বিশ্বাস শব্দটা খুব ছোট্ট। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বহু বিষয়, যা হয়তো কোন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, অথবা ঠেলে দিতে পারে মৃত্যুর দুয়ারে।
বিশ্বাস হলো সেই অমূল্য সম্পদ যার উপর ভর করে কাটিয়ে দেয়া যায় হাসি আর আনন্দে যুগের পর যুগ, আবার সেই বিশ্বাস ভাংলে হয়তো একটা দিন হয়ে উঠবে বিভীষিকাময় নরক।
রক্তের সম্পর্কের চেয়েও বড় বিষয় হলো বিশ্বাস যা প্রতিনিয়ত চেনা কিংবা অচেনা মানুষকে করতেই হয়। মাঝে মাঝে তো এমন পরিস্থিতিতে পরতে হয় যেখানে নিজের জীবনের দায়িত্বও অন্যের হাতে তুলে দিতে হয়, হঠাৎ বিশ্বাসের মারফতে।
বিশ্বাস করার গুরুত্ব যদি আলোচনা করতে যাই হয়তো শব্দ লিখে কুলিয়ে উঠতে পারবো না। বরং এটা নিয়ে আলোচনা করতে পারি বিশ্বাস না করে কি করবো। আসলে প্রতিনিয়ত আমাদের বিশ্বাসের উপর ভর করে একটু একটু করে এগিয়ে যেতে হয়, এটা ছাড়া বিকল্প কোন উপায় নেই।
ধরুন আপনি একটি কোম্পানির মালিক আপনাকে আপনার ম্যানেজার এবং কর্মচারীদের উপর বিশ্বাস করতেই হবে। এটা ছাড়া সেই মালিকের উপায় নেই, এমনকি কোম্পানির লাভ এবং লস সবকিছু তাদের উপর নির্ভর করে।
আবার হোটেলে খেতে বসেছেন আপনাকে তাদের উপর বিশ্বাস করে খাবারটি গলাধঃকরণ করতে হবে। যদি পরদিন পেটে অসুখ করে তাহলে ধরে নিতে হবে তাদের খাবার আপনার পেট সহ্য করতে পারেনি এটা আপনার সমস্যা।
আবার হঠাৎ বাসে চেপে বসলাম, একটু পরে খেয়াল করলেন অল্প বয়সী হেল্পার গাড়ির দায়িত্ব আর আপনার জীবনের দায়িত্ব তার কাঁধে নিয়েছে। তখন কি করবেন? অন্তত চলতি বাস থেকে তো আর লাফ দেয়া যাবেনা। ধৈর্য্য ধরে উপর ওয়ালার নাম স্মরণ করতে হবে এগিয়ে যেতে হবে, বেঁচে ফিরলে বোনাস লাইফ উপহার পেলেন।
তাছাড়াও আরো কিছু উদাহরণ যদি দেই তাহলে ব্যাপারটা হয়তো আরো ভালো লাগতো পড়তে। যাইহোক ওদিকে না গিয়ে চলুন প্রসংঙ্গটা বদলাই।
মানুষ সবথেকে বেশি কখন কষ্ট পায় জানেন?
যখন বুঝতে পারে তার কাছের মানুষ তাকে ঠকাচ্ছে আর তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। তখন মানুষটা ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। সে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারে না।
আচ্ছা বলুনতো এখানে ভুল কার ছিল? যে বিশ্বাস করেছে তার নাকি যে বিশ্বাস ভেঙ্গে দিল?
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমরা কাছের মানুষ গুলোকে ভীষণ ভালোবাসি। দিনশেষে যখন তারা বিশ্বাস ভাঙ্গে এত বেশি খারাপ লাগে আশাকরি সেটা আপনি বুঝতে পেরেছেন। যে বিশ্বাস ভেঙ্গে দিলো সে ভীষণ ভুল করেছে। সর্বোপরি আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন। আপনার লেখা গুলো থেকে অনেক কিছু বুঝতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন অন্যরা আমাদের বিশ্বাস ভেঙে দেয় তখন খুব একটা কষ্ট হয় না। কিন্তু যখন একেবারে নিজের কাছের মানুষ বিশ্বাস ভেঙে দেয় তখন বেশ কষ্ট হয় বিশ্বাস করতে। মনে হয় এমনটা না হলেও পারত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক তাই।
যখন কাছের মানুষ বিশ্বাস ভেঙ্গে দেয় তখন মেনে নেয়া কঠিন। কি আর করা নিয়তি হয়তো এভাবেই লিখা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে অর্থ থাকলে আপনি এই পৃথিবীর যেকোনো কিছু ক্রয় করতে পারেন। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যা কখনো অর্থ দিয়ে কেনা করা যায় না। তাইতো আমরা কখনো কোন কিছুর বিনিময়ে আমাদের বিশ্বাসকে ভঙ্গ করবো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা মানুষকে কিন্তু তার কাছের মানুষগুলো এই সব থেকে বেশি কষ্ট দিয়ে থাকে। যখন নিজের আপন জন ঠকায়, তখন অনেক বেশি কষ্ট হয়। যে কষ্ট আর কোনো কিছুতে নেই। বর্তমানে তো মানুষ কাউকেই বিশ্বাস করতে চায় না কোনো কিছুতে। কারণ প্রতিটা পদে পদে এখন মানুষ ঠকিয়ে বেড়াচ্ছে অন্যদের। বিশ্বাসের মর্যাদা এখন খুব কম মানুষে রাখতে পারে। বিশ্বাস নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। পড়ে ভালো লাগলো। উদাহরণ গুলো অনেক সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
মানুষকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্বাস নিয়ে অনেক সুন্দর লেখা লিখেছেন। আসলে বিশ্বাস শব্দটা খুব ছোট, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। আসলে একটা মানুষকে ঠকিয়ে আমরা কখনো বড় কিছু অর্জন করতে পারবোনা। একটা মানুষের মধ্যে বিশ্বাস থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বাসের মাঝেই মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু এখন মানুষ সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্তের সম্পর্ক চেয়ে বড় সম্পর্ক হচ্ছে বিশ্বাস। তবে আপনি চলার পথে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক কোম্পানির লোক কাউকে বিশ্বাস করে। হয়তোবা বিশ্বাস অনেকে রাখতে পারে আবার অনেকে রাখতে পারেনা। আর যখন একটি লোক আপনার বিশ্বাস নষ্ট করতেছে তখন নিজের কাছে খারাপ লাগে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে বিশ্বাস ভেঙ্গে দিল তার ভুল অবশ্যই। দুনিয়াতে বেঁচে থাকতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। কিন্তু একজন যদি দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বাস ভেঙে দেয় তার ভুল অবশ্যই। সামান্য দিনের দুনিয়ায় মানুষের মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। মানুষের মন জয় করে চলাটাই মুখ্য বিষয়। চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit