সবকিছুর জন্য কৃতজ্ঞ হোন। || Be thankful for everything.

in hive-129948 •  11 months ago 
সবকিছুর জন্য কৃতজ্ঞ হোন

ছবিটি আনস্প্লেস থেকে নিয়ে কেনভা দিয়ে তৈরি

পৃথিবীর শুরু শূন্য থেকে এবং সৃষ্টিকর্তা তার নিপুণ হাতে ধীরে ধীরে সবকিছু সৃষ্টি করেছেন। আজ সবকিছু পরিপূর্ণ এবং সুন্দর, যা আমাদের চোখের সামনে দেখতে পারছি।
আমাদের শুরুটাও কিন্তু ভীষণ ক্ষুদ্র অনুজীব থেকে, আজ পরিপূর্ণ আর সুন্দর মানুষ হিসেবে পৃথিবীর বুকে নিজের আধিপত্য বিস্তার করে চলেছি। তবে আমরা আমাদের সেই সৃষ্টিকর্তার প্রতি কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করি?
প্রশ্নটা মনে হয় একটু কঠিন হয়ে গেছে অন্তত যারা নিজেকে অনেক বড় কিছু মনে করে কিংবা সৃষ্টিকর্তাকে স্মরণ করার মতো সময় নেই। তবে সবথেকে বড় কথা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত অন্তত আমরা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকি।

এবার আসুন কৃতজ্ঞতা প্রকাশের আরো কিছু ধাপ নিয়ে আলোচনা করি।
আমাদের জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, আসলে একটা মহান জীবন যাপন করার চেয়ে একটি শান্তিপূর্ণ জীবন যাপন করা অনেক বেশি আনন্দের।
আবার আমরা যদি আমাদের চারপাশের ছোট ছোট প্রাপ্তি এবং সুখগুলোর জন্য নিজের প্রতি কৃতজ্ঞ থাকি তাহলে অন্তত সুখের দামটা অনেক কম হবে। মানে আমি বোঝাতে চাইলাম তখন নিজেকে খুব অল্পতেই সুখি মনে হবে।

এবার আসুন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা করি। ধরুন একজন মানুষ আপনার খুব ছোট্ট একটি উপকার করলো এবং আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তখন দেখবেন তিনি একটা সময় আপনার জন্য অনেক বড় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কৃপণতা বোধ করবে না। কারন সে অনেক বড় কৃতজ্ঞতার স্পর্শ পাবে, যা তাকে সত্যিই মহান হবার স্বর্গীয় অনুভুতি এনে দেবে। সহজভাবে যদি বলি মানুষটা আপনাকে সাহায্য করতে সবসময়ই এগিয়ে আসবে এবং নিজের ভেতরেই আনন্দ বোধ করবে শুধুমাত্র আপনি তার প্রতি কৃতজ্ঞ এটা ভেবে।

কিন্তু বলতে সত্যিই লজ্জা লাগছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা যে মানুষটা আমাদের উপকার করছে তার ক্ষতি করার জন্য মুখিয়ে থাকি। আজকাল মানুষের উপকার করতে গেলে বিপদে পরতে হয় কারন কৃতজ্ঞতা প্রকাশের চেয়ে আপনি তার উপকার করে নিজে কতটা লাভবান হবেন এই চিন্তা করতে থাকে সেই মানুষটি। ভালো আচরণ আর মানসিকতাকে দূর্বলতা মনে করা হয়, উপকার সেখানে স্বার্থের দামে বিক্রি হয়। হা হা হা 😄

উপকারী গাছের যেমন ছাল থাকে না তেমনি যে মানুষটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বদলে সময়মতো তার বারোটা বাজিয়ে দেয়ার স্বর্নযুগে বসবাস করছি আমরা। যেখানে কৃতজ্ঞতা প্রকাশ করাকে দূর্বলতা মনে করা হয়।

প্রতিটি মানুষ নিজস্ব সত্ত্বা এবং চিন্তা চেতনার অধিকারী। আপনি ভেতর থেকে নিজেকে সুধরে চলুন, প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন কারন শত কষ্ট আর সংগ্রাম করেও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর কৃতজ্ঞতা প্রকাশ করুন সেই মানুষগুলোর প্রতি যে বা যারা আপনার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আপনার জীবন পরিচালনার পথ সহজ করেছেন। তাছাড়াও সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যারা আপনাকে এগিয়ে নিয়ে যেতে নিজে পিছিয়ে পরেন।



সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমি দূর্ঘটনায় পরে একটু কষ্টকর দিন-যাপন করছি, তবুও কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার প্রতি আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সর্বোক্ষন অনুপ্রাণিত করে এগিয়ে নেয়ার জন্য এবং জীবনে বেঁচে থাকার আনন্দের যোগান দেয়ার জন্য 🙏

আসুন কৃতজ্ঞতা প্রকাশ করি 🙏


Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

আপনি একদমই ঠিক বলেছেন। একটি শান্তিপূর্ণ জীবন যাপন করা অনেক বেশি আনন্দের। আপনার এধরনের লেখা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও আপনি অসুস্থ তার পরে ও অনেক কষ্ট করে লেখার চেষ্টা করেছেন। দোয়া করি সৃষ্টিকর্তা যেনো আপনাকে খুব দ্রুত সুস্থ করে দেন। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

মানুষের মধ্যে বর্তমান সময়ে কৃতজ্ঞতা পথ চলে গেছে, মানুষ জানে না কৃতজ্ঞতা প্রকাশ করলে কিন্তু অপর পাশের মানুষ আরো বেশি খুশি হয় এবং আরো বেশি পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এটা অনেক ভালো একটা গুণ যেটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

দুনিয়াটা আসলে এমনই পৃথিবীর মানুষ গুলো যেমন চেনা যায় না। তেমনি প্রতিনিয়ত কারো কাছে সহযোগিতার হাত বাড়ানো কিংবা সহযোগিতা করাটাও দেশ মুশকিল। আবার এমনটাও আছে যে সহযোগিতা হাত বাড়িয়েছে ঠিক আছে। কিন্তু সেই সুযোগে মানুষ সদ্ব্যবহার করেন। তাই সবকিছুর ক্ষেত্রেই আমাদের উচিত আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে যারা রিয়েল সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই। কিন্তু যারা সহযোগিতার নামে মানুষের সাথে প্রতারণা করে আসলে তাদের থেকে দূরে থাকাও এক প্রকারের ভালো। লিখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

আমি আমার সবকিছুর জন্যই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। ইভেন পুরো ইউনিভার্সের কাছেই কৃতজ্ঞতা জানাই। আর এই প্রাক্টিস টা আমার বেশ বছর কয়েক ধরেই চলছে। আমি খেয়াল করে দেখেছি, যখন আপনার মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করার এটিটিউড বিদ্যমান থাকবে, তখন আপনার সাথে ভালো কিছু ঘটার সম্ভাবনাও বেশি থাকে। এবং মনও বেশ ফুরফুরে থাকে।

Posted using SteemPro Mobile

আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা স্বীকার করি নামাজ আদায় করে। কারণ আমাদেরকে ভুলে গেলে চলবে না,আল্লাহ না চাইলে আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না। যাইহোক বর্তমান যুগে উপকারের কোনো দাম নেই। চারিদিকে শুধু কৃতঘ্ন টাইপের মানুষ দেখা যায়। তাই বেশিরভাগ মানুষ, এখন কেউ বিপদে পরলে এগিয়ে যেতে চায় না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞ মানুষ পাওয়া আজকাল খুব ভাগ্যের ব্যাপার।মানুষ আজকাল উপকারের অপকারই করে থাকে।আজকাল মানুষ চেনা বড্ড কঠিন।কৃতজ্ঞতা প্রকাশ করলে উভয়ের মাঝে ই ভালো লাগা একটা অনুভূতি জেগে উঠে। যা কিনা দুটো মানুষের মানসিক শান্তি ঘটাতে বাধ্য।