একুশের ভাবনা : আমার বাংলা ব্লগ ঘিরে অনুভূতি।

in hive-129948 •  2 years ago 
একুশের ভাবনা :
আমার বাংলা ব্লগ ঘিরে অনুভূতি

একুশের ভাবনা (1).jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

শুভ সন্ধ্যা আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজ একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি ভীষণ মহত্বপূর্ন বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের জন্য। তাই আজ আর অন্য কোন বিষয় নিয়ে লিখতে কিছুতেই মন স্বায় দিলো না। চিন্তা করলাম আজ এই বিষয়টি নিয়ে লিখতেই হবে, না হলে ভেতর থেকে ভীষণ অস্থিরতা কাজ করছিল।

১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, জব্বার সহ আরো অগনিত মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেবার লড়াইয়ে নিজের বুকের রক্ত দিয়েছে। সেদিন সেই আত্মত্যাগ আর রক্তে ভেজা রাজপথ পুরো পৃথিবীর কাছে বাংলা ভাষাকে মহিমান্বিত করেছে। শত্রু পক্ষ বাধ্য হয়েছে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে । এমনকি এটিই একমাত্র ফলপ্রসূ আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়, যার পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রনী ভূমিকা পালন করে।

বর্তমান সময়ে এসে ভাবতে ভীষণ কষ্ট লাগে, আমাদের ভাষা এবং সংস্কৃতি দিন দিন পাশ্চাত্যের রঙিন হাতছানির মাঝে হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্ম দিন দিন পাশ্চাত্য ভাষা এবং সংস্কৃতিকে আপন করে নিচ্ছে। অভিভাবকগন বাংলা ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস তাদের কাছে তুলে ধরেন না, এমনকি বেদেশী ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে তাদের আভিজাত্যের মোড়কে মানুষ করতে চাইছেন। আসলে বেদেশী ভাষা আমাদের শেখা দরকার তবে মাতৃভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। মুখে কিছুটা ইংরেজি বলে কিংবা লিখলেই সে বড় বিদ্যান কিংবা বিস্তর বড়লোক হয়ে যায় না। বরং নিজের ভাষার সঠিক জ্ঞান লাভ করে বিদেশী ভাষা চর্চা করা উচিত এবং একমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাবহার করা উচিত। সব জায়গায় নিজের আধুনিক প্রমান করতে গিয়ে দু-চার লাইন ইংরেজি বলা এটা আসলে কতটুকু শোভনীয় এ প্রশ্ন থেকে যায় মনে।

এবার আসুন আমার বাংলা ব্লগ এবং বাংলা ভাষা ঘিরে কিছুটা অনুভূতি তুলে ধরা যাক। একটা সময় আমার বাংলা ব্লগ প্রতিষ্ঠার আগে, ইংরেজি ভাষায় আরো কয়েকটি সম্প্রদায়ে লিখালেখি করতাম। লিখতাম ঠিকই কিন্তু মনে ভেতর থেকে কেমন যেন তৃপ্তি পেতাম না। সত্যি বলতে দাদার প্রথম পোস্ট পরে নিজের ভেতরেই কেমন যেন বাঙালিয়ানা জেগে উঠেছিল। আর সত্যি বলতে প্রশান্তি অনুভব করছিলাম কারন @rme দাদার অবদানে আজ থেকে বাংলায় লিখতে পারবো। কতটুকু কৃতজ্ঞতা আর সম্মানবোধ ভেতরে জেগেছিল তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। একজন মানুষ অন্তত আমাদের মাতৃভাষার সম্মানের কথা চিন্তা করেছে এবং আমাদের সুযোগ করে দিয়েছে নিজের আবেগ অনুভূতি বাংলায় প্রকাশ করার। এ যেন অনেকটা পাশ্চাত্য সংস্কৃতি সাথে যুদ্ধ রচনা করে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া।

আজ আবারো একুশের ভাবনায় সবকিছু মনে পড়ছিলো আর ভেতর থেকেই ভালো লাগছিলো কারন বাংলা ভাষায় নিজের ব্লগ লিখে চলেছি আর লিখে যাবো। ধন্যবাদ @rme দাদা বাংলা আর বাঙালীর প্রানের ভাষায় অনুভূতি প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য।
আর সবশেষে আবারো ভাষা শহীদদের আত্মার মাগফেরাত করে বিদায় নিলাম আজকের মতো।

বাংলা আমার মায়ের ভাষা
একুশ আমার চেতনায় উজ্জ্বল
পাশ্চাত্য যতই হোক চাকচিক্যময়
বাঙালীর হৃদয়ে বাংলা সমুজ্জ্বল।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, জব্বার সহ আরো অগনিত মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেবার লড়াইয়ে নিজের বুকের রক্ত দিয়েছে। সেদিন সেই আত্মত্যাগ আর রক্তে ভেজা রাজপথ পুরো পৃথিবীর কাছে বাংলা ভাষাকে মহিমান্বিত করেছে।

প্রথমেই আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সত্যি আজকের দিনটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। @rme দাদা বাংলা আর বাঙালীর প্রানের ভাষার জন্য ও আমাদের সবার জন্য চমৎকার একটি উদ্যোগ নিয়ে আমাদের কাজের জায়গা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদার পুরো পরিবারের জন্য দোয়া রইল। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল।

প্রথমেই আজকের দিনে সমস্ত ভাষা শহীদ দেরকে বিনম্র শ্রদ্ধা জানায়।একটি আন্তর্জাতিক প্লাটফর্মে বাংলা ভাষায় লিখতে পারছি এটা সৌভাগ্যের বিষয়,আর এই সৌভাগ্য টা সম্ভব হয়েছে একমাত্র দাদার প্রচেষ্টায়।দাদাকে ধন্যবাদ বলি আর যেভাবেই সম্মান জানাই খুব কমই বলা হবে।অসাধারণ লিখেছেন পড়ে অনেক ভালো লেগেছে। ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ভাইয়া।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য রফিক, সালাম, জব্বার, বরকত সহ অনেকেই প্রাণ হারিয়েছে। আপনি সেই ভাষার এবং ভাষা শহীদের আলোকে কিছু সুন্দর কথা পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। তাছাড়া আমাদের আমার বাংলা ব্লগের ফাউন্ডার rme দাদা আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরী করে দিয়েছে মাতৃভাষা বাংলায় নিজের মনের ভাব তুলে ধরার জন্য । ধন্যবাদ ভাইয়া।

এই দিনের ইতিহাস টা আমাদের বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আমিও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের বিদ্যালয় অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তব্য রেখেছিলাম এর পূর্ব ইতিহাস নিয়ে। আপনি এই অফিসে ফেব্রুয়ারি বিষয়ে যথেষ্ট ইতিহাস তুলে ধরেছেন পড়ে আমার খুবই ভালো লেগেছে।