হযরত শাহ কবির (রহঃ) এর মাজার পরিদর্শন || (Historical place visit for mind satisfaction)

in hive-129948 •  3 years ago  (edited)
হযরত শাহ কবির (রহঃ) এর মাজার পরিদর্শন
Polish_20220119_162749225.jpg
ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

bunting-5320188_640.png

মাজার পরিদর্শন পরিকল্পনা
IMG20220117180448_01~2.jpg
গত কয়েকদিন ধরেই মন বিভিন্ন কারণে খুব খারাপ ছিল। আর কয়েকদিন থেকেই আমার ছাত্র @limon88 বলছিল স্যার আপনার মন ভালো করার জন্য আসুন কোথাও বেড়িয়ে আসি। আমি বললাম কোথায় যাওয়া যায় সে বললো স্যার মাজারে যাওয়া যেতে পারে। তাই সিদ্ধান্ত চূড়ান্ত করলাম দুজন ওখানেই একটু বেড়াতে যাবো। আর ওখানে সন্ধ্যার পরে গেলেই খুব ভালো লাগে। কারন এর আলোকে সজ্জা বেশ চোখে পড়ার মতো। আমরা ঠিক সন্ধ্যার পর পরেই চলে গেলাম ওখানে। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক।
IMG20220117183049_01.jpg

bunting-5320188_640.png

✨ আলো ছায়ায় মাজারের সৌন্দর্য ✨
IMG20220117181743_01.jpg
IMG20220117180735~2.jpg
IMG20220117182209_01.jpg
IMG20220117182216_01.jpg
IMG20220117182247_01.jpg
IMG20220117182312_01.jpg
ভেতরে প্রবেশ করার পর সত্যিই মন ভালো হয়ে গেলো। বাইরের চমৎকার আলোকছটা আমার ভেতরে কেমন যেন এটা পবিত্রতা আর শান্তির পরশ বুলিয়ে দিলো। ভেতরে কেমন যেন একটা নিস্তব্ধতা আর অনাবিল প্রশান্তি রয়েছে। লিমন আর আমি বেশ মন ভরে তা উপভোগ করলাম। মাজারের ভেতরটা পুরোটা দুজনে ঘুরে দেখলাম। মনটা সত্যিই ভালো হয়ে গেলো। আর কিছু মানুষ তাঁদের দোয়া পৌঁছে দিচ্ছেন দেখে আরো ভালো লাগলো।

bunting-5320188_640.png

✨ বিশাল পুকুরের সৌন্দর্য ✨
IMG20220117180919.jpg
IMG20220117180846.jpg
রঙিন আলোয় পুকুর পাড়সহ সব জায়গা একদমই রঙিন হয়ে উঠেছে। ভেতরে কেমন একটা প্রফুল্লতা অনুভব করলাম। পুকুর পাড়টা বেশ সুন্দর লাগলো।

bunting-5320188_640.png

✨ কিছু মানুষের জীবিকা ✨

IMG20220117180551_01~2.jpg
IMG20220117180610_01.jpg
পুরো মাজারকে কেন্দ্র করে বেশ কিছু মানুষের জীবিকা তৈরি হয়েছে। এখানে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী মানুষ এসে থাকে। কেউ কোন মান্নত আবার কেউ মানসিক প্রশান্তির জন্য আসে এখানে। সবার সাথে মোটামুটি শিশু বাচ্চা আসে। মূলত শিশুদের বেশ কিছু খেলনা এবং খাবারের দোকান বেশি দেখা যায় এখানে।

bunting-5320188_640.png

✨ মাজারের বিভিন্ন আচার অনুষ্ঠান ✨

IMG20220117182018_01.jpg

IMG20220117181029.jpg

IMG20220117181429.jpg

IMG20220117181439_01.jpg

মাজারের ভেতরে বেশ কিছু সেবক রয়েছেন,যারা বিভিন্ন আচার অনুষ্ঠান পরিচালনা করেন এবং মাজারের সবকিছু রক্ষনাবেক্ষন করেন। প্রতিবছর নির্দিষ্ট কিছু সময়ে এখানে ওরশ মাহফিল হয় এবং বড় ধরনের খাবারের আয়োজন করা হয়। অধিকাংশ ক্ষেত্রে বিত্তশালী গন বিশেষ আর্থিক সহায়তা করে থাকেন। এখানকার খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়ে থাকে।

bunting-5320188_640.png

বিশেষ মনকামনা (মান্নত)

IMG20220117181128.jpg

IMG20220117181116~2.jpg

মান্নত বলতে মনো কামনা বোঝানো হয়। আসলে অনেকের মনে অনেক ধরনের চাহিদা থেকে যায় সেই প্রেক্ষাপট থেকে এখানে মোমবাতি জ্বালিয়ে দেন। অনেকেই মনে করেন এটি করার মাধ্যমে মনের কামনা বাসনা পূর্ণতা পাবে। যাক সবার মনো কামনা পূর্ণ হোক।

bunting-5320188_640.png

মাজার ভ্রমনের পর বিদায় বেলায়
IMG20220117182506.jpg
বেশ প্রশান্তির কিছু সময় কাটানোর পর দুজনেই রওনা দিলাম বাড়ির পানে। ভীষণ চমৎকার কিছু সময় কাটালাম। মন সত্যিই ভালো হয়ে গেলো। আবার কোন একদিন হয়ত আবার আসবো।

bunting-5320188_640.png

বিঃদ্রঃ:- উক্ত ব্লগে কোন রকম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়নি এবং উস্কানিমূলক কোন বক্তব্য দেয়া হয়নি।
GIF-220119_184331.gif
এটি আমাদের ডিসকর্ড থেকে সংগৃহীত
ছবির বিবরণ

bunting-5320188_640.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

বিষয়বস্তুহযরত শাহ কবির (রহঃ) এর মাজার পরিদর্শন
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি
250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনাকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য এতো সুন্দর হযরত শাহ কবির (রহঃ) এর মাজার পরিদর্শন উপভোগ করতে পেরেছি। মাজারের চারদিকে আলো কি সুন্দর করে ঝলমল করছে। তবে ভাইয়া আমার কাছে একটা বিষয় অনেক বেশি খারাপ লেগেছে। সেই বিষয় টা হলো মাজারে মোমবাতি জ্বালিয়ে রেখেছে এইটা।

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ♥️
আসলে মোমবাতি জ্বালিয়ে মানুষ বিভিন্ন মনোকামনা পূরণের দোয়া করে।

টুইটার ছড়িয়ে দিচ্ছে 💫

Screenshot_2022-01-19-18-59-33-68_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

লিংক ❄️

এত সুন্দর আলোকিত ঝলমল একটি পোষ্ট যা সত্যি বলার কোনো ভাষা রাখে না❤️❤️। নিশ্চয় আলোক ঝলমলে সুন্দর জায়গাটা ঘোরাঘুরি করে আপনার মনটা একটু ভালো হয়েছে। সত্যি বলতে আপনার স্নেহ থেকে আমি অনেকটা বঞ্চিত হচ্ছি আপনাকে খুব মিস করছি স্যার।😞😞😭_

অনেক ধন্যবাদ তপু চমৎকার মন্তব্যের জন্য 🥀
তোমার প্রতি স্নেহের পরশ সবসময়ই রয়েছে ❣️
ভালো থাকো দোয়া সবসময়ই রয়েছে 🥀

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

এটি অনেক নামকরা মাজার। কিন্তু কখনো যাওয়া হয় নাই৷ আপনার পোস্টের মাধ্যমে তাও দেখার সৌভাগ্য হলো। যদি কখনো যাই আপনার তথ্যগুলো অনেক কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

জি ভাই একদিন চলে আসুন চমৎকার এই মাজারে।
দোয়া রইল আপনার জন্য 💌

হযরত শাহ কবির (রহঃ) এর মাজার পরিদর্শন করে অনেক ভালো লেগেছে স্যার আসলে এর আগে আমি কখনো যাইনি। আপনি বলেছিলেন যে আপনার মন খারাপ তাই আমি এই জায়গাটা চয়েস করি যে আপনাকে নিয়ে যাবো। বেশ অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার সুন্দর করে উপস্থাপনা করেছেন আবারও দেখে ভালো লাগলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি

অনেক ধন্যবাদ লিমন।
আমরা বেশ ভালোই উপভোগ করেছিলাম।
জায়গাটা সত্যিই দারুন ❤️

বাহ আমাদের দুইজন সুপার ডুপার ব্লগার যে একজন আরেকজনের ছাএ শিক্ষক তা তো জানতাম না🙂। মাজার প্রাঙ্গন টা রাতের বেলায় খুবই সুন্দর লাগছে। অসাধারণ ছিল। এবং আপনি দারুণভাবে সম্পূর্ণ ব্লগটা উপস্থাপন করেছেন ভাই।

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য 🥀
সত্যিই জায়গাটা বেশ সুন্দর।

খুব সুন্দর উপস্থাপনা ছিল ভাই আপনার সেই সাথে ফটোগ্রাফি গুলো দেখতেও বেশ দারুন লাগছিল। তবে একটি বিষয় কি আমি এসব মাজার টাজারে বিশ্বাসী নই।আর আজকাল মানুষ যে কি হয়েছে তা স্রষ্টাই জানে। স্রষ্টার কাছে না চেয়ে স্রষ্টার সৃষ্টির কাছে নাকি মানত করে কেমন হাস্যকর না ব্যাপারটি 🤪। যাই হোক এটি শুধুমাত্র আমার একান্ত ব্যাক্তিগত অভিমত ছিল 🙏

মন্তব্যের জন্য ধন্যবাদ ♥️

বাহ,জায়গাটি ভীষণ সুন্দর।আসলে ধর্মীয় স্থান গুলি খুবই সুন্দর ও পবিত্র হয়।আলোকসজ্জা খুবই সুন্দর ছিল, আশা করি ভাইয়া আপনার মন খারাপ ভালো হয়ে গেছে।শুভকামনা রইলো আপনাদের জন্য।

অনেক ধন্যবাদ দিদি 💚
জায়গাটা সত্যিই সুন্দর।
আমার মন বেশ‌ ভালোই হয়েছিল।

ভাইয়া,আপনার পোস্টটি দেখে এবং পড়ে খুবই ভালো লেগেছে। হরযত শাহ কবির (রহ:)মাজারের নাম শুনেছি কখনো যাওয়া সৌভাগ্য হয়নি।আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাইয়া, মাজারের ভিতরে গেলে আলাদা একটা মনের প্রশান্তি লাগে আর চারিদিকে পবিত্রতার একটা স্নিগ্ধ বাতাস বয়ে যায় সেটা সত্যিই অনেক ভালো লাগে। মাজার থাকার কারণে কিছু মানুষ জীবিকা নির্বাহ করে এই মাজারের উসিলায়। ভালো লেগেছে ভাইয়া পোস্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ রিতা আপু 💌
জায়গাটাতে গেলে কেমন মনে পবিত্রতা ছড়িয়ে যায়।
খুব ভালো থাকুন দোয়া রইল 🥀

ভাই আপনার পরিদর্শন স্থানটির ফটোগ্রাফি অনেক সুন্দর।তবে আপনার ফটোগ্রাফি আর উপস্থাপনা পড়ে আমারো একবার যেতে মন চাচ্ছে হযরত শাহ কবির মাজার পরিদর্শন করতে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।❤️❤️❤️❤️❤️

অনেক ধন্যবাদ ভাই ♥️
নিশ্চয়ই একবার আসবেন ভাই।

তোমার মাধ্যমে এই মাজার সম্পর্কে জানতে পারলাম বন্ধু। উপস্থাপনা ছিল এক কথায় অসাধারণ। রাতের আলোতে ছবিগুলো অনেক ভালো লাগতেছে দেখতে। ইচ্ছে করতেছে এখানে যেয়ে একবার ঘুরে আসব। শুভকামনা তোমার জন্য বন্ধু।

একবার এসো বন্ধু। জায়গাটা সত্যিই সুন্দর।