আপনি নিজেকে কতটুকু জানেন?
প্রশ্নটা হাস্যকর মনে হতে পারে 😄 যাইহোক একটু যদি খুলে বলি তাহলে হয়তো বুঝতে পারবেন, ব্যাপারটা কতটা গভীর।
আমরা সকালে ঘুম থেকে উঠে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো সারি, মাঝে মাঝে কি আপনি নতুন কিছু করছেন? না ঠিক এমনটা মনে হয়না, কারন আমরা নিজেদের অভ্যাসের বশবর্তী হয়ে ঠিক প্রতিদিনের ন্যায় কাজগুলো করি।
তবে নিজেকে হঠাৎ করেই অচেনা মনে হতে পারে, এটা ঘটে একমাত্র যখন আপনি এমন কোন কাজ করবেন যা আপনার মানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মানে ধরুন হঠাৎ করে আপনি কোন একটা অন্যায় কাজ করলেন যা আপনার করার কথা ছিল না। যাইহোক সেই সময়টাতে আপনি নিজেকে নিজেই অবিশ্বাস্য করতে শুরু করবেন। এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে তাহলে আপনি দিন দিন মানসিকভাবে অসুস্থ হতে থাকবেন। আর একটা সময় হয়তো নিজের উপর নিজেরই নিয়ন্ত্রণ হারাবেন।
আসলে আমাদের নিজের উপর নিজেরই নিয়ন্ত্রণ কম, আর ঠিক এই কারণেই মাঝে মাঝে ভুল পথে পা বাড়াই। আপনি ভুল পথ তখনই বেছে নেবেন যখন সঠিক পথ আপনার অচেনা।
যাইহোক নিজের উপর নিজের নিয়ন্ত্রন আনতে হলে আগে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানার সবথেকে সহজ উপায় হলো মানসিক দিকটা শান্ত রেখে নিজের সাথে নিজের বোঝাপড়া করা। আপনি যদি নিজেকে বোঝাতে পারেন, কেন দুনিয়াতে এসেছেন? আর কোন কোন কাজগুলো আপনাকে বহু মানুষের হৃদয়ে জায়গা করে দিতে পারে এবং জীবনের বিশুদ্ধতা কি জিনিস? এই সমস্ত ব্যাপারগুলো যদি নিজের সাথে নিজে সময় নিয়ে বোঝাপড়া করতে পারেন তাহলে দেখবেন আপনি ভুল পথে যেতে চাইলেও যেতে পারবেন না। একটা অদ্ভুত বাঁধা আপনাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনবেই।
আপনি যদি একবার নিজের ভালো দিকগুলো জানতে পারেন এবং সেগুলো নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলেই জীবনের বিশুদ্ধতা আর আনন্দ খুঁজে পাবেন। দেখুন মানুষকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন, আর নিজের প্রতি ভালোবাসা সবাইকে ভালোবাসতে উৎসাহ যোগাবে। মনে রাখবেন নিজেকে ভালোবাসতে পারাটাই জীবনের সবথেকে বড় প্রাপ্তি, যা আপনাকে এনে দেবে বেঁচে থাকার আনন্দ।
নিজেকে জানুন, নিজেকে সময় দিন, নিজেকেই ভালোবাসুন। আর এই ভালোবাসাই ছড়িয়ে যাবে শত মানুষের মাঝে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন ভাই। একটা সুন্দর শান্তিময় জীবন কাটাতে গেলে নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ণ। নিজের সাথে যায় না, এমন যে কোন কাজ প্রথম্বার করার ক্ষেত্রে কিন্তু মন থেকে একটা না ভাব আসে, সংকোচ আসে, সেটাকে ফলো করলেও নিজেকে কিছুটা জানা যায়। তবে সেটাকে ইগনোর করে ভুল পথ বেছে নিলে নিজের বিশুদ্ধতা থেকে দূরে সরে যাওয়া হবে ইচ্ছে করেই। সকলে সঠিক পথ চিনে সঠিক পথেই জীবন পরিচালনা করুক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপরের কথাগুলো একদমই ঠিক বলেছেন। নিজের প্রতি ভালোবাসা থাকা জরুরী। নিজের সাথে বোঝাপড়া ঠিক থাকে কাজ গুলো ঠিক ঠাক ভাবে করা যায়। আপনার চমৎকার পোস্ট পড়ে নিজের প্রতি ভালোবাসা বেড়ে গেলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। নিজের প্রতি ভরসা না রাখলে কোনো কাজই সঠিক হয় না। আসলে আমাদের নিজের উপর নিজেরই নিয়ন্ত্রণ কম। তাই আমরা কোন কাজের সফলতা পাই না এবং ভুল পথে পা বাড়াই। তাই নিজেকে ভালবাসতে হবে, নিজেকে সময় দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করার জন্য তৈরি করতে হবে। ভাই আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit