"আমার বাংলা ব্লগ দুই নাম্বার অবস্থানে"
গতকাল হঠাৎ রাত ২.৫৬ মিনিটে @rme দাদা এনাউন্সমেন্টে দিলেন আমার বাংলা ব্লগ ওয়ার্ল্ড রেঙ্কিং এ দুই নাম্বারে উঠে এসেছি। খবরটি শোনার পর সত্যিই ভীষণ আনন্দ হলো যা বলে বোঝানো যাবে না। হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো এইতো সেদিন আমরা শুরু করলাম আজ আজ আমরা আমাদের স্বপ্ন পূরণের খুব কাছে। যদিও জানি অবস্থানের বিষয়টি কিছুটা উঠানামা করবে তারপরও আমি বলবো আমরা সঠিক রাস্তায় রয়েছি এবং সামনে এগিয়ে যাচ্ছি। আর আমরা কিভাবে সামনে এগিয়ে যাচ্ছি তা কারোর অজানা নেই। তারপরও আমি আজ আমাদের পুরো আমার বাংলা ব্লগের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করবো।
কেন আমরা একদিন সেরা হবো❓
"সুযোগ্য নাবিক যখন হাল ধরেন তখন ভয় কিসের"
@rme
@rme
বিশাল সমুদ্রে ছোট্ট একটি জাহাজ ছুটে চলেছে ক্ষিপ্র গতিতে তার নির্দিষ্ট লক্ষ্যে। কিন্তু বারবার সমুদ্রের ঝড় ওঠে আর নাবিক তার অসীম সাহসিকতায় প্রতিবার রক্ষা করেছে তার জাহাজকে, আর প্রতিবারই তার সামর্থ্য বলে বুদ্ধি খাটিয়ে মজবুত করেছে তার জাহাজের প্রতিটি পাটাতন, যাতে দুমড়ে মুচড়ে না যায়। তার বুদ্ধি এবং সাহসীকতায় আমরা আমাদের লক্ষ্যের ঠিক কাছেই অবস্থান করছি। প্রান উজাড় করা ভালোবাসা প্রিয় নাবিক, আমাদের অভিভাবক। তুমি দায়িত্ব নিয়েছো শতশত মানুষের রোজগারের 🙏
|
---|
দেখুন একটি পরিবারের যখন বড়রা সুশীল এবং সৃজনশীলতার চর্চা করে তখন ছোটরা ভালো হতে বাধ্য। আমাদের আরো দুজন অভিভাবক রয়েছেন তনুজা বৌদি এবং ব্ল্যাক্স দাদা যারা প্রতিনিয়ত চমৎকার সব সৃজনশীল কাজ আমাদের উপহার দিচ্ছেন আর সত্যিই আমরা এগিয়ে যাচ্ছি। বলতে পারেন ভালো হয়েই সামনে এগিয়ে যাচ্ছি ☺️
"দক্ষ এবং সুযোগ্য এডমিন প্যানেল"
আমাদের রয়েছে দক্ষ এবং সুযোগ্য এডমিন প্যানেল। যাদের নিবিড় পরিচালনায় আমরা একটু একটু করে বড় হচ্ছি। বলতে পারেন শিক্ষকের মতো, আমরা ভুল করি তারা সুধরে দেন, আবারও ভুল করি তাও সুধরে নেন আর সবশেষে বিপদে পড়ি তাও টেনে তোলেন। বলতে পারেন তারা আমাদের ছায়া হয়ে গেছেন, চোখের আড়াল হওয়া শুধুমাত্র মুশকিল নয় অসম্ভব। সবথেকে বড় ব্যাপার এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।
"উপযুক্ত কাজের উপযুক্ত পারিশ্রমিক প্রাপ্তির নিশ্চয়তা"
উপযুক্ত কাজের উপযুক্ত পারিশ্রমিক প্রাপ্তির নিশ্চয়তা একমাত্র @amarbanglablog এ রয়েছে। এখানে আমরা যারা ভালো এবং নিয়মিত কাজ করে আসছি শুরু থেকে এখন পর্যন্ত কখনো ভালো কাজের পারিশ্রমিক পাওয়া থেকে কখনো বঞ্চিত হইনি। আমাদের অভিভাবক তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে গড়ে তুলেছেন আমাদের প্রিয় @shy-fox যে সারাক্ষণ আমাদের ভালো কাজগুলো খুঁজে বেড়ায় এবং পুরস্কৃত করে। সত্যিই আমরা সৌভাগ্যবান। আর সবকিছু করা হয় সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কারন আমরা প্রতিদিন রিপোর্ট পেয়ে থাকি।
"আছে শিয়াল পন্ডিত মহাশয়ের পাঠশালা"
আরে আপনি অবুঝ আর আনাড়ি হয়ে থাকেন তাহলে আমাদের সম্প্রদায় আপনাকে সাদরে গ্রহণ করবে কারন আমাদের রয়েছে শিয়াল পন্ডিত মহাশয়ের পাঠশালা। যেখানে আপনাকে শিখিয়ে পড়িয়ে বড় করে তোলা হবে। তাই কোন চিন্তা নেই শুরু করে দিন আমাদের @abb-school এর ক্লাস আর হয়ে যান চমৎকার ব্লগার।
"আছে চোর ধরার মহা ঔষধ"
চোর বাটপারেরা আমাদের কমিউনিটির থেকে একশো হাত দূরে থাকুন। কারন এখানে একজন সুযোগ্য কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon রয়েছেন যার হাত থাকে বাঁচা শুধু মুশকিল নয় অসম্ভব। আপনি যদি ভেবে থাকেন লাম-ছাম আর চুরি করে কিছু ভোট নিয়ে যাবেন। তাহলে মশাই ভুল জায়গায় এসেছেন, এ জায়গা আপনার জন্য না কারন এখানে আমরা নিজের মেধার সর্বোচ্চটা দেই। সময় থাকতে লেজ গুটিয়ে পালান নাহয় বিপদ।
"সর্বাধুনিক ভার্চুয়াল যোগাযোগ ব্যাবস্থা"
আমাদের রয়েছে সবথেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেখানে আমাদের সদস্যগন প্রতিনিয়ত মত বিনিময় করে থাকেন এবং কমিউনিটির সর্বোশেষ নির্দেশনা লাভ করেন। এর ফলশ্রুতিতে কোন তথ্য অজানা থাকার সম্ভাবনা একদমই থাকে না, যদি আপনি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন। আর সবথেকে বড় আনন্দঘন মূহূর্ত আসে প্রতি বৃহস্পতিবার যখন @shuvo35 ভাই বলেন "হ্যালো আমার বাংলা ব্লগ বাসী" । তার এই কথার মধ্যদিয়ে শুরু হয় আমাদের পারিবারিক হ্যাংআউট। আমি এটাকে পারিবারিক অনুষ্ঠান বলি কারন আমি মনে করি আমরা এক পরিবারের সদস্য। আর একজন মানুষ রয়েছেন @hafizullah মিঃ পারফেক্ট যিনি পুরো হ্যাংআউটে ঠিক কি ঘটেছিল তা তার পরবর্তী পোস্টে ৯৯.৯ % নির্ভুল উপস্থাপন করেন যা আমাদের কাছে এখনো আশ্চর্যের।
"নির্ভুল সুপার একটিভ লিষ্ট"
ভালো কাজের পুরস্কার সবসময়ই ভালো হয়। আমাদের বিচক্ষণ অভিভাবক গন সর্বোচ্চ দক্ষতার সাথে আমাদের পোস্ট, কমমেন্ট এবং ডিসকর্ড উপস্থিতির উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেন। এখানে যোগ্য সদস্যদের সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় এবং সুপার একটিভ মেম্বার হিসেবে বরন করে নেয়া হয়। সত্যিই মাঝে মাঝেই আবাক হতে হয় @moh.arif ভাই কিভাবে একজন সদস্যের সব বিস্তারিত তুলে ধরেন সত্যিই প্রশংসনীয় কাজ।
লক্ষ্য আমাদের নাম্বার -১ |
---|
বিদায় বন্ধুরা
"ভালো কাজ জারি রাখো"
"ভালো কাজ জারি রাখো"
https://twitter.com/emranhasan1989/status/1506727499732238338?t=YLYDHbPwyTJnghlIGSd-pw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব মিলিয়ে ভাই আমার বাংলার জন্য একটি চমৎকার পোস্ট শেয়ার করেছেন। পোস্টি অনেক সুন্দর করে সাজিয় গুছিয়ে লিখেছেন যা অনেক সুন্দর ব্লগ প্রকাশ পাচ্ছে। আপনার জন্য শুভকামনা । আর আমাদের বাংলা ব্লগের জন্য সব সময় দোয়া এবং শুভকামনা ,যে আমরা এই বিশ্বের মানচিত্রে ছোট দুটি দেশ হতে পারি , কিন্তু স্টিমে আমরা অন্যদের তুলনায় ২ স্থান যেনে অনেক গর্ব করি এবং এই কামনা করি আমরা তারাতারি ১স্থানে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ এবং শুভকামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Happy birthday @jswit ❣️
Much love to you 💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্যার আপনি আজকে চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন। কি বলবো পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের জন্য এত সুন্দর একটি মাধ্যম আমার বাংলা ব্লগ কমিউনিটি চালু করার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটি-২ এ শুনে অনেক খুশি হলাম। আশাকরি খুব তাড়াতাড়ি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ লিমন চমৎকার একটি মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি পোস্ট তৈরী করেছেন আপনি। ভেঙে ভেঙে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমার বাংলা ব্লগ কেন শ্রেষ্ঠ। আমি মনে করি আমাদের অগ্রযাত্রার এ ধারা অব্যাহত থাকলে নাম্বার 1 এ পৌঁছাতে আমাদের খুব বেশি দেরি করতে হবে না। শুভকামনা রইল দাদা-বৌদি সহ আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,খুব সুন্দর লিখেছেন তো প্রত্যেকের বিষয়ে।দারুণ উপস্থাপনা ভাইয়া, সত্যিই এটি আমাদের গর্বের বিষয় যে আমার বাংলা ব্লগ দুই নাম্বার অবস্থানে।বাঙালিদের পরিচিতি বৃদ্ধি পাচ্ছে,আশা রাখি একদিন 1 নম্বর অবস্থানে ও স্থান করে নিতে পারবে আমাদের কমিউনিটি।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ দিদি চমৎকার একটি মন্তব্যের জন্য 🥀
আপনার আমার পোস্টটি ভালো লেগেছে এটাই আমার সার্থকতা ❣️
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit