা বলে এই সব বিষয় গুলোর জন্য আমার মন ছুঁয়ে যায় তাই তাকে আমার ভালো লাগে।

উদাসীনতা
প্রায়ই দেখি সে উদাসীন। আমাকে সে কাকু বলে সম্মোধন করে থাকে। তার সহপাঠীদের সাথে অনেক মেলামেশা করেছে এবং আমি লক্ষ্য করেছি তাদের থেকে অনেকটাই আলাদা সে। সে আমাকে নানান সময় নানান রকম প্রশ্ন করে থাকে। তার মনে যেটাই আসে সেটাই প্রশ্ন করে বসে। তার তার ভিতরে অন্যকিছু করার একটা উদ্দীপনা আমি লক্ষ্য করেছি। সেজন্য সেই আমার প্রিয় মানুষ।

যারা আমার এই পোস্টটি পড়েছেন সবাইকে ধন্যবাদ। এবং সবার জন্য শুভকামনা রইল ।

@bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

টাইটেল বাংলায় লিখুন। ইংলিশ ওয়ার্ড ব্যারাকেট এর মধ্যে দিলেও হবে, কিন্তু আগে বাংলায় লিখতে হবে।