সাল: ৮৮৬৬ ইং
সময়: রাত ৮ টা
সায়েন্টিস্ট মিসানো খুব মনোযোগ দিয়ে তার সুপার কম্পিউটারটির দিকে তাকিয়ে রয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রিত এই রুমটির মধ্যেও তিনি ঘেমে চলেছেন। আসলে ঠিক কতটা মানসিক চাপের মধ্যে থাকলে এই মানুষটি এই পরিস্থিতির মধ্যে থাকতে পারে তা সবাই উপলব্ধি করতে পারছে। হঠাৎ করেই তার সুপার কম্পিউটারে সবুজ একটি সংকেত ভেসে আসছে। মিসানো লাফ দিয়ে উঠে সবাইকে বললেন তোমরা তৈরি হও ফ্লায়িং সসার আগামী ১৫ মিনিটের মধ্যে ১০০ কিলোমিটার দূরে লাইভ কোডের মাধ্যমে একজন মানুষকে উঠিয়ে নেয়ার জন্য আসবে। আর সেখানেই তোমরা তাদের উপর মরণ কামড় বসাবে।
মিসলেনিয়াস এবং রবিনসনের দশজনের একটি দল দুটি ফ্লাইং সসারের মধ্যে উঠে বসলো। সায়েন্টিস্ট মিসানো এদেরকে সঠিক লোকেশন দিয়ে দিয়েছে এবার তারা সময়মতো সেখানে উপস্থিত হয়ে চরম আক্রমণ করবে। দশজনের এই চৌকস দলটির প্রত্যেককেই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিয়েছে এই গোপন আস্তানায়। রবিনসন বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে বসে রয়েছেন বন্ধু মিসলেনিয়াস তাকে ডাক দিয়ে পিঠ চাপরে সান্ত্বনা দিলো এবং বলল বন্ধু তোমার রাগটাকে শক্তিতে পরিণত করতে হবে। এই দুষ্ট এলিয়ানদের উচিত শিক্ষা দিতে হবে, আমি সর্বক্ষণ তোমার পাশেই রয়েছি।
ওরা সময়ের আরো কয়েক মিনিট আগে সঠিক অবস্থানে আসতে সক্ষম হয়েছে এবার অস্ত্র-শস্ত্র নিয়ে যে যার মত অবস্থান নিয়েছে। এবার শুধু অপেক্ষার পালা ফ্লাইং সসার আসা মাত্রই তারা আক্রমণ চালাবে। ঠিক ১০ মিনিটের মাথায় আকাশ আলো করে একটি ফ্লাইং সসার মাটির ঠিক কাছাকাছি নেমে এসেছে সাথে সাথে মিসলেনিয়াস সবাইকে আক্রমণ করার জন্য ইশারা করলো। একযোগে সবাই সবার অবস্থান থেকে ফ্লায়িং সসার লক্ষ্য করে গুলি চালাতে থাকে। অপরদিকে ফ্লায়িং সসারে থাকা এলিয়ান ক্যাপ্টেন সেও তার ফ্লাইং সসার থেকে গুলি বর্ষণ করতে থাকে। তুমুল একটা যুদ্ধ চলছে ফ্লায়িং সসারে থাকা এলিয়েন এবং কিছু মানুষের মাঝে। হঠাৎ করে ফ্লাইং সসার থেকে ছুটে আসা একটি অত্যাধুনিক বোমা মিসলেনিয়াস কে ঝাঁঝড়া করে দেয়।
বন্ধু মিসলেনিয়াসের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে রবিনসন চিৎকার করতে থাকে এবং শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্লাইং সসারের দিকে গুলি বর্ষন করতে থাকে। রবিনসনের ছোড়া একটি গুলি এলিয়ান ক্যাপ্টেন এর মাথায় গিয়ে আঘাত হানে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লায়িং সসারটি মাটিতে ভূপাতিত হয়ে ধ্বংস হয়ে যায়। রবিনসন ছুটে যায় তার বন্ধু মিসলেনিয়াস এর কাছে কিন্তু ততক্ষণে মিসলেনিয়াস প্রাণ ত্যাগ করেছে। রবিনসনরা সেখান থেকে মিসলেনিয়াসের লাশ নিয়ে তাদের গোপন আস্তানার দিকে দ্রুত চলে আসে, কারণ তারা জানে সেখানে এলিয়েনদের বড় কোন একটি ফ্লায়িং সসার কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে।
সাইন্টিস্ট মিশানোর আস্তানায় আসার পর সবাই মিসলেনিয়াসের লাশ দেখে শোকাহত হয়ে পড়ে। কিন্তু সাইন্টিস্ট মিশানো সবাইকে শান্ত করেন এবং এই শোকটাকে শক্তিতে রূপান্তরিত করার জন্য সবার কাছে অনুরোধ জানান। রবিনসন উঠে দাঁড়িয়ে সবার কাছে শপথ করেন তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ সে অবশ্যই নেবে এবং এই পৃথিবী থেকে এই এলিয়েনদের অস্তিত্ব সে ধুলোয় মিশিয়ে দেবে।
এবার সবাই চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সাইন্টিস্ট মিশানো আরো একটি অত্যাধুনিক অস্ত্র তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার চূড়ান্তভাবে এলিয়ান সেনাপতি টেলিডাগার সাথে সে যুদ্ধ করবে।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Heres a free vote on behalf of @se-witness.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit