খাবার কখনো অমৃত, কখনো তুমি গরল || (১০% তোমার @shy-fox )

in hive-129948 •  3 years ago  (edited)

"খাবার কখনো অমৃত
কখনো তুমি গরল"



diet-695723_640.webp

সংগ্রহশালা

পৃথিবীতে বেঁচে থাকতে হলে খাবার খাওয়া প্রয়োজন। আমরা আসলে জানিনা কতটুকু খাবার খাওয়া প্রয়োজন। খাবার আমাদের শরীরে শক্তি জোগায় এবং সুস্থ রাখে। তেমনি অসময়ে এবং অসাস্থকর খাবার খেয়ে হতে পারেন তীব্র অসুস্থ, তাছাড়া রয়েছে দীর্ঘ মেয়াদি অসুস্থতার ঝুঁকি।

"খাবার যখন অমৃত"


olive-oil-1412361_640.webp

সংগ্রহশালা

খেতে কে না পছন্দ করে বলুন। আর খাবারটা যদি সুস্বাদু হয় তাহলে তো কথাই নেই। যতক্ষন না পেট বাবাজি বলছে হয়েছে আর খাসনা ততক্ষণ চলে ভূড়িভোজ। কিছু মানুষ আছেন এমন মে পাল্লা দিয়ে খেতে পারে। এদের দেখলেও অনেক সময় বোঝা যায় এরা পেটুক। আবার কিছু রয়েছে সারাদিন খেলেও পেট হয় না। এরা হলো হাড় পেটুক। যে পেটুকই হোক খাবার এদের কাছে অমৃত, সে যে খাবারই হোক। আমার কাছে মায়ের হাতের রান্না অমৃত মনে হয়। যাক আমরা ধরেই নিলাম সব স্বাস্থকর খাবার অমৃত।

" খাবার যখন গরল "


green-mold-212676_640.jpg

সংগ্রহশালা

এখানে গরল শব্দের অর্থ হলো বিষ। আমাদের অনেকের হয়ত এমন অভিজ্ঞতা রয়েছে যে খাবার তৃপ্তি করে খাওয়ার পর পেটে তীব্র মাত্রার গোলযোগ দেখা দিয়েছে এমনকি জটিল পর্যায়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, একেই বলে খাবারের বিষক্রিয়া। খেলেন খুব তৃপ্তি করে কিন্তু পরিনাম গুনতে হলো হাসপাতালের বিছানায় শুয়ে। গত কিছুদিন আগে এরকম একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আমাকে বেশ ভুগিয়েছে। যা হয়েছিল আমার কিছুটা অনিয়মতান্ত্রিক খাবার গ্রহণ এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে। তখনই সিদ্ধান্ত নিলাম আপনাদের সাথে বিষয়টা ভাগ করে নেবো।

কিভাবে খাবার খেয়ে সুস্থ থাকা যায়?


diagnostics-161140_640.webp

স্বাস্থকর খাবার গ্রহণ:-


berries-2277_640.webp

সংগ্রহশালা

আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে স্বাস্থকর খাবার গ্রহনের বিকল্প নেই। দেখুন একমাত্র স্বাস্থকর খাবার আপনাকে সুস্থ রাখতে পারে। একমাত্র স্থাস্থকরভাবে বাড়িতে তৈরি খাবারই হতে পারে এর উৎকৃষ্ট উদাহরণ। তাছাড়া কিছু ভালো মানের রেস্তোরাঁ তাদের খদ্দেরদের জন্য স্বাস্থকর খাবার তৈরি করে থাকে যা বেশ ব্যায়বহুল। আমরা যারা কর্মজীবী মানুষ বাইরে বাইরে সব সময়ই থাকতে হয় বাইরের খাবার খেতে হয় তারা অতিরিক্ত খরচের কথা চিন্তা করে রাস্তার পাশের সস্তা খাবারের দিকে ঝুঁকে পড়ি। স্বাস্থকর খাবার এই ব্যাপারটা তখন মাথায় আর থাকেনা। আর আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এই খাবারগুলোকে মজাদার এবং লোভনীয় মনে করেন। এগুলো ছাড়া তারা চলতেই পারে না। যাক তাদের ব্যাপারটা একটু আলাদা তাদের পেটের মেশিন সত্যিই ভালো, স্বাধুবাদ জানাই তাদের। আমরা যারা একটু কমজোর তারা সাবধান হোন।

পরিমিত খাবার খান:-

hunger-413685_640.jpg

সংগ্রহশালা

দেখুন পরিমাণ মতো খাবার খেলেই আপনি সুস্থ থাকতে পারবেন। তাছাড়া আপনাকে মাসুল দিতে হবে অসুস্থতার সাথে পাঞ্জা লড়ে। এমন কিছু মানুষ রয়েছেন কব্জি ডুবিয়ে ভুড়ি ভোজ করে বলে খেলাম মশাই মোটামুটি। তাদের জন্য রয়েছে অশুভ সংকেত। চিকিৎসকরা বলেন একবারে না খেয়ে তিন ঘণ্টা পর পর খাবার গ্রহণ করে সুস্থ থাকুন। আরও একটি ব্যাপার রয়েছে আমরা সকালে কর্মস্থলে যাওয়ার সময় অনেকেই খাবার ঠিকমতো খাই না আর রাতে যথাসম্ভব পেট ভরে খাবার খাই। যা আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। যা করা উচিত তা হলো সকালে যতটা সম্ভব খেয়ে যাওয়া এবং রাতে যথাসম্ভব কম খাওয়া এটাই সুস্থতার একটা চাবি কাঠি হিসেবে গবেষকরা মনে করছেন।

