হাল ছেড়ো না বন্ধু। || Don't give up, My Friend.

in hive-129948 •  19 hours ago  (edited)
হাল ছেড়ো না বন্ধু

Never give up instagram post _20250120_223852_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

জীবনের গতিপথ প্রতিনিয়ত পরিবর্তনশীল। ধরুন আপনি ভেবে রেখেছেন এক কিন্তু ঘটে যায় আরেক। মাঝে মাঝে ঘটনার আকস্মিকতা এমন হয় সত্যিই মেনে নেয়া কষ্টকর। তবুও প্রতিদিন আমরা নতুন স্বপ্ন আর আশা নিয়ে নতুন দিন শুরু করি।

তবে সবার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একরকম হয় না। কিছু মানুষ প্রতিনিয়ত ব্যার্থতার চক্রে বারবার ঘুরতে থাকে। ব্যাপারটা ঠিক এরকম যে সে যাই কিছু করুক না কেন সেখানেই তাকে ব্যার্থতা ঘিরে ধরতে থাকে। এধরনের মানুষ একটা সময় পর হাল ছেড়ে দিতে বাধ্য হয়। কিছু কিছু মানুষ এরকম পরিস্থিতিতে হতাশায় ডুবে যেতে থাকে এবং বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নেয়। যেমন কেউ কেউ নেশাগ্রস্ত হয়ে পরে আবার কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এটাই কি সবকিছুর জন্য সঠিক সমাধান? না সেটা কখনোই না।

জীবনে অর্থ এটা নয় আপনাকে সবদিক থেকে সফল হতেই হবে। বরং সফলতার পেছনে না ছুটে সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য চেষ্টা করতে হবে। সুখে থাকার মানে এই নয় যে আপনাকে টাকার বিছানায় ঘুমাতে হবে কিংবা দেশ বিদেশ ঘুরে বেড়াতে হবে। তবুও দিনশেষে সফলতা নামক একটা শব্দ আমাদের কুঁড়ে কুঁড়ে খায়, আর মানুষ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তোমার টাকা নেই তুমি অসফল। মানুষ টাকাকে সফলতার মানদণ্ড মনে করে, যা মূর্খতা ছাড়া কিছুই না।

পৃথিবীতে টাকার প্রয়োজন আছে তবে এই নয় আপনার টাকা নেই বলে আপনি অসফল এবং হতাশায় ডুবে যাবেন। ধরেই নিলাম আপনি প্রতিনিয়ত ব্যার্থতায় ডুবে আছেন, তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় একটু ভুল হচ্ছে আপনার। প্রথমে সেই ভুলটাকে সনাক্ত করতে হবে আপনাকে, এরপর নতুন পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে। ব্যার্থতাকে সহজভাবে মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে, মনে রাখতে হবে প্রতিটি ব্যার্থতা নতুন কিছু শেখায় এবং সফলতার দিকে একধাপ এগিয়ে যেতে সহযোগিতা করে। আর সবথেকে বড় বিষয় হলো প্রতিনিয়ত নিজেকে নিজেই মোটিভেট করতে হবে, মনে রাখবেন আপনি নিজেই হলেন নিজের সবথেকে বড় বন্ধু। তাই নিজেকে নিজেই সাহস দিয়ে এগিয়ে নিয়ে যান, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সহায় হবেন। আবারো বলি হাল ছেড়ো না বন্ধু।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Screenshot_2025-01-20-23-29-47-04_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-20-23-28-40-72_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-20-23-28-06-57_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-20-23-26-55-62_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

image.png

জীবনের কঠিন পরিস্থিতিতে হাল না ছেড়ে এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ব্যর্থতা আমাদের শিখতে শেখায় এবং প্রতিটি নতুন দিন আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে। আত্মবিশ্বাস ও ধৈর্য্যের সাথে এগিয়ে চললে সফলতা একদিন আসবেই।চমৎকার আলোচনা করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বর্তমান সময়ে মানুষ টাকাকে বেশি প্রাধান্য দিয়ে সফল মনে করে। সত্যি বলতে টাকার ভেতরে সফলতা নেই। টাকার জন্য সফলতার পেছনে না ছুটে সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য চেষ্টা করা উচিত। ব্যর্থতা প্রতিটি মানুষের জীবনে শিক্ষা দিয়ে যায়। তাই নিজেকে মোটিভেট করে লক্ষ অনুযায়ী কঠিন পরিশ্রম করলে সফলতা একদিন ধরা দেবে। খুবই গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন ভাই। আমি নিজেও অনেক মোটিভেশন পেলাম। ধন্যবাদ ভাই আপনাকে।

প্রতিটি ব্যার্থতা নতুন কিছু শেখায় এবং সফলতার দিকে একধাপ এগিয়ে যেতে সহযোগিতা করে।

উপরের কথাগুলো যথার্থ বলেছেন। এধরনের পোস্ট গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। আপনার পোস্ট গুলো থেকে প্রতিনিয়ত নতুন কিছু শিখেছি। ধৈর্য্য ধারণ করতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে তাহলে অবশ্যই সফল হওয়া সম্ভব। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ❣️

ধন্যবাদ লিমন।
ব্যার্থতা মানেই সবকিছু শেষ নয়, বরং মনে করতে হবে এটাই শুরু। হার মানা যাবেনা কখনোই ✊