নিষ্পাপ প্রাণ || ১০% পে-আউট প্রিয় @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

duckling-6568845__480.webp

ছবির উৎস

আমার নতুন একটি পোস্টে সবাইকে সুস্বাগতম

  • আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভাল আছেন। বরাবরের মত আমি ইমন আছি আপনাদের মাঝে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিষ্পাপ । নিষ্পাপ সাধারণত কোন ব্যক্তির মন যদি পরিষ্কার হয় এবং, সে সব গুনাগুন এর দিক থেকে ভালো হয় সাধারণত তাকে আমরা নিষ্পাপ বলি। এখানে কোন গুনাগুনের কথা যদি আমি না বলি তবুও হয়তো চলবে যার মনটা পরিষ্কার সেই আসলে নিষ্পাপ এটা আমার মনে হয়।
  • হয়তো আপনাদের জ্ঞানের সমৃদ্ধি এই সংখ্যাটি পরিবর্তন হতে পারে কিন্তু নিষ্পাপ বলতে আসলে আমি এই টুকুই বুঝি। কোন বাচ্চা যখন জন্মায় তখন আমরা বলি এ নিষ্পাপ কেননা সে একেবারে ছোট বেলায় অবুঝ হয়ে থাকে কাউকে চেনে না মহান আল্লাহ তাআলা আমাদের এভাবেই সৃষ্টি করেছেন প্রথমে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকি কিন্তু হয়তো পরিবেশের সমস্যা এবং পারিবারিক অশান্তি কারণে মানুষ দিন দিন অবনতির দিকে এগিয়ে চলেছে‌‌। সেটা হতে পারে কারোর মানসিক সমস্যা আবার হতে পারে পারিবারিক সমস্যা মানসিক সমস্যা বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি কোন মেয়ের প্রেমে ধোকা খেয়ে অনেক যুবক য়েছে যারা পাগল হয়ে গেছে আবার অনেকে রয়েছে যারা অকালে ঝরে যাচ্ছে।

istockphoto-1317983291-170667a.jpg

ছবির উৎস

  • আমরা যদি প্রত্যেকটা মানুষ নিষ্পাপ হবার চেষ্টা করি তাহলে হয়তো পুরোপুরি না হতে পারলেও ৮৭% তো হতে পারব এটা যদি হতে পারি এটি আমাদের জীবনের জন্য অনেক বড় পাওয়া হবে। মানুষ তার নিষ্পাপতা দিন, দিন হারিয়ে ফেলছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে হয়তো টাকাপয়সা ।আমি একটা কথা বলবো কথাটি আমাদের বাস্তব জীবনের প্রায়োগিক কিন্তু কথাটি একটু তেতো লাগতে পারে। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে কারোর কাছে যদি টাকা-পয়সা না থাকে তাহলে তার এক পয়সা করি মানুষ দাম দিতে চায় না সুতরাং এখন আমাদের মূল লক্ষ্য হয়েছে কিভাবে ধন-সম্পদ বাড়ানো যায় কিভাবে বড়লোক হওয়া যায় এবং কিভাবে বেশি বেশি টাকা উপার্জন করা যায়। আর এই চিন্তা-ভাবনার কারণে অনেকেই রয়েছে যারা অসাধু পথে ব্যবসা হোক বা অন্য কিছু করে টাকা উপার্জন করছে যার ফলে তাদের নিষ্পাপ এর হার দিন দিন হ্রাস পাচ্ছে।
  • আমরা হয়তো সবাই ছোটবেলায় সম্পূর্ণরূপে নিষ্পাপ ছিলাম তখন আমরা খেলাধুলা ছাড়া আর কিছু বুঝতাম না কিন্তু মানুষের ধর্ম অনুযায়ী মানুষের মধ্যকার ঘৃণা মমতা ভালোবাসা ইত্যাদি বিষয়গুলো রয়েছে যা মাঝে মাঝে আমাদের জীবনের পরে অনেক বড় প্রভাব ফেলে থাকে । যেমন কারো প্রতি ক্ষোভ থেকে তার প্রতি ঘৃণা জন্মায় এবং তা আমাদের কখনোই করা উচিত নয় আমরা খোব ঘৃণা তখনই প্রকাশ করি যখন কোনো ব্যক্তির প্রতি আমরা হিংসা করি অথবা ঈর্ষা করি যা কখনোই আমাদের করা উচিত নয়। আপনাকে কেউ যদি কষ্ট দেয় আপনার উচিত হবে তাকে ক্ষমা করে দেওয়া। [কিন্তু এখন দেখছি বর্তমান প্রজন্ম এটা শিখাচ্ছে কেউ যদি তোমাকে কষ্ট দেয় কখনোই তাকে তুমি ক্ষমা করো না] আসলে ক্ষমা যদি আপনি না করেন তাহলে এই কষ্ট আপনার প্রতিদিন কাঁদাবে প্রতিদিন-এর খোব দিন দিন আরো বৃদ্ধি পাবে যেমন একটি ,একটি বালি কণা দ্বারা মরুভূমি গঠিত হয় তেমনি ছোট ছোট খোব দ্বারা একটি বিশাল বড় ঘৃণা প্রকাশ পাবে।
  • আমরা যদি সবাই সবাইকে ভালবাসি এবং সবার সাথে ভালোভাবে মিশে থাকতে চেষ্টা করি। আমি যদি আমার কথা বলি ধরুন আমার একটা বন্ধু আছে যে হয়তো আমাকে অনেক কষ্ট দেয় মাঝে মাঝে খারাপ খারাপ কথা বলে আমাকে রাগাই ইত্যাদি কাজগুলো করে থাকে কিন্তু হঠাৎ করে আমি একদিন গিয়ে তাকে যদি কোন একটা উপহার দিয়ে তাকে ভাই বলে সম্বোধন করি তার মধ্যে যদি সামান্য পরিমাণ মানবিকতা থাকে হয়তো সে আমাকে প্রত্যাখ্যান করবে না এবং আমার শত্রু আমার বন্ধু হয়ে যাবে। এভাবে আমরা নিষ্পাপ থাকতে পারি অর্থাৎ আমরা যদি নিষ্পাপ হতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতে সম্মান বৃদ্ধি পাবে। এবং মানুষের ভালবাসা এর জীবনের অন্য একটা ধারায় নিয়ে আসবে যখন আমরা শান্তির সাথে জীবন উপভোগ করতে পারব।

১০% পে-আউট প্রিয় @shy-fox এর জন্য প্রযোজ্য রয়েছে।

আমার পরিচিতিকিছু তথ্য
আমার নাম@emonv(ইমন)
আমার বাসামেহেরপুর
আমার বয়স১৮ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এ ব্লগিং করা
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর লিখেছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য

ভাইয়া সকালেও বোধহয় আপনার একটি পোস্ট পড়লাম।
এখন ও এই পোস্টটি পড়লাম সম্পূর্ণটিই।
আপনার লিখা অনেক বেশি ভালো লাগে আমার, গুছিয়ে লিখেন আপনি।

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামতের জন্য

উপাস্থাপন ভাল ছিল।

অনেক সুন্দর লিখেছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার পোস্টটা আমাদের মধ্যে শেয়ার করার জন‍্য। শুভকামনা রইলো।