☄️ ছবি তোলা একটি শিল্প ☄️ || 🪴 মন যখন হারিয়ে যায় ছোট্ট বুনো ফুলের মাঝে 🪴

in hive-129948 •  3 years ago  (edited)

☄️ ছবি তোলা একটি শিল্প ☄️
🪴 মন যখন হারিয়ে যায় ছোট্ট বুনো ফুলের মাঝে 🪴

Polish_20220103_131325527.jpg
ছবি তোলা যেনো নেশা হয়ে গেছে। ছবি একমাত্র মাধ্যম যেখানে সবথেকে বেশি মনন আর সৃজনশীলতার প্রকাশ ঘটানো সম্ভব।🪴 তাই আপ্রান চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হবার তবে মোবাইল দিয়ে আসলেই খুব বেশি ভালো ফটোগ্রাফি করা বেশ কঠিন। তবে চেষ্টা করা যাক। আমি আজকে খুব ছোট্ট কিছু ফুলের ছবি তুলবো। চলুন ছবিগুলো দেখে আসি।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20220102165517_01~2.jpg
IMG20220102165502_01~2.jpg
এই ফুলটিকে ইংরেজিতে ট্রাইমেজিয়া বলে, তবে বাংলায় এর কি নাম আমার জানা নেই। ভীষণ চমৎকার কারুকার্য পূর্ণ ফুলটি দেখে আমি একবার থমকে গিয়ে ছবিটি তুলি। এর আকার ছোট হলেও ভীষণ সুন্দর দেখতে এটি। আশাকরি আপনাদের ও ভালো লাগছে।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20211231170639_01.jpg
IMG20211231170646_01.jpg
বুনো ফুল, কি মিষ্টি দেখতে। কিন্তু নাম জানিনা। ফুলের চারপাশ দুধ সাদা চিকন সেমাইয়ের মতো। ভালো লাগলো তাই ক্যামেরা বন্দি করলাম।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20211231171040_01~2.jpg
গাঢ় বেগুনি রঙের চমৎকার বুনো ফুল। সৌন্দর্যে ভরপুর দৃষ্টি আকর্ষণ করলো।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20211231163745_01~2.jpg
IMG20211231163607~2.jpg
ভীষণ ছোট্ট ঘাস ফুল আর তার ফল। ফলটি শুকালে খুব ছোট্ট কালো বিচি বের হয়ে নতুন ঘাসের জন্ম দেয়।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20211231170021_01~2.jpg
দুধ সাদা এই ফুলটি মনে হয় অনেকেই চিনবেন। খুব ছোট্ট বেলার কথা আমরা এই ফুলের মিষ্টি মধু খেতাম চুষে। একে দেখলে আমার ছোট্ট বেলার কথা মনে পরে যায়। এর মিষ্টি মধুর স্বাদ এখনো মনে পরে।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20211231163945_01~2.jpg
একে আমরা হাতিশুড় বলে থাকি। কারন এটি হাতির শুঁড়ের মতন দেখতে। এটি একটি ঔষধি বুনো ফুল। এটি কান ব্যাথা ছাড়াও অন্যান্য বেশ কিছু রোগের জন্য উপকারী। ফুলটি ভীষণ ছোট্ট আর দুধ সাদা।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20211231164230_01~2.jpg
ছোট্ট সরিষা ফুল। আঁকার ছোট্ট কিন্তু চমৎকার হলদেটে রঙের হয়ে থাকে। বিশেষ করে মৌমাছির সবথেকে প্রিয় ফুল কারণ এর থেকে সে প্রয়োজনীয় মধু সংগ্রহ করে থাকে। আর আমারা পরবর্তীতে যে মধু খেয়ে থাকি তার অধিকাংশই এই সরিষা ফুলের হয়ে থাকে।

christmas-3019061_640.png

🪴 ছবি তোলা যখন শিল্প 🪴
IMG20220102165248_01~2.jpg
সবশেষে যে ফুলটি দেখাতে চলেছি এটি হলো ছোট্ট দুধ সাদা শিম ফুল। শিম ফুল দুই ধরনের হয়ে থাকে একটি গোলাপী রঙের আর একটি সাদা। কেনো জানি নজর কাড়লো তাই ছবি তোলা।

christmas-3019061_640.png

🪴 ছবি নিয়ে কিছু কথা 🪴
আসলে ছবিগুলো কতটুকু ভালো লাগলো তা জানিনা কিন্তু এগুলো এতটাই ছোট যে তুলতে আমার বেশ বেগ পেতে হয়েছে। কতটুকু ভালো লাগলো তার মূল্যয়ন আপনাদের কাছে। তবে খারাপ লাগলে অবশ্যই মন্তব্যে প্রয়োজনীয় পরামর্শ লিখতে ভুলবেন না।

বিঃদ্রঃ :- আমার ছবিগুলো কিংবা পোস্ট ভালো লাগলে অবশ্যই আপভোট, মন্তব্য এবং রিস্টীম করবেন।

christmas-3019061_640.png

🙏 একটু ভাবুন 🙏
সত্যিই মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে আপনারা অনেকেই কমমেন্ট করলেও রিস্টীম কিংবা আপভোট করতে চান না। এর ফলে অনেক সময় সত্যিই উৎসাহ হারিয়ে যায়। তাই শুধু মাত্র আমার নয় যে কারো ভালো পোস্ট এড়িয়ে যাবেন না।আপভোট এবং রিস্টীম করবেন এতে অনেক মানুষ দেখার সুযোগ পাবে এবং পরস্পরের আন্তরিকতা বাড়বে এটা অনুরোধ 🙏 একে অপরকে উৎসাহ দিন।

আর আমার পোস্টের মাধ্যমে দুজন বিশেষ মানুষকে ধন্যবাদ জানাতে চাই @steem-muksal 🪴 যিনি প্রতিনিয়ত ছবি তোলার বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন আর @limon88 ✨ আমার ছাত্র যে আমার প্রতিটি পোস্ট মনোযোগ দিয়ে পড়ে রিস্টীম করে যাচ্ছে। আর তাছাড়া কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিনিয়ত মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।

🙏 আন্তরিক ধন্যবাদ 🙏

christmas-3019061_640.png

ছবির বিবরণ
বিষয়বস্তুবুনো ফুলের ছবি
ছবি তোলার যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন

christmas-3019061_640.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ♥️
আপনি জেনে খুশি হবেন আমার পোস্টে w3w কোড রয়েছে ❣️ আপনি আমার পোস্টটি ভালোভাবে খেয়াল করলে হয়ত দেখতে পেতেন।
যাক অনেক ধন্যবাদ আপনি w3w কোড সম্পর্কে জানেন।

Screenshot_2022-01-03-19-21-18-55_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

🪴 টুইটার ছড়িয়ে দিচ্ছে 🪴

Screenshot_2022-01-03-18-18-54-15_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

লিংক 🪴

প্রত্যেকটা ছবি ভাইয়া অসাধারন হয়েছে। আসলেই ছবির দিকে তাকালে মন ছুঁয়ে যাচ্ছে। আর আপনি ঠিক বলেছেন ছবি তোলা একটা শিল্প। যা সবার মাঝে বিরাজমান কিন্তু ধৈর্যের অপেক্ষায় থাকা বিভোর। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই খুব চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য।❣️
ভালো লাগলে অবশ্যই পোস্টটি রিস্টীম করবেন, এটি শুধুমাত্র আমার পোস্ট নয় যে কারো পোস্টে 🪴
এতে অনেক মানুষ দেখার সুযোগ পাবে এবং পরস্পরের প্রতি ভালোবাসা বাড়বে।

বন্ধু তোমার তোলা সবগুলো ছবি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির প্রতি তোমার আলাদা একটা নেশা আছে সেটা আমি জানি। শুভকামনা তোমার জন্য বন্ধু। তুমি আরো অনেক ভালো ভালো ফটোগ্রফি আমাদের উপহার দাও

ধন্যবাদ বন্ধু তোমার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ☺️
পাশেই থাকবে আশাকরি।
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 💜

আপনার সকল ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়েছি ভাই। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো বুঝতে পারছিনা। তবে সবথেকে আমার প্রথম ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার ♥️
এভাবেই সবসময়ই পাশে থাকবেন 🥀

বাহ এটা খুব সুন্দর ভাই, ফটোগ্রাফিও এমন একটি শিল্প যা আমরা ক্লান্ত হয়ে পড়লে আমাদের মনকে শান্ত করে, এবং প্রকৃতির কাছাকাছি থাকা আমাদের পক্ষে খুব সহজ।

প্রতিটি ছবি দেখতে খুব সুন্দর এবং খুব ঝরঝরে, নিখুঁত তীক্ষ্ণতা, আমাদের সাথে খুব সুন্দর শট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই, আমি সত্যিই প্রতিটি ছবি উপভোগ করি। 🥰🥰

অনেক ধন্যবাদ ভাই ♥️
সত্যিই আপনার কাছে অনেক কিছু শিখেছি আর শিখছি।
অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য 💌
ভালোবাসা নেবেন ♥️

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeBSy1SfMsZdy1iiyAztQ61fjp33W2GuBujyM2fwnAG8Xesfaeg73dZbxTBzbQY4yeBnmJxUTs4mtEtvouBfZysCPVg44v8wQ.jpeg
আপনি ঠিক বলেছেন স্যার ছবি তোলা একটি শিল্প। আসলে ছবি সবাই তুলতে পারে না ছবি তোলার একটা আলাদা মজা আছে। আপনি অনেক সুন্দর করে বুনো ফুলের ছবি তুলেছেন। আপনার এই ছোট গাছের ছবি দেখে ছোট বেলায় কথা মনে পড়ে গেলো। এই গাছের ফুলের মিষ্টি মধু খেতাম চুষে অনেক মজা করতাম। সব গুলো ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ছবি ক্যামেরা বন্দি করছেন। সত্যিই আপনি প্রশংসার দাবিদার। এভাবেই এগিয়ে যান পাশে আছি সবসময় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

অনেক ধন্যবাদ লিমন এভাবে পাশে থাকার জন্য 💌
অবশ্যই সবসময়ই ভালো পোস্ট আপভোট এবং রিস্টীম করবে, এতে অনেক উপকার হবে।

প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফুল জিনিসটি দেখলেই ভালো লাগে। মুগ্ধ হয়ে গিয়েছি আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ট্রাইমেজিয়া ফুলটি আমি এই প্রথম দেখলাম এবং নামও প্রথম শুনলাম। ফুলটি আসলেই অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু 💌
আপনার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হলাম ☺️
আপু পোস্ট ভালো লাগলে অবশ্যই রিস্টীম এবং আপভোট করবেন এতে সবার উৎসাহ বাড়বে এবং পারস্পরিক সম্পর্ক মজবুত হবে 💜
খুব ভালো থাকবেন দোয়া করি 💓

আপনার সবগুলা ফুলের ছবি ভিন্নরকম।দেখতে ভালো লাগছে।আসলো আমাদের আশেপাশে বিভিন্ন সবজির ফুলগুলাও অনেক সুন্দর,যা আমরা ভালোভাবে দেখি না। ছবিগুলার w3w লিংক দিলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে

সবগুলো ছবিই অসাধারণ হয়েছে ভাইয়া। এমন সব ফুলের ফটোগ্রাফি দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। সামনেও এরকম ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ আপু 💌
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। আজকের ফটোগ্রাফি করা সবগুলো ফুলের ছবি একদম দেখার মতো ছিল। তবে হাতিশুড় ফুলটি মনে হয় আমি আগে কখনো দেখিনি। বেশ সুন্দর দেখতে। ধন্যবাদ ভাইয়া এরকম কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ❤️🌺

অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
সত্যিই সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ☺️
আর রিস্টিম করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই ♥️

আপনাকেও ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা নিবেন।

দারুন ছিল ছবিগুলো। সত্যি এই ফুলগুলো কখনো আমি দেখিনি সামনা সামনি। ফটোগ্রাফিক গুলো দেখার মত। সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য 🥀
ভাই ফুলগুলো অধিকাংশ আপনার ঠিক আশে পাশেই রয়েছে এগুলো ঘাসের মাঝে দেখা যায়, তবে ভীষণ ছোট্ট দেখতে।
আর সবাইকে দেখার সুযোগ করে দিন, পোস্টটি রিস্টীম করার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই ♥️

পাকা হাতের পাকা কাজ। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। রিয়েলমি ক্যামেরায় যে এত সুন্দর ছবি আসে বিশ্বাসই হয় না। আপনার প্রতিটি ছবিই সম্ভবত ম্যাক্রো লেন্সের তোলা। শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাই আমার রিয়েলমি সি-২৫ মোবাইলটিতে ম্যাক্রো লেন্স রয়েছে ❣️
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀

ফটোগ্রাফি গুলো দেখতে চমৎকার লাগছে। আপনি দারুন ফটোগ্রাফি করতে পারেন। আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ট্রাইমেজিয়া ফুলের ফটোগ্রাফি টি। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

  • আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি এগুলো করেছেন। এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লাগলো। আসলেই মন ভালো হওয়ার মতো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
বনজ ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে দেখতে। এই ফুলগুলো দেখতে যতটা সুন্দর ততটাই মনোরম। সুন্দর করে আজকে আপনি ফুলের এই সব ফটোগ্রাফি গুলো করেছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাই।
ঠিক পাশেই রয়েছি 🥀

ওয়াও!! ভাই একদম প্রফেশনাল ফটোগ্রাফার আপনি। মোবাইল দিয়ে যে এতো সুন্দর ফটোগ্রাফি করা যায় আমার জানা ছিলো না। আপনি আপনার মোবাইলের ক্যামেরার সঠিক ব্যবহার করছেন। ভবিষ্যতে আরো এমন ফটোগ্রাফি দেখতে চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।
PicsArt_01-04-04.24.43.png

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
খুব চেষ্টা করছি ভালো কিছু উপহার দিতে।
পাশেই থাকুন 🥀

দাদা কি বলুনতো ফুল আমি নিজেও খুব খুব খুব পছন্দ করি। আপনার ফটোগ্রাফিতে আজ বেশ কয়েকটি নতুন ফুল সম্পর্কে আইডিয়া পেলাম। সত্যিই এগুলো জানতাম না। আর আমি ছবিগুলো রেখে দিয়েছি তার সাথে ফুলের নামগুলো নোট করে নিয়েছি। সুযোগ বুঝে একদিন নার্সারিতে গিয়ে খোঁজার চেষ্টা করব। সত্যি মন ভালো করা একটি পোস্ট ছিল।

অনেক ধন্যবাদ দিদি 💚
আপনার চমৎকার মন্তব্যে সত্যিই অনুপ্রাণিত হলাম ☺️