অহংকার পতনের মূল।|| Pride is the root of downfall.

in hive-129948 •  6 hours ago 
অহংকার পতনের মূল

Beige Scrapbook Project Presentation_20250122_221903_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

মানুষ বড় আজব জিনিস। এই দেখবেন ভালো আবার হুট করেই ভাব ভঙ্গিমা বদলে যায়। আবার কিছু কিছু মানুষের বদলে যাওয়াটা একবারেই মেনে নেয়া যায় না। যাইহোক আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি তা হলো অহংকার পতনের মূল।

বাস্তব জীবনে প্রতিনিয়ত আমাদের মানুষজনের সাথে মিলেমিশে চলতে হয়। এই চলার পথে কিছু মানুষ আমাদের বন্ধুর মতো হয়ে যায় এবং তাদের নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আবার কিছু কিছু মানুষ এমন থাকে যারা স্বার্থপরতার পরিচয় দেয় এমনকি অহংকারী মনোভাব পোষণ করে। ধরুন একটি প্রতিষ্ঠানে আপনি কাজ করেন, হুট করে দেখবেন একজন মানুষ খুব ভাব নিয়ে চলাফেরা করছে। আপনাকে বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এধরনের মানুষগুলোকে অহংকারী বলা যায়। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা যাবে এরা যতটুকু ভাব নেয় বাস্তবে এদের তেমন কিছুই নেই।

আবার কিছু মানুষ আছে হুট করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। এদের অহংকারে মাটিতে পা পরতেই চায় না, অন্য মানুষদের মনে করে বানের জলে ভেসে এসেছে। যাইহোক এধরনের আঙ্গুল ফুলে যারা কলাগাছ হয়ে যায় এদের যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, কারন এরা তখন আর সাধারণ অবস্থায় থাকে না। এদের থেকে ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকে।

অহংকারী মানুষ সাময়িক সুখি বোধ করলেও এরা এক সময় না একসময় ধ্বংসের দিকে চলে যায়। অহংকার এমন পর্যায়ে চলে যায় যে সুখের সাগরে ভাসতে থাকে। তবে এদের ডুবে যেতেও সময় লাগে না, কারন এরা দিনদিনই ভারসাম্যহীন হয়ে পরে। আর মানুষের অভিশাপ এবং বদ দোয়া এদের এমনভাবে লেগে যায়, পরিনতি হয় ভীষণ খারাপ।

তাই যতটা সম্ভব এই সমস্ত অহংকারী মানুষ থেকে দূরে থাকতে হবে এবং এদের জন্য দোয়া করতে হবে সৃষ্টিকর্তা যেন এদের হেদায়েত দান করেন।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Screenshot_2025-01-22-23-13-33-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-22-23-11-22-76_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2025-01-22-23-10-01-37_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

image.png