এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভূরি ভূরি। || Money eater Eat Money.

in hive-129948 •  16 hours ago 
এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভূরি ভূরি।

ছবিটি কেনভা দিয়ে তৈরি

ইদানিং যার টাকা রয়েছে তার কেন জানি অর্থের উপর লিপ্সা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। মানে বোঝাতে চাইলাম যার টাকা আছে কেন যেন তার আরো চাই, এই চাহিদা যেন আর মিটবে না। ব্যাপারটা অনেকটা খেতে খেতে এতো পরিমাণ খাবে যে গলা পর্যন্ত ভর্তি হয়ে যাবে। অথচ চারিদিক অভাবের বিরান মরুভূমি হয়ে যাচ্ছে তবুও দেখার বিষয় না।

সৃষ্টিকর্তা চোখ কান আর বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন কিন্তু কতটুকু আমরা তার ব্যাবহার করি? একদমই না, নিজেদের শুধুমাত্র সম্পদ আর নিজের ভূরি বাড়ানোর খেলায় লাগিয়ে দিয়ে দিব্যি গোগ্রাসে সব গিলে চলেছি। উপর ওয়ালা বলেছেন মানুষকে সমান চোখে দেখো আর তাদের হক আদায় করো। আর আমরা চলেছি তেলা মাথায় তেল ঢালার নোংরা খেলার মাঝে। কথাটা হলো, যাকে দিয়ে দুই পয়সা বেশি আয় রোজগার তবে তাকে আরো একটু বেশি সুবিধা দিতেই হবে। আর কম রোজগেরে ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো না খেয়ে মরলেও কিচ্ছু যায় আসেনা।

কোথায় স্বর্গ কোথায় নরক, আমার টাকায় করবে হাসিল মহারথ। পরকাল নিয়ে মাথা ঘামানোর আর সময় নাই টাকার অংক আর ব্যাংক ব্যালেন্স নিয়েই আমাদের মহা ব্যাস্ততা। কতশত লোক রাখা হয়েছে শুধুমাত্র টাকার হিসেব কষার জন্য অথচ আমার পাপ পূণ্যের হিসাব ঠিক উপর ওয়ালা টুকে রেখ দিচ্ছেন। তিনিও কিন্তু একদিন সবকিছুর হিসেবে কড়ায় গন্ডায় বুঝে নেবেন।

রাতে ঘুমুতে গেলে টাকার বিছানায় শুয়ে আরো টাকার স্বপ্ন দেখে চলেছি, সকাল হলেই শুধু চিন্তা কিভাবে টাকা আজকে বেশি রোজগার করবো। কিন্তু একটাবার চিন্তা করিনা আমার আশেপাশে পাশের মানুষগুলো কেমন আছে। যারা একটু কম অর্থ সম্পদের মালিক কিংবা সুবিধাবঞ্চিত তাদের দিকে এখন আর দেখার সময় নেই, এখন শুধুমাত্র টাকা উপার্জন করার ধান্দায় মত্ত।

অবাক লাগে আরো একটা ব্যাপার যখন পরিবারের কেউ যদি হাতটা ধরে উপরে তুলে সাবলম্বী করে দেয়, সময়মতো সেই মানুষটাকে অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য করা হয় বিভিন্নভাবে। অথচ উচিত ছিল সেই মানুষটির কথা চিন্তা করে যতটুকু সম্ভব তাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। যাইহোক এই কথাগুলো হয়তো কিছু ধনকুবের মানুষকে নিয়ে লিখা, যারা হয়তো পয়সা হজম করতে করতে গলা পর্যন্ত ভর্তি করে ফেলেছে। তবে উপরে যিনি আছেন তিনিই সবচেয়ে বড় পরিকল্পনাকারী এবং বিচারক।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemMobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

এ সমাজে যার যত বেশী আছে সে যেনো আরো বেশী চায়।চাওয়ার যেনো কোন কমতি নেই।তবে আমাদের ভুলে গেলে চলবে না সবার কথা ভেবে চলা জরুরী। যার যত আছে তাকে স্মরণে রাখতে হবে পাশের মানুষটির কথা।চমৎকার কিছু অনুভূতি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আসলে আজ আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন তা সবগুলোই সঠিক। এই পৃথিবীতে যার যত আছে সে কিন্তু আরো তত বেশি চায়। আর যারা গরীব মানুষ তারা সারাজীবন গরিব থেকে যায়। আসলে এইসব লোভী ব্যক্তিরা কখনো ভালো হতে পারে না জীবনে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।