"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ || পারফিউম নিয়ে মজার অনুভূতি।

in hive-129948 •  3 years ago  (edited)

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮


পারফিউম নিয়ে মজার গল্প.jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

🍄 সুত্রপাত 🍄


কেমন আছেন সবাই 🥀 আশাকরি ভালো আছেন। আমি মোটেও ভালো নেই, ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পরেছি। যাক খুব কষ্ট হলেও চেষ্টা করছি পোস্টটি ঠিকভাবে লিখার। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে নিজের কাছেই ভীষণ খারাপ লাগতো। প্রতিযোগিতার বিষয়বস্তু খুব দারুন। পারফিউম নিয়ে অনেকের খুব চমৎকার সব গল্প এবং অনুভূতি রয়েছে। আমিও চেষ্টা করছি পারফিউম নিয়ে আমার বেশ চমৎকার কিছু অনুভুতি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

" পারফিউম নিয়ে মজার অনুভূতি "

আসলে যখন হাই স্কুলে পড়ি তখন থেকেই পারফিউম ব্যবহার করা শুরু করি আমি। তবে এটা নির্দিষ্ট একটা সময়ে বেশি ব্যাবহার করতাম। এখন হয়তো অনেকেই মনে করতে পারেন যখন কোথাও বেড়াতে যাওয়ার সময়। কিন্তু আসলে তা মোটেও ঠিক নয়, কারন পারফিউমটা ব্যাবহার করতাম যখন বিকেলে মাঠে খেলতে যেতাম 😛 এখন অনেকেই অবাক হচ্ছেন হয়তো। কারনটা ধীরে ধীরে বুঝতে পারবেন।

perfume-2142817_640.jpg

সংগ্রহশালা

গল্পের নায়ক আমার বন্ধু তন্ময় আমরা ওকে ডাকি মিষ্টার ময়লার বস্তা। সে বেশ সাস্থবান এবং বিশাল দেহের অধিকারী। তার চলাফেরা এতটাই নোংরা কি বলবো কেউ যদি তার সাথে দুই হাত দুরত্ব রেখে কথা বলে তার পরেও তার শরীরের বিশ্রি গন্ধ সবাইকে বেশ নাজেহাল করে দেয়। এখানে তার পরিবারের কিছু বিষয় তুলে ধরলে বুঝবেন আসলে কি অবস্থা। তার বাবা সরকারি চাকরি করেন আমার বাবার সাথে কিন্তু তিনি ভীষণ কৃপন। তাদের বাসায় মাত্র তিন জন মানুষ কিন্তু শুধুমাত্র কাপড় ধোয়ার পাউডার বাঁচাতে সে একবার একটা গেঞ্জি এপিঠ পরে আবার এপিঠ ময়লা হলে ওপিঠ পরে এই হলো তাদের অবস্থা। আর গোসলের সাবান কেনার ভয়ে গোছল দুই একদিন পর পর করতো, কখনো কখনোও সাবান ছাড়া। তাদের সবথেকে অপছন্দের জিনিস হলো পারফিউম। তন্ময় আমাদের প্রায়শই বলতো তার পারফিউমে বিশাল এলার্জি ছিল এমনকি সে পারফিউমের গন্ধ সহ্য করতে পারতো না। আর এলার্জি তো হবেই ময়লা শরীরে থাকলে।

spray-1514264_640.jpg

সংগ্রহশালা

এখন মূল ঘটনা হলো আমরা যখন বিকেলে মাঠে খেলতে যেতাম তখন তন্ময় খেলতে আসতো কিন্তু আমরা তাকে খেলায় নিতে চাইতাম না কারণ সে যতক্ষন আশেপাশে থাকতো ততক্ষন একটা বিশ্রী অনুভূতি হতো। কিন্তু তার বিশাল দেহের কারনে সে জোর খাটিয়ে মাঠে নেমে পরতো। এখন আমরা যেটা করতাম তা হলো প্রচুর পরিমাণে পারফিউম মেখে আসতাম যার কারণে সে আমাদের আশেপাশে কম আসতো। এখানে একটা প্রতিযোগিতা চলতো আমাদের মাঝে তা হলো কে কত তীব্র পারফিউম মেখে আসতে পারে মাঠে। যাক তন্ময় আমাদের কাছে আসলেই তীব্র ঘ্রানে দূরে সরে যেত। এভাবে কয়েকদিন চলার পর সে ব্যাপারটা বুঝতে পারলো আমরা এটা ইচ্ছে করেই করতাম। সে অনেকটা রাগে দুঃখে মাঠে আসা বাদ দিয়ে দেয়। অনেক বছর পর জেনেছি সে ডাক্তার হয়েছে কিন্তু আমাদের কাছে সত্যিই এটা অনেক বড় বিস্ময় 😲

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

" পরিশেষ "

আমরা তন্ময়কে নিয়ে পারফিউমের মাধ্যমে হেনস্থা করতাম। আসলে একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় আসলে সেখানে তার দোষ ছিলনা। কারন তার পিতা ছিলেন ভীষণ কৃপন। সে মাঠে আর সহজে আসতো না। সে সেই সময়টাও ভীষণ জেদ নিয়ে পড়াশোনা করে একসময় ডাক্তার হয়ে ওঠে। হয়ত আমাদের এই পারফিউম থেরাপি তার জীবনে আমুল পরিবর্তন এনেছিল।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আমারও তাই মনে হয় আপনাদের পারফিউম থেরাপির কারণই তার জীবনকে বদলে দিয়েছে। হয়তো মাঠে আসা বন্ধ করার কারণে সে জেদের বসেই পড়ার দিকে বেশি মনোযোগী হয়েছিল। যাক শেষ পর্যন্ত ভালোই হয়েছে আপনাদের থেরাপির মাধ্যমে একজনের লাইফ স্যাটেল হয়েছে। সব মিলিয়ে আপনার গল্পটি বেশ ভালই লাগলো। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
সত্যিই তাই সে এখন বেশ ভালো আছে।

প্রথমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার সম্পূর্ণ গল্প পড়ে খুব ভালো লাগলো। হয়তো আপনাদের উপর জেদ করেছে বলেই সে আজ ডাক্তার হতে পেরেছে। পারফিউম নিয়ে এত সুন্দর গল্প লুকিয়ে রেখেছেন মনে হচ্ছে এই প্রতিযোগিতা না হলে জানতেই পারতাম না। ধন্যবাদ এত সুন্দর গল্প শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যি বলতে ঐ পারফিউম থেরাপি হয়তো তার ভাগ্য ফিরিয়ে দিয়েছে।

আমি ঘটনাটাকে কি বলবো চমৎকার নাকি হাস্যকর। আমি শুধু অনুভব করছি ওই মানুষটার চারপাশে আপনারা আসতে পারতেন না তাহলে কি পরিমান গন্ধ হতে পারে, যাক বেচারা এখন ডাক্তার হয়েছে বেশ ভালো একটি পজিশনে চলে গেছে, ভালোই লেগেছে আপনার ছোটবেলার ছোট গল্পটি।

ধন্যবাদ ভাই পারফিউম নিয়ে আমার অনুভুতির গল্প আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
দোয়া রইল ভাই।

হাহা। লোকটির আশে পাশে আপনারা আসতেই পারতেন না?? যাইহোক অনেক আনন্দ পেলাম ভাই। ভাল ছিল আপনার গল্পটি। আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে সেই সাথে এই প্রতিযোগিতায় ভাল কিছু আশা করছি আপনার জন্য

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀।
আপনার জন্য দোয়া রইল ভাই।

মিষ্টার ময়লার বস্তা নামটি কিন্তু দারুণ ভাইয়া। তবে যাইহোক আপনার সেই বন্ধুটি নিজের জীবনের সফলতা অর্জন করেছে এবং সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে গড়ে উঠেছে জেনে ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আপনার পারফিউমের গল্প ও অনুভূতি তুলে ধরেছেন এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া। ♥️♥️♥️

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা আজ সে একজন প্রতিষ্ঠিত মানুষ।

হাহাহা! গল্পটা মজার ছিল। আপনার বন্ধু দেখছি অন্য টাইপের ছিল। একটু মোটা যারা তারা এমনই হয় একটু আমি দেখছি। ফাইনালি সে এখন ডাক্তার এটা জেনে অবশ্য ভালো লাগলো ভাইয়া।

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
সে এখন প্রতিষ্ঠিত তবে যোগাযোগ নেই বললেই চলে। কতটুকু পরিবর্তন হয়েছে তার এটাই দেখার বিষয়।

ভাইয়া, আপনার বন্ধু ও বন্ধুর বাবার গল্পটি পড়ে ভালো লাগলো।আসলে ময়লা গেঞ্জির বিষয়টি বেশি ভালো লেগেছে। হি হি,কিপ্টা হওয়া ভালো কিন্তু অতিরিক্ত নয়।তবুও আপনারা পারফিউম নিয়ে আপনার বন্ধুকে যে হেনস্থা করতেন।বেচারা জেদের বশবর্তী হয়ে জীবনেকিছু করতে পেরেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া, সুন্দর ছিল অনুভূতিটা।

ধন্যবাদ দিদি।
আসলে ওকে নিয়ে আমরা বড্ড বেশি হাসাহাসি করতাম কিন্তু এখন চিন্তা করি যা পাই তা হলো তার আসলে কোন দোষ ছিলোনা। তার কষ্টগুলোর দায়ভার একমাত্র তার পিতার।