বেইমান এবং অকৃতজ্ঞ লোক বেশিদূর এগুতে পারে না।|| জীবন ডায়রির পাতা।

in hive-129948 •  4 months ago 
বেইমান এবং অকৃতজ্ঞ লোক বেশিদূর এগুতে পারে না
(জীবন ডায়রির পাতা)

Beige Scrapbook Project Presentation_20240903_020807_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আমি আমার জ্ঞান হবার পর থেকে অসংখ্য মানুষের উপকার করেছি। কাউকে টাকা দিয়ে, কাউকে বইপুস্তক দিয়ে, কাউকে নিজের শরীরের কাপড় দিয়ে, কাউকে আবার নিজের গতর খেটে। আবার মাঝে মাঝে নিজের যতটুকু বুদ্ধি আছে তাই দিয়ে চেষ্টা করেছি একটু উপকার করার। তবে আমি আমার জীবন থেকে একটা উপলব্ধি পেয়েছি তা হলো অধিকাংশ মানুষ বেইমান, সার্থোপর এবং লোভী। এদের আমি অনেক দেয়ার চেষ্টা করেছি এবং দেখেছি এদের চাহিদা আর লোভ মিলে মিশে একটা অদ্ভুত খারাপ পরিস্থিতি তৈরি করে। এই চতুর, লোভী এবং বেইমান লোকগুলোর মুখোশ যখন আমার সামনে খুলে যায় তখন আমি আমার নিজের জিহ্বায় শুধুমাত্র কামড় দিয়ে বলি, ইয়া আল্লাহ আমি কত বড় ভুল করলাম। আমি সত্যিই কতই না বোকা একটা মানুষ কারন আমি আসল আর নকলের পার্থক্য বুঝতে পারলাম না। তবে সেই সমস্ত মানুষ যারা আমার বিশ্বাসের উপর ভর করে ধীরে ধীরে নিজেকে স্বাবলম্বী এবং চতুরতম লোক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাদের বিশ্বাস করা কি সত্যিই আমার অপরাধ ছিল?

আবার ব্যাপারগুলো হয়তো এমন হতে পারে তারা লোভের বশবর্তী হয়ে, নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছে। অথবা এমন হতে পারে তারা এখনও বাস্তবতা আর মুলা দেখানোর মধ্যে পার্থক্য করতে পারে না। সমস্ত ব্যাপারগুলো আমি যদি একত্র করি, তাহলে আবার এমনও হতে পারে আমি নিজেই বোকার স্বর্গে বসবাস করি। কতটা নির্লজ্জ হতে পারলে মানুষগুলো তাদের রুপ পাল্টে ফেলতে পারে ঠিক সাপের খোলসের মতো। তবে এদের আচরণ থেকে শিখেছি বেশ কিছু জিনিস, দেখবেন কিছু মানুষ অতি তোষামোদ আর চামচামি করতে চাইবে, এদের যথাসম্ভব দূরে রাখুন, নাহলে দেখবেন একটা সময় বড় ধরনের ক্ষতি করে বসবে।

এদের নির্লজ্জ বেইমানির পরেও কিছু অকৃত্রিম সম্পর্ক রয়েছে। যারা রক্তের ভাই না হয়েও আপন এবং বিপদের সময় ঢাল হয়ে দাঁড়িয়ে যায় নিজের সর্বস্ব দিয়ে। আসলে সত্যি বলতে এই মানুষগুলোর জন্যই বেঁচে আছি, এরা না থাকলে হয়তো মানসিক দিকটা ভেঙ্গে পরতো একদমই। জীবনে যাই ঘটুক না কেন সবসময়ই এই মানুষগুলোর জন্য নিজেকে উৎসর্গ করতে সদা প্রস্তুত আমি। আর ঘৃনা, তীব্র ঘৃণা শুধুমাত্র অকৃতজ্ঞ আর বেইমানদের জন্য, যাদের আগামীর পথচলা হয়তো স্থবির হবে চাটুকারিতার নির্লজ্জ খেলায়।

আসলে সফলতার গাঁথা লিখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি নিজের কষ্টের কথাগুলো লিখলে তেমনি কিছুটা হালকা লাগে। আসলে মানুষের জীবন এক একটি নতুন গল্পের মোড় তৈরি করে যার ভেতর থাকে হাসি, আনন্দ, বেদনা আবার কখনো কখনো কিছু বেইমানের স্মৃতিচারণা।



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

জীবনের ডায়রির পাতা থেকে বাস্তবসম্মত একটি পোস্ট শেয়ার করেছেন। বেইমান এবং অকৃতজ্ঞ লোক গুলো মানুষের মনে খুব সহজেই জায়গা করে নিতে পারে। তবে কোন না কোন ভাবে তাদের মুখোশ খুলে যায়। তখন সত্যি এধরনের মানুষ গুলোর আচারন ব্যবহার এবং কাজ কর্ম খুব খারাপ লাগে। তবে আমাদের এধরনের মানুষ গুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এখনো পৃথিবীতে ভালো মানুষ রয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

ধন্যবাদ লিমন পোস্টটি পড়ার জন্য।
অকৃতজ্ঞ আর বেইমানদের জীবন থেকে বাদ দিতে হবে।

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন বেইমান এবং অকৃতজ্ঞ লোক বেশিদূর এগুতে পারে না।তবে এদের স্হান সমাজে বেশি। আসলে এরা যা করে তাই হয়তো আমাদের সমাজের লোকজন মেনে নেই।ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।

ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
অকৃতজ্ঞ আর বেইমান কখনো বেশিদূর এগোতে পারে না।

আপনি ঠিক বলছেন ভাই দুনিয়াতে বেইমান ও কৃতজ্ঞ মানুষ অচিরেই ধ্বংস হয়ে যায়। লোভী ও স্বার্থপর মানুষগুলো বেশি দূরে এগিয়ে যেতে পারে না। তাই যে মানুষটির জন্য তার একটু হলেও উপকার হয়েছে তার জন্য প্রার্থনা করা আমাদের একান্ত কর্তব্য। দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, তাদেরকে চিনতে হবে এবং আগলে রাখতে হবে। তারাই একদিন বড় বিপদে পাশে দাঁড়াবে। চমৎকার একটি পোস্ট উপহার দিলেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

কথাগুলো সুন্দর বলেছেন ভাই। বেইমানি অকৃজ্ঞতা কিছু মানুষের চরিত্রে থেকে যায়। এরা কখনোই সেটা থেকে বের হয়ে আসতে পারে না। তবে এমন কিছু মানুষ হয় যারা আমাদের আপন না কিন্তু আমাদের সব খারাপ পরিস্থিতিতে সবার আগে তাদের পাওয়া যায়। চমৎকার লিখেছেন পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ভাই এই দুনিয়াতে কিছু মানুষ আছে এই মানুষগুলো চিনতে অনেক কষ্ট হয়। এই লোক গুলো বেইমান এবং অকৃতজ্ঞ। এবং আপনার জীবনের পাতা থেকে আপনার অভিজ্ঞতা হল। তবে এসব মানুষগুলো যখন চেনা যায় তখন নিজের কাছেও খারাপ লাগে। আবার অনেক সময় দেখা যায় পর মানুষ আপন হয়ে ডাল হয়ে দাঁড়ায়। আর ভাই বর্তমান সময়ে অনেক মানুষ আছে তাদের বহুরূপী চেহারা। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

ভাই, আপনি আপনার সবকিছু দিয়েও যদি কাউকে সাহায্য করার চেষ্টা করেন কিংবা খুশি করার চেষ্টা করেন, তাহলেও দেখবেন দিন শেষে সে-ই আপনার বদনাম করে চলে যাবে। এটাই বাস্তব এবং এটা মেনে নিয়েই আমাদের চলতে হবে। আপনি যদি মনে করেন যে অন্যকে সাহায্য করে তার থেকে ভালো কিছু আশা করবেন, তাহলে আপনি নিঃসন্দেহে বোকার স্বর্গে বাস করছেন। তবে এখনো আসলে কিছু কিছু মানুষ আছে যাদের জন্য পৃথিবীটা সুন্দর। এইসব মানুষদের সংস্পর্শে থাকতে পারলে জীবন সুন্দর।

"বন এর গল্পটি ছোট কিনা হলেও খুবই ভালো। আমার সাথে এতে যোগ দেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করে আমাদের সঙ্গে চলি। 😊👍