শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ 🎂❤️🎉|| Happy Birthday ABB community 🤞

in hive-129948 •  6 months ago 
শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ 🎂❤️

ছবিটি আনস্প্লেস থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ 🎂❤️🎉
আজকে আমাদের ভীষণ আনন্দের একটি দিন ছিল। কারণ আমাদের প্রিয় কমিউনিটির আজ তিনটি বছর পার করলো। সত্যি বলতে আমি হয়তো আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ঘিরে আবেগ অনুভূতি গুলো গুছিয়ে লিখে শেষ করতে পারবো না। আমার বাংলা ব্লগ এমন একটি আবেগ অনুভূতির নাম যা আমাদের সবার জীবন যাত্রার সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে।

এইতো সেদিন আমাদের বড় দাদার হাত ধরে কমিউনিটি শুরু, এরপর থেকেই আমি কমিউনিটির সাথে লেগে আছি। সত্যি বলতে লেগে থাকা বলতে আমি বোঝাতে চেয়েছি সবসময়ই প্রিয় কমিউনিটির সাথে থাকা। এই তিন বছরে আমাদের কমিউনিটির উপরে বিভিন্ন ধাক্কা এসেছে এবং আমরা বিভিন্ন অপ্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। কারণ কিছু খারাপ মানুষ বারবার আমাদের কমিউনিটির দিকে চোখ রাঙিয়ে ছিল। যাই হোক আমাদের প্রাণপ্রিয় দাদা সব কিছু সামলে নিয়ে এগিয়ে চলেছেন।

একটা সময় স্টিমিটকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে মনে করতাম। কিন্তু পরবর্তী সময়ে যখন আমার বাংলা ব্লগের সাথে সম্পৃক্ত হলাম তখন বুঝতে পারলাম এটা শুধুমাত্র একটি কমিউনিটি নয় এটা একটা পরিবার। আর এই পরিবারে কেউ যদি কোন বিপদে থাকে তাহলে তাকে সবাই মিলে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করে থাকে। আমি নিজেও বিপদে পড়েছি বহুবার আমাদের প্রাণপ্রিয় দাদা বারবার তার সহযোগিতার হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছেন। সত্যি বলতে তার প্রতি আমি চির কৃতজ্ঞ এবং শত ঝামেলার মধ্যেও আমার বাংলা কমিউনিটির সাথে লেগে থাকার প্রতিজ্ঞাবদ্ধ।

আমি স্টিমিট এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি নিয়ে সত্যিই আশাবাদী। এটা হয়তো আমাদের ভবিষ্যৎ অবসরকালীন সময়ের শ্রেষ্ঠ বন্ধু হতে যাচ্ছে। যতদিন থেকে আমার বাংলা ব্লগের সাথে আছে সত্যি বলতে একটা দিনও নিজেকে একা মনে হয়নি। কারণটা হচ্ছে প্রতিদিন ডিসকর্ড, পোস্টসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে মনে হয়েছে আমি শত শত মানুষের মাঝে রয়েছি এবং প্রত্যেকের আবেগ অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছি। তাছাড়াও নিজের অনুভূতিগুলো গুছিয়ে সবার মাঝে উপস্থাপন করতে পারছি।
এগুলো সব সম্ভব হয়েছে একমাত্র rme দাদার জন্য। আজকের এই দিনে দাদার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তার অক্লান্ত পরিশ্রম এবং উদার মানসিকতা না থাকলে হয়তো এই চমৎকার প্লাটফর্মে আমাদের কাজ করা হতো না। যাই হোক আবারো প্রিয় কমিউনিটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিলাম। আশাকরি যুগের পর যুগ টিকে থাকবে আমাদের প্রাণের কমিউনিটি।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন উপলক্ষে চমৎকার অনূভুতি শেয়ার করেছেন। আসলে এসব অনূভুতি গুলো লিখে শেষ করা যাবে না। দাদা আমাদের জন্য সুন্দর এবং গোছানো একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। আমরা এখন একা নই যখন কাজ করি তখন মনে হয় আমাদের সাথে এবং পাশে অনেক গুলো পজেটিভ মানুষ রয়েছে। আশাকরি সামনের দিন গুলোতে আমরা সবাই মিলে অবসর সময় গুলো জমিয়ে কাটাবো। আপনার জন্য শুভ কামনা রইলো।

আমার বাংলা ব্লগের শুভ জন্মদিন উপলক্ষে আপনার অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটি সকলের আবেগ ও ভালোবাসার জায়গা। তাই শত ব্যস্ততার মাঝেও আপনি এই আমার বাংলা ব্লগের সঙ্গে কাজ করছেন। স্টিমিটকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম নয়, বরং একটি পরিবারের মতো। আগামী দিন গুলো খুবই ভালো কাটুক এই কামনা করছি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই।

আমার বাংলা ব্লগের জন্মদিনের সবাইকে শুভেচ্ছা রইলো। আমাদের শ্রদ্ধেয় দাদার কারণেই এত সুন্দর একটি কমিউনিটি পেয়েছি যেখানে আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো সুন্দরভাবে শেয়ার করছি। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

দাদা আমাদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমরা দুঃখ, কষ্ট, সুখ, নিজেদের ভিতরে থাকা আবেগ অনুভূতি সব কিছুকেই প্রকাশ করতে পারি। দাদা নিজের সবকিছু দিয়ে এই কমিউনিটিকে আগলে রেখেছে। দাদাকে যতই কৃতজ্ঞতা জানাই না কেন ততই কম হবে। সব সময় যেন আমরা সবাই পরিবারের মত একসাথেই এখানে থাকতে পারি এরকমটাই কামনা করি। এটা শুধু আমাদের অর্থ উপার্জনের স্থান না, আসলেই এখন অনেক বড় একটা পরিবার হয়ে গিয়েছি। আগামী দিনগুলোতেও যেন আমরা সবাই এক সাথে থাকি এরকমটাই প্রত্যাশা।

অনেক ধন্যবাদ আপু।
ইনশাআল্লাহ আমরা এখানে মিলেমিশে থেকে দীর্ঘদিন কাজ করতে পারবো। দোয়া রইল।

সবকিছু ছাপিয়ে প্রথমেই ধন্যবাদ জানাতে হয় দাদাকে। সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না। কোন জায়গা নষ্ট করার মানুষের অভাব নেই, কিন্তু কোন জায়গা তৈরি করাটা অনেক কঠিন। আর সেই কঠিন কাজটাই দাদা করিয়ে দেখিয়েছেন। আমার বাংলা ব্লগ বলতেই হয় আমাদের প্রাণের জায়গা। যেখানে আমরা মন খুলে আমাদের মনের আবেগ অনুভূতি গুলো প্রকাশ করতে পারি। আপনি খুব চমৎকার লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বড় দাদা যেভাবে এই কমিউনিটি টাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া। দাদার জন্য এত সুন্দর একটা পরিবার পেয়েছি এজন্য দাদাকে যতই কৃতজ্ঞতা জানাবো তত কম হয়ে যাবে। আর ধন্যবাদ বলে ও দাদাকে ছোট করবো না। আপনি এত সুন্দর করে নিজের মনের অনুভূতিকে তুলে ধরেছেন এটা সত্যি খুব ভালো লেগেছে পড়তে পেরে।

অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রিয় কমিউনিটি ঘিরে আমাদের আবেগ অনুভূতি হয়তো সত্যিই লিখে শেষ করতে পারবো না। যাইহোক সবার সাথে শত ঝামেলা ছাপিয়ে লেগে থাকার চেষ্টা করে যাচ্ছি।