সত্যি বলতে বিবেক এখন আয়নার পেছনে চলে গেছে। মানেটা হচ্ছে আমরা পারিপার্শ্বিক অবস্থাকে আবেগ এবং স্বার্থের জালে মুড়িয়ে বিবেচনা করার চেষ্টা করি। তাছাড়াও বিবেক নামক জিনিসটার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে দিব্যি বুক ফুলিয়ে বিভিন্ন অপকর্মের মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছি। মানুষকে একেবারে তুচ্ছতাচ্ছিল্য করে কিংবা পায়ে পিষ্টে ফেলার পায়তারা করতে থাকি সবসময়ই।
বিবেক বলতে কি বোঝায়?
বিবেক বলতে বোঝায় পারিপার্শ্বিক বিভিন্ন কর্মকাণ্ড এবং পরিস্থিতি বিবেচনা করে নিজের ভেতর থেকে যে সিদ্ধান্ত উঠে আসে। পরবর্তীতে তার প্রয়োগ কিভাবে করা হচ্ছে এবং প্রতিক্রিয়া স্বরুপ নিজে সেটা কিভাবে গ্রহণ করছি।
এমন অনেক সময় আসে আমরা নিজেরাই নিজেকে চিনতে পারিনা, মানে রাগ , ক্ষোভ এবং স্বার্থান্বেষী চিন্তা চেতনা আমাদের বদলে দেয়। মাঝে মাঝে তো স্বার্থের স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজেকে ভীষণ সুখি মানুষ হিসেবে জাহির করতে বেশ ভালো লাগে। সবথেকে বড় কথা ঠিক পাশের মানুষটি আমাকে নিয়ে কি ভাবছে কিংবা সে কি আমায় আদৌ মানুষ হিসেবে মনে করে কিনা সেটা নিয়েও মাথা ব্যথা নেই। কারন সেটা চিন্তা করার মতো সময় কিংবা চিন্তা চেতনা এখন আর মনে আসে না। সত্যি বলতে চাই, চাই আরো চাই এমন একটা ভাব চলে এসেছে যেন এই সীমাহীন চাহিদা কিংবা খিদে পুরো পৃথিবী গিলে খেলেও মিটবে না। 😄
আসলে এধরনের মানুষের বিবেক বলতে কোন কিছু নেই এরা শুধুমাত্র স্বার্থের অদৃশ্য শেকলে বাঁধা। ভাবখানা এমন মনে হয় যেন শুধুমাত্র খারাপ কাজ আর মানুষের ক্ষতি করার জন্য সৃষ্টিকর্তা এদের পয়দা করেছে দুনিয়াতে। এই নামীদামী মানুষদের পরকালের চিন্তা নেই কারন এরা পৃথিবীকেই তাদের সুখের স্বর্গ বানিয়ে ফেলেছে।
হে মানুষ বিবেকের আয়নায় নিজেকে দাড় করিয়ে দেখো। পৃথিবীতে রিজিক লিখিত, হায়াত সীমিত এবং মৃত্যু অবধারিত।
দেখা যাবে যে তুমি তোমার ভুল বুঝতে বুঝতে হয়তো তোমার সময় ফুরিয়ে যাবে। তুমি ক্ষমা পাবে না সেই সমস্ত মানুষের কাছে যাদের সাথে তুমি অন্যায় করেছো, যাদের ক্ষতি করে তুমি সুখের সাগরে ভেসেছো। তার প্রতিটি নিঃশ্বাস হয়তো তুমি শুনতে পাওনা, তবে সৃষ্টিকর্তা হয়তো তোমার পাপের বোঝা লিখে রাখছে। দুনিয়ায় তুমি তোমার সম্পদের ঠেলায় হয়তো পার পেয়ে যাবে, তবে পরকাল কিন্তু কঠিন শাস্তি নিয়ে তোমার অপেক্ষায় রয়েছে।
তুমি তাকাও তোমার পাশের মানুষটির দিকে তোমার অত্যাচারে হয়তো তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি নিজেকে তার জায়গায় বসিয়ে দেখো তোমার আচরণ কতটুকু নিকৃষ্ট এবং অসহ্য। তুমি সুখে আছো, তাকে তিরষ্কার করছো তার অবস্থান নিয়ে। কিন্তু ভেবোনা সৃষ্টিকর্তা খেলা ঘুরিয়ে দিতে সময় নেন না।
বিবেকের আয়নায় নিজেকে দাড় করাও। প্রশ্ন করো নিজেকে কোনটা ভুল আর কোনটা সঠিক, তুমি উত্তর ঠিক পেয়ে যাবে। সময় খুব সীমিত নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করার, সময় সীমিত নিজেকে মানুষের মনে গেঁথে দেয়ার। হয়তো আজ তুমি জীবিত কিন্তু চোখ বন্ধ করলে দুনিয়ার মেকি আনন্দ বিলীন হবে পাপের প্রায়শ্চিত্তের কারনে। ভালো মানুষ হয়ে ওঠো আর জায়গা করে নাও শত মানুষের হৃদয়ে, যেখানে তোমায় স্মরন করে শান্তি অনুভব করবে কিছু মানুষ। হয়তো এটাই তোমার সারাজীবনের প্রাপ্তি।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1799870563365593341?t=hhmEDOJbXle8lnJMIAsShA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা জেনারেল রাইটিং গুলো ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে শিখেছি। উপরের কথা গুলো একদমই ঠিক বলেছেন। বর্তমান সময়ের মানুষদের ভিতরে বিবেক নামক জিনিসটা খুব কম। কারন হচ্ছে তারা নিজে সুখে থাকার জন্য সব কিছু করতে রাজি আছে। হোক সেটা অন্যের প্রতি অত্যাচার। এরা ভাবে নিজে ভালো থাকলেই ভালো। দুনিয়াটা খানিকের পরকালের কথা সব সময়ই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের পাপ কাজ গুলো কম হবে। সৃষ্টিকর্তা আমাদের কে ভালো হতে সময় দেন। তবে কিন্তু ছেড়ে দেন না। আমরা দুনিয়াতে যেমন কর্ম করবো ঠিক আখিরাতে তেমনি ফল পাবো ইনশাআল্লাহ। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করেছেন। আপনার বাস্তব মূখী পোস্ট গুলো খুবই ভালো লাগে। সব সময় আমাদের বিবেকের আয়নায় নিজেকে দেখতে হবে। যেহেতু আমাদের পৃথিবীতে রিজিক লিখিত, হায়াত সীমিত এবং মৃত্যু অবধারিত। তাই মানুষকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করা কিংবা পায়ে পিষ্টে ফেলার পায়তারা করা ঠিক নয়। সব সময় আমাদের পরকালের কথা চিন্তা করতে হবে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো, আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সবাই অনেক কিছুই শিখতে পারবে আপনার লেখা পোস্ট পড়ে। আসলে আমাদের সবারই উচিত বিবেক দিয়ে সবকিছু চিন্তা করা। বিবেকের আয়নায় নিজেকে দাড় করিয়ে নিজেকেই সব প্রশ্ন করা। আসলে মানুষ এখন বিবেকহীন। বিবেক দিয়ে কোন কিছু চিন্তা করে না নিজের স্বার্থটা নিজেই বুঝে। নিজের স্বার্থ পূরণের জন্য সবাই এখন সবকিছুই করতে পারে। আসলে মানুষকে কষ্ট দিয়ে নয় মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করা উচিত। আমরা যেন হাজারো বছর মানুষের হৃদয় থাকতে পারি এরকম কাজ করা উচিত।
এই কথাটা কিন্তু একেবারে সত্য এবং বাস্তব। আপনার লেখাটা আমার অসম্ভব ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর একটা টপিক নিয়ে আজকের পোস্টটা লিখেছেন দেখে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষের উচিত বিবেক দিয়ে সবকিছু চিন্তা করা। বিবেকের আয়নায় নিজেকে দাড় করিয়ে সব রকমের প্রশ্ন করা উচিত। বিবেক দিয়ে ভালোভাবে সবকিছু চিন্তা করলেই আমরা নিজেদের সেই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই পেয়ে যাবো। প্রত্যেকটা মানুষ স্বার্থের পিছনে বেশি ছুটে থাকে। তবে স্বার্থের পিছনে বেশি না ছুটে সবার সাথে একসাথে থাকা উচিত সবাইকে নিয়ে ভাবা উচিত। প্রত্যেকটা মানুষের মন জয় করা উচিত। তবেই আমরা সবার আপন হতে পারবো, আর সারা জীবন সবার মনে থেকে যেতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। বিবেকের আয়নার সামনে না দাঁড়ালে কখনও আমাদের ভুল ত্রুটি বুঝতে পারবোনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিবেকের আয়নায় নিজেকে দেখো টপিকটি ভীষণ ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন। সত্যি মানুষের যত আছে তত চায়।একদিন মৃত্যু অবধারিত এটা মানুষ ভুলে বসে থাকে।শুধু নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের কথা ও ভাবতে হবে।বিবেক দিয়ে কাজ করা সকলের উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit