হঠাৎ অসুস্থতা। || Sudden illness.

in hive-129948 •  26 days ago 
হঠাৎ অসুস্থতা

হঠাৎ অসুস্থতা_20241208_194615_0000.jpg

সংগ্রহশালা

শীতকাল শুরু হয়েছে, আসলে শীত আমার প্রিয় ঋতু। তবে প্রতিবার শীত এলেই কোন না কোন ভাবে আমি অসুস্থ হয়ে যাই। আমার অসুস্থতার মধ্যে জ্বর, সর্দিকাশি এবং গলাব্যথা। আমি ঠান্ডা বেশি সহ্য করতে পারিনা তাই সর্বোচ্চ চেষ্টা করি কোন মতেই যাতে ঠান্ডা না লাগে। কিন্তু প্রতিবারই ছোট্ট ভুল করলেই শুরু হয়ে যায় অসুস্থতা।

গতকাল থেকে জ্বর, মাথাব্যথা এবং কাশি শুরু হয়েছে। ঘটনাটা হলো গত পরশুদিন সকালে অফিসের কাজে বেরিয়েছিলাম। তখন শরীরে তেমন মোটা কাপড় ছিল না। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়তো ফিরে আসবো। কিন্তু দূর ভাগ্যক্রমে হঠাৎ করেই কাজের চাপ বাড়তে থাকে, বুঝতে পারলাম আজকে আর বাসায় ফেরা হবেনা তাড়াতাড়ি। দুপুরের খাবার বাইরেই খেতে হলো, সেটাও সমস্যা না। কিন্তু বিকেলের দিকে খবর এলো গ্রীন টেক্সটাইল নামক একটা জায়গায় কাজে যেতে হবে। জায়গাটা শহর থেকে অনেক ভেতরে, চারিদিকে জঙ্গলে ভরা। সবথেকে বড় ব্যাপার ওদিকটায় ভীষণ ঠান্ডা, আমি জানি ওখানে শীতকালে যাওয়া আমার জন্য বিপদের। আর আমার কাছে তেমন গরম কাপড় নেই, কিচ্ছু করার ছিলনা আমার। আমি অনেকটাই বিপদে পড়ে সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করলাম কিন্তু আসার পথে আমার ভীষণ ঠান্ডা লাগছিলো। ব্যাগ হাতরিয়ে একটা টুপি আর একটা মাস্ক পেলাম, এগুলো দিয়ে যতটা সম্ভব চেষ্টা করছিলাম নিজেকে উষ্ণ রাখার কিন্তু তবুও বেশ ঠান্ডা লেগেছে। বাসায় ফিরলাম রাত নয়টার সময় আর ঠান্ডায় কুপোকাত অবস্থা আমার।

খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গরম কাপড় পরিধান করলাম। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়েছে বোঝাই যাচ্ছিল। রাতে স্টিমিটের কাজ শেষ করতে অনেক রাত হয়ে গেছে, ততক্ষণে হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। যাইহোক খুব চেষ্টা করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার সময় মাথা ব্যথা এবং শরীর সামান্য গরম ছিল। কি আর করা অফিসের কাজে বেরিয়ে পরলাম। দুপুরের দিকে জ্বর এসে গেছে পুরোদমে, কলিগদের জানালাম, শরীরের অবস্থা ভালো না। আমার সহকর্মীরা আমাকে বিশ্রাম নিতে বললেন। বাসায় ফিরে তাড়াতাড়ি দুপুরের খাবার খেয়ে ঔষধ খেলাম এবং শুয়ে পড়লাম। রাতে সর্দি কাশি এবং জ্বর সব একসাথে শুরু হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি।
আজকে আর বাসা থেকে বের হতে পারলাম না কারন জ্বর এখনো কমেনি।

যাইহোক মূল ব্যাপারটা হলো শীতকালে আমাদের খুব সতর্কতার সাথে থাকতে হবে এবং গরম কাপড় পরিধান করতে হবে। একটু ঠান্ডা লেগে গেলে হয়তো আপনিও অসুস্থ হতে পারেন। যাইহোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুশ প্রমোশন।

Screenshot_2024-12-08-21-56-47-27_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-08-21-56-04-39_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-08-21-54-10-73_6604d2525654b46e33aa2968a0a78870.jpgScreenshot_2024-12-08-21-48-10-66_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

এখন আবহাওয়া পরিবর্তন হওয়ার সময় এই জন্য মানুষের সর্দি কাশি জ্বর লেগে রয়েছে। যাই হোক আপনি আরো সজাগ ও সচেতন থাকবেন যেহেতু বাইরে চলাচল রয়েছে তাই যে কোন মুহূর্তে আবহাওয়া কারণে এমন সমস্যার সম্মুখীনহতে হতি পারে। সব সময় নিজেকে সাবধানে রাখার চেষ্টা করবেন ভাইয়া।

