সমালোচনা করতে যোগ্যতা না লাগলেও, সমালোচিত হতে যোগ্যতা লাগে।
সমাজে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। কিছু মানুষ রয়েছে যারা সারাক্ষণ অন্যের পেছনে লেগেই থাকে এবং সমালোচনা করার মাধ্যমে আনন্দ লাভ করে। এরা নিজের চরকায় তেল না দিয়ে চেষ্টা করে অন্যের দিকে উঁকি ঝুঁকি মারতে। এই ধরনের লোকজন নিজেকে অনেক চালাক আর ওজনদার মানুষ মনে করে এবং সারাক্ষণ পরনিন্দায় ব্যাস্ত থাকে। বাস্তবতা হলো এদের অবস্থা অনেকটা খালি কলসির মতো, মানে বোঝাতে চাইলাম ভেতরে কিছু নেই তাই সোরগোল বেশি করে।
আমি তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি যারা অন্যের উন্নতি দেখে হিংসে করে। আমি তাদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলি যারা অন্যের সামান্য ভালো থাকা দেখতে পারেনা। আমি তাদের ভাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলি যারা নিজের ভাইদের এগিয়ে যাওয়া সহ্য করতে পারেনা।
প্রকৃতপক্ষে একজন সমালোচক বোকা, কথাটা এই কারনে বললাম সে সমালোচনা করার মাধ্যমে আরেকজন মানুষকে সঠিক পথে চলার জন্য সারাক্ষণ তার পিছু লেগে থাকে। আমার মনে হয় একজন সমালোচক যতটা না নিজের ভালো নিয়ে চিন্তা করে, তার থেকে অনেক বেশি অন্যের জন্য খারাপ চিন্তা করতে থাকে। এরা অন্যের ভুল করার অপেক্ষায় থাকে। মানে বোঝাতে চাইলাম সে নিজের থেকে অন্যকে নিয়ে বেশি ভাবে।
আরো একটা মজার ব্যাপার হলো আমাদের সমালোচক আছে বলেই কিন্তু আমরা সঠিক পথে চলার চেষ্টা করি। একটু কল্পনা করুন তো আপনার ভুল ধরার জন্য কেউ যদি না থাকতো তাহলে আপনি কি করতেন? নিশ্চয়ই নিজের যা খুশি তাই করতেন, হয়তো ভুল কাজকর্ম করে বসতেন। যাইহোক তার মানে হলো সমালোচক রয়েছে বলেই আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক রাস্তায় চলতে এবং ভুল কাজ না করতে।
তবে প্রিয় সমালোচকদের বলতে চাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা গর্হিত কাজ এবং এর শাস্তি খুব কঠিন। আর যারা কথায় কথায় অন্যের সমালোচনা করে তাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে। কারন এদের মুখে কখন কার সমালোচনা আসে বলা যায় না।
আরো একটা ব্যাপার হলো আমাদের ইতিবাচক মনোভাব পোষণ করা দরকার সবকিছুতে এবং কেউ অন্যায় কাজ করলে পেছনে সমালোচনা না করে সামনাসামনি ভুল ধরিয়ে দেয়া উচিত। একজন মানুষকে ভুল ধরিয়ে দিলে যেমন তার উপকার হয়, তেমনি করে সমাজ সুন্দরভাবে এগিয়ে যায়।
তাই আসুন আমরা সুস্থ জীবন যাপনের চেষ্টা করি এবং সুস্থ মানসিকতার পরিবেশ তৈরি করি।
প্রিয় সমালোচক, তোমায় ভালোবাসি
তুমি না থাকলে, ভালোর কবর রচি।
তুমি আছো তাই, চলি সদা সোজা পথে
ভালো মন্দ খুঁজি, সকাল বিকাল সাজে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া, সমালোচক না থাকলে কিন্তু আমরা জীবনটাকে এত সঠিকভাবে পরিচালনা করতে পারতাম না। হয়তো কখনো কখনো আমাদের ভুল হয়ে যায় সেটা নিয়ে মানুষ সমালোচনা করতে থাকে। তারা সমালোচনা করে বলে আমরা ভুলটাকে শুধরে নিয়ে আবার সঠিক পথে চলতে পারি। সমালোচককারীরা নিজের থেকে অন্যের চিন্তা আসলেই বেশি করে। দারুন একটি টপিক নিয়ে আজকের পোস্ট সাজিয়েছেন। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে মূল্যবান মন্তব্য করার জন্য। সমালোচককে আমি ভালোবাসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন ভাইয়া পিছনে সমালোচনা না করে সামনে করলে অনেক উপকার হয় কারণ নিজের ভুল,ত্রুটি গুলো তখন বোঝা যায় এবং সুধরে নেয়া যায়।সমালোচনাকরীদের জন্য মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং সংশোধন হতে পারে।বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুরুত্বপূর্ণ পোস্ট উপহার দিলেন আপনি। সমালোচক মানুষের ভুলগুলো ধরিয়ে দিয়ে নিজে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গর্হিত কাজে লিপ্ত হয়। সমালোচক এর শাস্তি খুব কঠিন। তাদের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারি। কিন্তু তারা যদি এ কথাগুলো সামনে বলতো নিজের ভুল,ত্রুটি গুলো খুব সহজেই আমরা বুঝতে পারতাম। যাইহোক চমৎকার পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সমালোচনাকারীদের প্রতি বেশ মনে কষ্ট আসে। পরে আমি আপনার মতোন সমালোচনাকারীকে ভালোবাসি কারণ তারা যদি সমালোচনা না করতো তাহলে কাজে ভুল ত্রুটি গুলো খুঁজে পেতাম না এবং কাজে সফল হতে পারতাম না। তাদের হাস্যকর কথাবার্তার জন্যই কাজে সফল হওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই।
আমিও সমালোচনাকারীকে ভালোবাসি।
এরা আছে বলেই সঠিক পথে চলতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রথম কথাটাই আমার দারুণ লেগেছে ভাই। সত্যি সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা থাকে। একদিক থেকে এই সমালোচক রা আমাদের বন্ধু হয়। একেবারে বিনামুল্যে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাদের সংশোধন করে দেয় হাহা। সুন্দর লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমালোচক সবসময়ই বোকা এরা বিনাপয়সায় আমাদের ভুল ধরিয়ে দেয়ার জন্য কামলা খাটে। আমি সমালোচিত হতে ভালোবাসি 😀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit