আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে। || My exceptional photography.

in hive-129948 •  2 years ago  (edited)
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

শুভ সকাল #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। শুক্রবার দিনটি চেষ্টা করি কিছু ভিন্নধর্মী ছবি উপহার দিতে। আজ কিছু ভিন্নধর্মী ছবি উপহার দেবো, যা সচরাচর আপনারা দেখে থাকেন। ছবিগুলো বিভিন্ন সময়ে সংগ্রহ করেছি, আপনারা হয়তো অনেকেই জানেন ছবি তোলা আমার কাছে নেশার মতো ব্যাপার।

উপরের ছবিটিতে একটি মাফিন কেক দেখতে পাচ্ছেন। আমার বাসায় চেষ্টা করি সবসময়ই কিছু কেক রাখার কারন বাচ্চাদের এটা ভীষণ প্রিয়। আমি ছবিটি সাইড এনগেল থেকে তোলার চেষ্টা করেছি। আসলে কেকটির উপর কাগজটি একটি বিশেষ কায়দায় মোড়ানো থাকে যা সত্যিই দেখতে ভালো লাগে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

আপেলের ছবিটি সাইড এনগেল এবং টপ এনগেল থেকে তোলার চেষ্টা করেছি। ভীষণ পুষ্টিকর এই ফলটি খেতে পারলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পায়। আপেল কিন্তু দেখতেও বেশ সুন্দর। মাঝে মাঝে আপেল দেখলে নিউটনের কথা মনে পড়ে যায়। সেদিন আপেলটা গাছ থেকে পরেছিল বিধায় নিউটনের সূত্র আবিষ্কার হয়েছিল। তাহলে বুঝুন এই আপেল কতটা মহত্বপূর্ন।

বার্গার বেচারাকে দেখলে মনে হয় মুখ ভেংচি দিয়ে বসে আছে। ভালো করে খেয়াল করলে দেখবেন শসা দিয়ে চোখের মতো তৈরি হয়েছে এবং মাঝে কেটে মাংসের পেটির অংশটা চিহ্বার আকৃতি নিয়েছে। যারা ফাস্টফুড খেতে পছন্দ করে তাদের কাছে এটা অমৃত স্বাদের খাবার।

শীতের ভাপা পিঠা, খুব কাছে থেকে ছবিটি তোলা হয়েছে। একদিন সন্ধ্যায় মোড়ের পিঠার দোকান থেকে বেশ কিছু পিঠা কিনেছিলাম। পিঠাগুলোকে দেখতেই ভীষণ লোভনীয় দেখাচ্ছে আর খেতে তো অতুলনীয় স্বাদের ছিল।

মাছের পেটির ছবি তুলতে চেষ্টা করেছি। মাছের পেটি খেতে ভীষণ পছন্দ করি আমি। মাঝে মাঝে এই পেটি দিয়ে ভিন্নধর্মী রেসিপি তৈরি করা যায়।

ভাল্লুক বেচারা ভালোবাসা নিয়ে বসে আছে। আমার মেয়ে ইলমা ভীষণ পছন্দ করে এই ভাল্লুকটি। হঠাৎ করে তার দিকে তাকালে মনে হয় সত্যিই সে ভালোবাসা নিবেদন করছে।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। জানিনা আমার ভিন্নধর্মী ছবিগুলো আপনাদের কেমন লেগেছে তবে সত্যিই চেষ্টা করেছি গুছিয়ে উপস্থাপন করার। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এরকম মাফিনগুলো আমার বাসাতেও এনে রাখতে হয়। ঠিকই বলেছেন ভাইয়া বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে। তাছাড়া সময় অসময়ে খাবার বায়না করলে এগুলো দেয়া যায়। বার্গারটিও খুব সুন্দর ভাবে ডেকরেশন করা। আসলেই উপরের শসা দুটিকে চোখ এবং মাংসের পেটিটাকে জিহ্বার মত লাগছে। আপনার সবগুলো ফটোগ্রাফি আনকমন হয়েছে। ভালো লাগলো দেখে।

অনেক ধন্যবাদ আপু।
বাসায় আর কিছু থাকুক বা না থাকুক মাফিন কেক থাকতেই হয় বাচ্চাদের জন্য।
চেষ্টা করেছি ভিন্নধর্মী কিছু ছবি উপহার দিতে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

সত্যি বলতে আপনার এধরনের ভিন্ন ধর্মী আয়োজন পোস্ট গুলো দেখলে মুগ্ধ হয়ে যাই। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। কেক বার্গার আপেল আর ভাল্লুক বেচারা ভালোবাসা নিয়ে বসে থাকার ছবি গুলো দেখতে অসাধারন লাগতেছে। চমৎকার পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

ধন্যবাদ লিমন সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

Posted using SteemPro Mobile

তাই তো দেখছি এতো দেখি ভিন্ন ধরনের আলোক চিত্র।ফল, ফাস্টফুড মাছ আর টডি বিয়ার দিয়ে আজ শুক্রবারের ভিন্ন ধরনের আলোকচিত্র আপনি সাজিয়েছেন। আপনি এমনই একটু ভিন্ন ধরনের পোস্ট করে থাকেন । যা দেখে আমরা মুগ্ধ হই। আপনার আজকের ফটোগ্রাফিও কিন্তু ভিন্ন রকমের ভাইয়া। শুভ কামনা রইল আপনার প্রতি।

অনেক ধন্যবাদ আপু।
আমার ছবিগুলো আপনাকে মুগ্ধ করেছে জেনে ভীষণ খুশি হলাম।
দোয়া রইল আপু।

Posted using SteemPro Mobile

ফটোগ্রাফি এমন একটি জিনিস যা বাস্তবতাকে এমন সূক্ষ্মভাবে আলিঙ্গন করে যে এটি আসলে একটি বাস্তবতার চেয়ে বেশি কিছু হয়ে ওঠে।বাস্তবতার চেয়েও বেশি কিছু হয়েছে তা আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।সাধারণ কিছু খাবারে জিনিস গুলোকে আপনি আপনার ফটোগ্রাফিতে এতটাই অসাধারণ করে তুলেছেন তা বলে শেষ করার মতো নয়।সবগুলো ফটোগ্রাফি চমৎকার লেগেছে আমার কাছে। অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

অনেক ধন্যবাদ আপু।
আমার ছবিগুলো হৃদয় দিয়ে উপভোগ করেছেন তাই সবকিছু সুন্দর হয়ে উঠেছে।

Posted using SteemPro Mobile

আপনি বেশিরভাগ সময় ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি নিয়ে হাজির হন। আর ফটোগ্রাফি গুলোর মাধ্যমে খুব সুন্দর কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরেন। যেমনটা সর্বশেষ ভাল্লুকের ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। প্রথমে যে কেউ দেখলে এটি কে একটি সাধারন পুতুল ভাববে। তবে আপনি ভাল্লুকের ভালোবাসা নিবেদনের জিনিসটা তুলে ধরেছেন। অন্যান্য ফটোগ্রাফি গুলোও কিন্তু বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার।
চেষ্টা করেছি ছবিগুলো ভিন্নভাবে উপস্থাপন করার।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। যেকোন জিনিস আপনি যদি ভিন্ন চোখে দেখে চমৎকার উপস্থাপনা করতে পারেন তাহলে সেটা অসাধারণ হয়ে ওঠে।

Posted using SteemPro Mobile

image.png

ভাই আমি প্রাণ কোম্পানির ডিলার শিপের ব্যবসা করার কারণে এই মাফিন কেকটি আমার গ্রুপেই রয়েছে। যার কারনে আমার ছেলে মেয়েও প্রতিদিনই এই কেকটি খায়। ওই যে কথায় বলে না লাভের ধন টিয়া খায় সেরকম আর কি। ব্যবসার জন্য আনা হলেও ছেলে মেয়ে তা কখনোই বোঝার চেষ্টা করে না। যাইহোক ভাই, আপনার তোলা আলোকচিত্রগুলো আমার খুবই ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনি তো দেখতেছি ভিন্ন রকম আলেকচিত্র ফটোগ্রাফি করেছেন। আপনি যে সব ফটোগ্রাফি করেছেন সেগুলো দেখে সত্যিই আমার খেতে মন চাইতেছে। বিশেষ করে বার্গার দেখে আমার জিভে জল এসে গেল খাওয়ার জন্য। এই ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে করেছেন। আপনার ভিন্ন রকম আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
বার্গার অনেকের কাছে লোভনীয় খাবার।

Posted using SteemPro Mobile

আরে বাহ আপনি তো খুব সুন্দর করে ভিন্ন রকম কিছু আলোকচিত্র ফটোগ্রাফি করেছেন। এ ধরনের আলোকচিত্র গুলো দেখতে অনেক ভালই লাগে। তবে আপনি কিছু মজার খাবার এর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে কেক এবং বার্গার দেখে আমার খেতে ইচ্ছে করতেছে। আর আপনার মেয়ের এলমার পছন্দের ভাল্লুক দেখে অনেক ভালোই লাগলো। অনেক সুন্দর করে আলোকচিত্র গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

সত্যিই ভাইয়া ভিন্নধর্মী ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগলো। আর আপনার বর্ননা পড়ে আরো বেশী ভালো লাগলো। 😃আপনি ঠিক বলেছেন ভাল্লুকটির দিকে তাকালে মনেই হয় ভালোবাসা নিয়ে তাকিয়ে আছে।খুব ভালো লেগেছে ফটোগ্রাফিগুলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Heres a free vote on behalf of @se-witness.

বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে প্রথম কেকের ফটোগ্রাফি দারুন লেগেছে। খুবই দক্ষতার সাথে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপেলের ফটোগ্রাফি কিন্তু আমার কাছে দারুন লেগেছে।

অনেক ধন্যবাদ আপু আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
চেষ্টা করেছি সর্বোচ্চ প্রচেষ্টা কাজে লাগাতে।

ভাইয়া প্রথম দেখায় একটি মাফিন কেক দেখতে পেলাম। তবে এটা যে কেক সেটা প্রথমে বুঝতে পারি নাই। পরে ভাল ভাবে খেয়াল করার পরে বোধগম্য হয়েছে। ধন্যবাদ ভাইয়া।