দেখুন আমার আজকের পোস্টটি শুধুমাত্র একটি পোস্ট মনে করবেন না আমি একটি স্পষ্ট বার্তা দেয়ার চেষ্টা করেছি। দয়াকরে মেনে চলার পরামর্শ দিচ্ছি। নয়ত হাসপাতালের বিছানা আপনার অপেক্ষায় আজ নয়তো কাল।

IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার। আমি মানুষকে ভালোবাসা দিতে জানি এবং পেতেও জানি।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"

"স্বাস্থকর আর পরিমিত খাবার জীবনদায়ক"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন আপনি।আপনার পোস্টটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।খাবার কিছু কিছু সময় আমাদের জন্য উপকারী।আবার কিছু খাবার আছে যেগুলো সাস্থের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।পোস্টটিতে আপনি দুটি বিষয়ে খুব সুন্দর ধারণা দিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো ভাই।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালো উপলব্ধি করেছেন। আমি আসলে ভালো খাবার গ্রহণ এবং নিয়মতান্ত্রিক ভাবে চলার উপর আলোকপাত করেছি।

নিয়মমাফিক খাবার খেলে আমাদের এই সমস্যাগুলো দূর হবে। তবে আমাদের অবশ্যই স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করতে হবে।
খাবার সম্পর্কে আপনার ব্লগিং কি সত্যি অসাধারণ ছিল

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা অবিরাম 🥀

আপনাকেও অনেক ধন্যবাদ

খাবার খেতে অনেক মজা লাগে। কিন্তু খাবার যদি অতিরিক্ত খেয়ে ফেলি তাহলে খাবারে চেয়ে কষ্টের কিছু আছে বলে তখন মনে হয়না।আর খাবারটি যদি বিষক্রিয়া করে তাহলেতো সে বুঝে যাবে কত ধানে কত চাল।আমারা সবসময় নিয়মমাফিক খাবার খাবো।ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার পোস্টটি পড়ার জন্য এবং মূলতথ্য গুলো উপলব্ধি করার জন্য। আশাকরি পাশে থাকবেন সবসময়।
ধন্যবাদ

স্বাস্থকর আর পরিমিত খাবার জীবনদায়ক আপনি ঠিক বলেছেন স্যার। ভালো একটি পোস্ট অনেক সুন্দর করে উপস্থাপা করেছেন।‌সুন্দর লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আশাকরি নিয়মতান্ত্রিক জীবনযাপন করবেন আর সুস্থ থাকবেন।

চেষ্টা করবো ইনশাআল্লাহ

খাবার নিয়ে চমৎকার লিখেছেন।আমাদের সবাইকে সঠিক নিয়মে সাস্থকর এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য শুভকামনা রইল 💌

স্বাস্থ্য সচেতনমূলক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।আপনি ঠিকই বলেছেন-খাবার একদিকে যেমন আমাদের জীবন বাঁচায় অন্যদিকে তেমনি এটি স্বাস্থ্যঝুঁকিরও কারণ হয়ে দাঁড়ায়।এর জন্য আমাদের খাবার গ্রহণের প্রতি সচেতনতা বাড়ানো দরকার যা আপনি আপনার পোস্টে সুন্দরভাবে বর্ণনা করেছেন।শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমি চাই আমাদের আমার বাংলা ব্লগ পরিবারের প্রতিটি সদস্য সুস্থ থাকুক। তাই আমার এই পোস্ট করা।
ধন্যবাদ

ভাই আপনি আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন ফুড পয়জনিং আসলে খুবই মারাত্মক একটি ব্যাপার যে একবার এটার পাল্লায় পড়েছে সে বুঝতে পেরেছে যে তার পরিণাম কি কতটুক যন্ত্রণাদায়ক হতে পারে। আমাদের সকলেরই উচিত পরিমাণ মতো খাবার ও স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে আমরা এই ফুটপয়জিং থেকে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। সাস্নিথকর এবং নিয়ন্ত্রিত খাবার খান সুস্থ থাকুন।

আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। যা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনে না বুঝে অনেক সময় অনেক কিছু খাবার খেয়ে ফেলে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আবারো কিছু খাবার খেয়ে ফেলে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে দুইটা বিষয় এর কথা বলা হয়েছে। অতি সুন্দর ভাবে বোঝানো হয়েছে। আশাকরি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য আমাদের সবসময় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করতে হবে।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

খুব ভালো লিখেছেন ভাইয়া।আমরা আসলে অনেক সময় টের ও পাই না যে আমাদের সুস্বাদু,সুষম খাবার কখন যেনো বিষে পরিণত হয়।
খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আজ লিখেছেন। আমাদের সবারই সচেতন হওয়া উচিত আসলে।

অসংখ্য ধন্যবাদ সুন্দর উপলব্ধির জন্য।
পরিবার নিয়ে সুস্থ থাকুন দোয়া রইল।

অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া খাবার সম্পর্কে।অবশ্যই আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত সেটি পরিমানে অল্প হলেও।ধন্যবাদ ভাইয়া।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ দিদি 💚