"যে সহে সে রহে", এটা একটা ভাবসম্প্রসারণ। আমরা এটা বহু জায়গায় পড়েছি, তবে বাস্তবে এর প্রয়োগ ঘটাতে পারি না। লাইনটার অর্থ বোঝানো হয়েছে ধৈর্য্যশীল মানুষ দিনশেষে সফলতা লাভ করে। মানে যেকোন প্রতিকূল পরিস্থিতিতে নিজের বিবেক খাটিয়ে, কান কথা না শুনে, অন্যের তিরষ্কার তোয়াক্কা না করে, এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
ধরুন আপনি ভীষণ সহজ সরল মানুষ, কোন একটা কাজে নেমেছেন। আপনি যতটানা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিছু মানুষ আপনাকে ততটাই পিছিয়ে দেয়ার জন্য পাঁয়তারা করবে। প্রথমত আপনাকে দূর থেকে খারাপ চোখে দেখবে, অন্যের কাছে আপনার বদনাম করবে, কাছে এসে অপমান করে আপনার কাজের গতি কমিয়ে দেবে, সুযোগ পেলে অযথাই ঝাড়ি দেবে, সবশেষে গায়ে পরে ঝগড়া করবে। দেখবেন তার সেই কর্মকাণ্ড দেখে আপনি আপনার কাজের কথাই ভুলে যাবেন। যদি আপনি সেই লোকটির সাথে তর্কে জড়িয়ে পড়েন, কিংবা তার সাথে সাথে নিজেও উগ্র হয়ে রেসা রেসি শুরু করেন, তাহলেই কিন্তু সেই লোকটি সফল হয়ে গেলো। কারন তার উদ্দেশ্য ছিল আপনাকে আপনার কাজ থেকে দূরে সরিয়ে রাখা।
দেখুন খারাপ জিনিস যতটা ঘাটবেন ততটাই দূর্গন্ধ ছড়াবে। তাই পরিস্থিতি বুঝে নিজেকে কিছুটা গুটিয়ে নিতে হবে। মানে সেই খারাপ লোকটিকে বোঝাতে হবে আপনি হেরে গেছেন এবং নিজেকে গুটিয়ে নিয়েছেন। যদি এটা করতে পারেন তাহলে আপনি দিনশেষে সফল।
মনে রাখবেন একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ আপনার সম্মান কখনো বুঝবে না। তাই নিজের সম্মান নিজেকেই বাঁচিয়ে চলতে হবে। ধরুন অফিসের বস আপনাকে ভীষণ অত্যাচারের মধ্যে রেখেছে। আপনি যতটাই ভালো কাজ করুন না কেন তিনি আপনাকে অপমান অপদস্থ করেই চলেছেন। এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? সেই একই কথা নিজের কাজে মন দেন, দেখবেন সেই বস একদিন আপনার ধৈর্য্য শক্তির কাছে হেরে যাবে। তিনি ক্লান্ত হয়ে একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হবে।
কিছু কিছু সময় নিজের সম্মান বাঁচাতে বাড়তি খরচ করুন। ধরুন আপনি রিকশায় চড়ে কোথাও ঘুরতে বেরিয়েছেন, সাথে প্রিয়জন কেউ রয়েছে। রিকশাওয়ালা হঠাৎ বিশ টাকা বেশি চেয়ে বসলো, যা একদমই অযৌক্তিক। এখন আপনি যদি বিশ টাকার জন্য তাকে চড় মেরে বসেন আর সে যদি আপনার কলারটা ধরে ফেলে তাহলে একবার ভাবুন পরিস্থিতি কোনদিকে গড়াবে? 😄 বিশ টাকা আপনার সম্মানটা একদমই ধুলিসাৎ করে দেবে। একজন রিকশা ওয়ালা কখনো অন্তত আপনার সম্মানের তোয়াক্কা করবে না। তাহলে এই প্রেক্ষাপটে আপনাকে বিশ টাকা বেশি খরচ করে সামলিয়ে আসতে হবে।
মাঝে মাঝে কিছু প্রাণী পাগল হয়ে যায়, এগুলো দিক বেদিক ছুটে মানুষকে কামড়াতে থাকে। এখন আপনি যদি তার কামড়ের শিকার হোন তাহলে কি করবেন? নিশ্চয়ই তাকে কামড়াতে যাবেন না, অন্তত প্রথমেই যত দ্রুত সম্ভব ভেকসিন নেবেন। তাই কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষ থাকবেই যাদের জন্য আপনি প্রতিকূল পরিস্থিতিতে পরে যাবেন, নিজেকে সামলে নিন। নিজেকে প্রস্তুত করুন, আগামী দিনের জন্য। হয়তো আজকের দিনটা সেই খারাপ মানুষের কিন্তু কালকে হয়তো জয়টা আপনার হবে।
আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান।
আপনি আপনার কাজে এগিয়ে যান।
আপনি আপনার সমৃদ্ধিতে এগিয়ে যান।
সফলতা একদিন আপনার হাতের মুঠোয় ধরা দেবে। আর হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হবে অত্যাচারি আর কলুসিত মনের মানুষ।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1806399199585726733?t=UP7AwN6goXz7Le24kT57pQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে একটা মানুষ ভালো কিছু করতে গেলে তাকে বাধা দেওয়ার জন্য অনেক কিছুই আসে। কিন্তু আমরা যদি সেগুলোর শিকার হয়ে যাই এবং সেগুলো করে ফেলি, অন্যকে সফল করে ফেলি, তাহলে আমাদের জন্যই সেটা অনেক বেশি কারা খারাপ হবে। আমাদের উচিত এই রকমের সব বিষয় থেকে দূরে থাকা। যত বেশি আমরা দূরে থাকতে পারবো আমরা তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। কেউ আমাদের সাথে গায়ে পরে ঝগড়া করতে আসলেও, আমাদের তার সাথে ঝগড়া করা উচিত নয়। কারণ তার সাথে যদি ঝগড়া করি তাহলে সেই মানুষটাই সফল হবে তার কাজে, আমরা হবো না। আগামী দিনের জন্য সব সময় আমাদেরকে নিজেকে খুব বেশি প্রস্তুত করতে হবে। খুব ভালো লাগলো আপনার কথাগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই। সৎ এবং ভালো মানুষের কাজে সব সময় বাধা হয়ে দাঁড়ায় কিছু মানুষ। কিছু মানুষ আমাদের সকল কাজে পিছিয়ে দেয়ার জন্য পাঁয়তারা করে। তাই আমাদের উচিত সঠিক ভাবে নিজের বিবেক খাটিয়ে, কান কথা না শুনে, অন্যের তিরষ্কার তোয়াক্কা না করে, এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তার কারণ ধৈর্য্যশীল মানুষ দিনশেষে সফলতা লাভ করে। তাই আমাদের সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যে মানুষ ধৈর্য ধরতে পারে, সে মানুষ নিজের জীবনে আসলেই ভালো কিছু করতে পারে। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের জীবনে প্রতিনিয়ত এগিয়ে যাওয়া। আমাদের সফলতা কেউই দেখতে চাইবে না। তাই আমাদের বাধা হয়ে অনেকেই আসবে। তবে তাদেরকে সফল হতে দেওয়া একেবারেই যাবে না। তারা যেন কোনো রকমের সফল না হতে পারে তাদের লক্ষ্যে আমাদেরকে সেটাই দেখতে হবে। আমরা যদি তাদের সেই ব্যবহারে কান দেই, তাহলে তারা আমাদেরকে লক্ষ্যে না পৌঁছানোর থেকে আটকাতে পারবে। তাই আমাদেরকে কান দেওয়া যাবে না তাদের কোনো বিষয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জেনারেল রাইটিং পোস্ট মানেই হচ্ছে শিক্ষনীয় বিষয়। আপনার জেনারেল রাইটিং পোস্ট গুলো থেকে প্রতিনিয়ত একটু একটু করে শেখার চেষ্টা করছি। ধৈর্য্য ধারণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর ধৈর্যশীল ব্যাক্তি কে সৃষ্টিকর্তা ভীষণ পছন্দ করেন। সমাজে বিভিন্ন ধরণের লোক আছে যারা আমাদের কে বিভিন্ন ভাবে বিরক্ত করার চেষ্টা করে। তবে আমাদের উচিত আমাদের মতো করে চলা। তাহলে ঐ সব মানুষ গুলো হেরে যাবে আর কখনো বিভিন্ন ভাবে বিরক্ত করতে আসবে না। একদমই ঠিক বলেছেন মাঝে মধ্যে বারতি খরচ করতে হবে। রিকশাওয়ালার মতো মানুষদের সাথে তর্কে জড়িয়ে যাওয়া যাবে না। হঠাৎ করে সব কিছু উল্টোপাল্টা হতে পারে। এবং এক্ষেত্রে আমাদের মান সম্মান যেতে পারে। আপনার উপরের কথা গুলোর সাথে আমি একমত। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে ভাই রিকশাওয়ালা আমার কাছে বেশি ভাড়া চাইলে আমার কাছে থাকলে আমি দিয়ে দেয়। এটা কোন বড় ব্যাপার না। এই শিরোনামে গোপাল ভাঁড় এর একটা পর্ব আছে কিন্তু। দিনশেষে যে নিজের প্রতি হওয়া অন্যায় সহ্য করে সে রয়ে যায় আর বাকিরা শেষ হয়ে যায়। সুন্দর লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit