কেবা আপন আর কেবা পর |
---|
আপনি কি টাকা ওয়ালা অন্ধ লোক দেখেছেন?
হয়তো ভাবতে পারেন এটা আবার কেমন কথা? যাইহোক ব্যাপারগুলো একটু বুঝিয়ে বললে বুঝতে পারবেন। ধরুন আপনার ছোট্ট বেলার বন্ধু, যাকে ঠিক নেংটা কাল থেকে চেনেন। তার সাথে আপনার বেশ অন্তরঙ্গ সম্পর্ক এখনো রয়েছে। হঠাৎ কে দেখলেন সে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে, মানে বেশ পয়সার মালিক হয়ে গেছে। তখন একটু কাছে ঘেঁষার চেষ্টা করলেন, দেখলেন আপনার বন্ধুর আপনার প্রতি এখন আর আগের মতো ব্যাপারগুলো নেই। আর আপনাকে একটু একটু করে এড়িয়ে চলার চেষ্টা করছে। হুট করে একদিন দেখবেন কালো চশমা পরে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর আপনাকে দেখার সময় নেই। তখন বুঝবেন আপনার বন্ধু এখন টাকা ওয়ালা অন্ধ হয়ে গেছে।
একটা পরিবারে দু'টো ভাই একসাথে সুখে দুঃখে বড় হয়ে উঠেছে। এমন সময় ছিল যখন বড়টার কাপড় ছোট জন পরেছে। শুয়েছে এক খাটে, আর খেলাধুলা খুনসুটি সব একসাথে। এভাবেই বেড়ে ওঠা দুইভাই, লেখাপড়া শিখেছে কিন্তু বড়টা তেমন এগুতে পারেনি, আর ছোট্ট জন মহা বিদ্যান হয়ে এখন টাকা কামাই করে চলেছে দুই হাতে।
আজকে সেই ছোট ভাই টাকার পাহাড় করে ফেলেছে কারন সে টাকা বানানোর রাস্তা বুঝে গেছে। তবে এখন আর সেই গরিব ভাইয়ের খবর নেয়ার সময় তার নেই, কারন সে সময়কে টাকার অনুপাতে হিসেব করতে থাকে। অথচ তার আপন বড়ভাই তীব্র অর্থ কষ্টে ধুঁকে দিন পার করছে একটু ভাববার সময় নেই।
টাকা তার ছোট ভাইকে অন্ধ করে দিয়েছে, তার কাছে ভ্রাতৃত্বের ভালোবাসার চাইতে টাকা বড়। আর টাকার এতটাই মূল্য যে তার ভাইয়ের পেছনে খরচ করার ইচ্ছে নেই তার।
এরকম ঘটনাগুলো অহরহ ঘটে চলেছে আমাদের চারিদিকে।
এধরনের ঘটনা থেকে স্বভাবতই প্রশ্ন আসে তাহলে কি পৃথিবীতে টাকাই সব? আর পৃথিবীতে ভালোবাসা, স্নেহ, মমতার কি কোন দাম নেই? আসলে ব্যাপারগুলো এতটাই জটিল হয়ে উঠেছে, মাঝে মাঝে কি বলবো ভেবে পাইনা। তবে যখন দেখি টাকার কারনে ভাই ভাইকে দাম দেয় না, পিতা পুত্রকে দেখতে পারেনা আর মা তার সম্পদশালী সন্তানকেই বেশি আদর যত্ন করে তখন চিন্তা চেতনা পরিবর্তন হতে থাকে। মনে হয় যেন টাকা নতুন করে সমস্ত সম্পর্ক নতুনভাবে চেনাতে সাহায্য করছে।।।।।।।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
প্রমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1873801069740122188?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা মানুষ কে আপনজন থেকে দুরে রাখে। যদিও বর্তমান সময়ে টাকা ছাড়া চলা মুশকিল। তবে টাকাই সব কিছু নয়। যারা আজ টাকার কারনে অন্ধ হয়েছে। তারা ঠিক সময় মতো বুঝতে পারবে। সত্যি বলতে বর্তমান সময়ে বিশুদ্ধ ভালোবাসা পাওয়া কষ্টকর। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীতে টাকার প্রয়োজন রয়েছে। তবে টাকার কারনে সবাই অন্ধ হয়ে যায়, এটাই সমস্যা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন বাস্তবতা আমাদের চারিপাশে লক্ষ্য করা যায় ভাইয়া। মায়ের এক থালাই ভাত খেয়ে বড় হওয়া ভাইরা একদিন টাকার কারণে স্বার্থপর হয়ে ওঠে। ঠিক আপনার আজকের এই লেখার মধ্যে সেটাই লক্ষ্য করে দেখলাম। বাস্তবতাকে কেন্দ্র করে সুন্দরভাবে পোস্ট উপস্থাপন করেছেন। তবে এই টাকা একদিন তাকেও ধোকা দিবে এটা সত্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীটা স্বার্থপর মানুষে ভরে গেছে, ভাই ভাইকে এখন আর চেনে না। কিয়ামতের আলামত দিনদিনই প্রকাশ পাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী পোস্ট আজকে আপনি উপহার দিলেন। টাকা মানুষকে অন্ধ করে দেয়, কাছের বন্ধুত্ব দেখেও না দেখার ভান করে। টাকার গুরুত্ব রয়েছে, কিন্তু টাকার জন্য অন্ধ হয়ে যাওয়া মানুষগুলো একসময় বড় মুসিবতে পড়ে যায়। যাইহোক ভাই আপনার এই ধরনের পোস্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit