Diy project :-) ঈলমার জন্য বেড টাইম টেবিল ডিম লাইট তৈরি🔅 ||(Bed time Dim light for my Daughter 👸 )

in hive-129948 •  3 years ago  (edited)

সৃজনশীলতাই শক্তি



🔅ঈলমার জন্য টেবিল ডিম লাইট তৈরি🔅
Polish_20220106_202327798.jpg
আমার মেয়েটা কদিন ধরে অসুস্থ। পুরো শরীরে পক্স উঠেছে খেতে পর্যন্ত পারছেনা। কদিন ধরে আমি বাসায় রয়েছি কারন আগে আমার সন্তান তারপর অফিস। যাক আজ তার একটা বায়না ছিল একটি বেড টাইম ডিম লাইট তৈরি করে দিতে হবে। যদিও আমাদের ডিম লাইট রয়েছে। কিন্তু তার একটা টেবিল ডিম লাইট🔅 দরকার। তাই তৈরি করলাম এটা ওর জন্য। চলুন দেখাই কিভাবে বানালাম এটা🔅

ornament-1332804_640.png

🧰 প্রয়োজনীয় উপকরণ 🧰

IMG20220106210837_01.jpgIMG20220106210452.jpgIMG20220106144318_01.jpg
IMG20220106125241.jpgIMG20220106125358_01.jpgIMG20220106125015_01.jpg
IMG20220106125041_01.jpg
নীল লাইটইলেকট্রিক তার
টুপিন প্লাগলাইট হোল্ডার
প্লাস্টিকের বাটিপ্লাস্টিকের কোর
গ্লু গান

vector-4693703_640.webp

🔅 টেবিল ডিম লাইট তৈরি 🔅
🧑‍🔧 কার্যপ্রনালী 🧑‍🔧
IMG20220106125015_01.jpgIMG20220106125441_01.jpg
IMG20220106125612_01.jpg
প্রথমেই একটি লাইটের হোল্ডার নিয়ে এর স্ক্রুগুলো ঢিলে করে নিলাম। এবার দুটি ইলেকট্রিক তার কেটে নিয়ে লাগিয়ে দিলাম।

vector-4693703_640.webp

🧑‍🔧 কাজের অগ্রগতি 🧑‍🔧
IMG20220106125851_01.jpgIMG20220106130010_01.jpg
IMG20220106130329_01.jpg
একটি টুপিন প্লাগ নিয়ে এর স্ক্রুগুলো লুজ করে নিলাম। এবার তারের দুই মাথা কেটে নিয়ে লাগিয়ে দিলাম। অবশ্যই পরিক্ষা করে নিতে হবে তার যাতে খুলে না যায়।

vector-4693703_640.webp

🧑‍🔧 কাজের অগ্রগতি 🧑‍🔧
IMG20220106144318_01.jpgIMG20220106144555_01.jpgIMG20220106144646_01.jpg
IMG20220106145636_01.jpgIMG20220106155931_01.jpg
IMG20220106160426_01.jpg
এবার একটি প্লাস্টিকের বাটি নিয়ে নিলাম। প্রথমেই লাইট হোল্ডার নিয়ে প্রথমেই পেন্সিল দিয়ে এঁকে নিলাম বাটির উপর। এবার একটি এন্ট্রি কাঁটার দিয়ে কেটে নিলাম। এরপর লাইট হোল্ডার নিয়ে সেট করে নিলাম এবং গ্লুগান দিয়ে লাগিয়ে নিলাম।

vector-4693703_640.webp

🧑‍🔧 কাজের অগ্রগতি 🧑‍🔧
IMG20220106163356_01.jpgIMG20220106164807.jpg
IMG20220106165029_01.jpg
এবার একটি চিকন সুঁই নিয়ে ছিদ্র করে নিলাম। এবার প্লাস্টিকের কোরটি যেহেতু অনেক লম্বা তাই একে কাটতে হবে। প্রথমেই লাল টেপ লাগিয়ে দিলাম যাতে মাপ ঠিক থাকে। এবার একটি এন্ট্রি কাটার নিয়ে কেটে নিলাম এবং দুটি ভাগ করে নিলাম।

vector-4693703_640.webp

🧑‍🔧 কাজের অগ্রগতি 🧑‍🔧
IMG20220106172836_01.jpgIMG20220106173451_01.jpg
IMG20220106174735_01.jpg
এবার পুরো প্লাস্টিকের বাটিকে সোনালী কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম।

vector-4693703_640.webp

🧑‍🔧 কাজের অগ্রগতি 🧑‍🔧
IMG20220106180056.jpgIMG20220106180106_01.jpg
IMG20220106180123_01~2.jpg
এবার প্লাস্টিকের কোরটি গ্লুগান দিয়ে লাগিয়ে দিলাম। এরপর একটি এলইডি লাইটের উপরের মাথা লাগিয়ে দিলাম। ব্যাস আমার কাজ শেষ।

vector-4693703_640.webp

🧑‍🔧 কাজের অগ্রগতি 🧑‍🔧
IMG20220106175720_01~2.jpg
IMG20220106175732_01.jpg
IMG20220106175509.jpg
IMG20220106175627_01.jpg

vector-4693703_640.webp

😍 ঈলমার দুষ্টুমি 🧑‍🔧
IMG20220106175356.jpg
ঈলমা অসুস্থ থাকার পরেও সে শোয়া থেকে উঠে একটি পুতুল এঁকেছে আর একটা লাভ একে কাঁচি দিয়ে কেটে দেয়। অবশেষে তার পছন্দের এই লাইট দিয়ে ছবি তুলেছে। তার শরীরটা খারাপ থাকলেও মন কিছুটা ভালো হয়েছে। আজ চারদিন পর একটু হেসেছে আর আনন্দ করেছে।

vector-4693703_640.webp

🧑‍🔧 আজকের প্রজেক্ট কেমন হলো জানাবেন প্লিজ 🧑‍🔧

vector-4693703_640.webp

🙏 ঈলমার জন্য দোয়া করবেন সবাই 🙏

ornament-1332804_640.png

ছবির বিবরণ
বিষয়বস্তুবেড টাইম টেবিল ডিম লাইট তৈরি🔅
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
আমি কে ?

IMG_20210324_171231~2.jpg

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

" বিদায় নিলাম "

Amar_Bangla_Blog_logo_png.png

standard_Discord_Zip.gif

আমাদের সাথে যুক্ত হোন
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টেবিল ডিম লাইট দেখে চমকিত হলাম। তার বেশি আনন্দ পেলাম ৪ দিন পর ঈলমা উঠে বসে পুতুল একেঁছে জেনে। ওর জন্য প্রার্থনা, তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক।মেয়ের আব্দার মেটাতে বানানো টেবিল লাইট অনন্য।

অনেক ধন্যবাদ আপু 💌
দোয়া করবেন ঈলমার জন্য 💌

ভাইয়া,আপনি সুন্দর একটি বেড টাইম টেবিল ডিম লাইট তৈরি করেছেন।আপনার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠুক এই পত্যাশা করি।এবং খুব ভালো থাকুক। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপু।
দোয়া করবেন ঈলমার জন্য 💌

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Visita nuestro Discord

আপনার তৈরি করা বেড টাইম টেবিল ডিম লাইট টি দেখতে আসলেই অসাধারণ লাগছে। আমি এসব ইলেকট্রনিক বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে তেমন একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না কেননা এগুলো করতে আমার অনেক ভয় লাগে। আমি ছোটবেলায় অনেকবার বিদ্যুৎ থেকে শট খেয়েছি যাইহোক ভাই আপনার তৈরি করা লাইটটি দেখতে দারুন লাগছে ধন্যবাদ আপনাকে।

ভয় একসময় আমারও লাগতো।
আমি নিজেও কতবার শক খেয়েছি তার ইয়ত্তা নেই। কিন্তু ভয়কে আমি জয় করেছি। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀

সৃজনশীলতাই শক্তি। যেহেতু আমি ইলেকট্রিক‍্যালের ছাএ এইরকম কাজগুলো আমাকে খুব আকৃষ্ট করে। বেড টাইম ডিম লাইট টা দারুণ তৈরি করেছেন। ঈলমা দেখে নিশ্চয়ই অনেক খুশি হয়েছে ।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য ♥️
আমিও ইলেকট্রিক্যাল কাজগুলো করতে ভীষণ পছন্দ করি।🤗

ডিম লাইট দেখে অসাধারণ লাগলো। নীল কালারের লাইট একেবারে অসাধারণ অনুভূতি হয়েছে। এরকম ডিম লাইট দেখে ইলমা অনেক অনেক খুশি হয়েছে জেনে অনেক ভালো লাগলো। আর প্রার্থনা করিও যাতে আমি তাড়াতাড়ি একেবারে সুস্থ হয়ে ওঠে। অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ♥️
পাশেই থাকুন 🥀

স্যার আপনি ঈলমার জন্য বেড টাইম টেবিল ডিম লাইট তৈরি করেছেন দারুন হয়েছে। প্রথমেই ঈলমা মামুনির জন্য দোয়া রইলো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো পাশেই আছি সবসময় ভালো থাকুন

ধন্যবাদ লিমন পাশে থাকার জন্য 🥀

আমি আপনার পোস্ট দেখে শুধু অবাক হই। কিভাবে একটা মানুষ এর এত দিকে তার গুণ থাকে তা আপনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ঈলমার জন্য বেড টাইম টেবিল ডিম লাইট তৈরি করাটা ছিল অসাধারন। এবং প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। যে কেউ চাইলে এরকম ডিম লাইট তৈরি করতে পারবে বাসায় সব মিলিয়ে আপনার পোস্টটা ছিল অসাধারণ।

ধন্যবাদ প্রিয় ভাই ♥️
ঈলমা অসুস্থ দোয়া করবেন ভাই 🥀