ধন্যবাদ ভাই।
দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।

  ·  25 days ago (edited)

আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এবার বেশ ভালোই শীত পরেছে। আসলে বিপদ যখন আসে সব দিয়েই আসে। যখন কাজের চাপ বাড়ে তখন একটার পর একটা লেগেই থাকে। বর্তমান সময়ে জ্বর ঠান্ডা হলে তিন চারদিন এর আগে সারতে চায় না। আপনার অসুস্থতার খবর শুনে ভীষণ খারাপ লাগলো। সাবধানে থাকবেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। দোয়া এবং শুভ কামনা রইল।

ধন্যবাদ লিমন।
দোয়া করবে, আশাকরি খুব তাড়াতাড়ি সেরে উঠবো।

শীত পড়া শুরু করেছে তাই এখন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ করে আপনি অসুস্থ হয়েছেন জেনে খুব খারাপ লাগলো।দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।বিশ্রাম নেন এবং ওষুধ ঠিকমতো খান। ইনশাল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

ধন্যবাদ ভাই।
দোয়া করবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো।

আপনার একটু ভুলের জন্য, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। সকালে হাদি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আপনার অসুস্থতার কথা। যাইহোক অসুস্থতা সৃষ্টিকর্তার নিয়ামত। তবে সব সময় সাবধানে থাকার চেষ্টা করবেন। গ্রিন টেক্সটাইল নামক জায়গায় আমিও যাই। সেখানে অনেক ঠান্ডা পড়ে। যাইহোক অবশেষে আপনার সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন ভাই।

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জেনে খুবই কষ্ট পেলাম ভাইয়া। আপনার সুস্থতা কামনা করছি। একটু সাবধানে থাকবেন ভাইয়া। এই সময় সাবধানে থাকতে হবে ভাইয়া। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

আবহাওয়া পরিবর্তনের কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছেন। গতকালকে শুনেছিলাম আপনার কাছ থেকে পরিবারের সবাই অসুস্থ। ভালোভাবে চিকিৎসা নেন। ছোটদেরকে একটু সেবা যত্ন করেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

ধন্যবাদ আপু।
হ্যা গতকাল বলেছিলাম বিষয়টি।
যাইহোক দোয়া করবেন সবার জন্য।
আপনিও সাবধানে থাকুন।

আসলে ভাইয়া সতর্ক থাকলেই আমাদের অসুস্থতা ধরে ফেলে আর তো অসতর্ক। সত্যি আমরা অনেক সময় অবহেলা করে গরম কাপড় পরিধান করি না। যাইহোক ভাইয়া দোয়া করি তারাতাড়ি সুস্থ হয়ে উঠুন। ধন্যবাদ আপনাকে।

জি ভাই আমাদের সবার উচিত শীতকালে গরম কাপর পরিধান করার।কারন সামান্য একটু ঠান্ডা লাগলে অসুস্থতা শুরু হয়ে যায়। যাইহোক আপনার সুস্থতা কামনা করি। সৃষ্টিকর্তা যেনো খুব দ্রুত আপনাকে সুস্থ করেন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

ধন্যবাদ তোমাকে।
আমার একটু অসাবধানতায় আজ অসুস্থ হয়ে পরলাম।
যাইহোক দোয়া করিও।

প্রথমে আমি আপু আপনার জন্য দোয়া করি ভাইয়া আপনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং সুস্থ থাকুন সবসময়। তবে এই মুহূর্তে অনেক কিছু মেনে চলার চেষ্টা করতে হবে। যাকে আমার বাবুটাকে অসুস্থ ছিল। এখন বেশিরভাগ মানুষের সর্দি কাশি জ্বর হতেই আছে।

যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের সবসময়ই সাবধানে থাকতে হয়। আপনার একটু অসাবধানতার জন্য ঠান্ডা লেগে গিয়েছে এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। এখন শীতকাল শুরু হয়েছে আর আপনি যেহেতু জব করেন আর তারজন্য প্রতিদিন বাহিরে বের হতে হয় তাই সবসময় গরম জামা পরিধান করার চেষ্টা করবেন। যাই হোক ঔষধ খেয়ে নেবেন। আপনার সুস্থতা কামনায় দোয়া রইল।

ঢাকার বাইরে বেশ ভালোই ঠান্ডা পরেছে।তাই উচিত ছিল সাথে একটা গরম কাপড় রাখা।কেননা বেলা বাড়ার সাথে সাথে গরম লাগলেও,সন্ধ্যা ও ভোরের দিকে ঠিকই ঠান্ডা পরে।একটু ভুলের কারনে কষ্ট পেতে হচ্ছে।দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ধন্যবাদ আপু।
আসলে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়তো বাসায় ফিরতে পারবো। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলাতে থাকে, তাই কিছু করার ছিল না আমার। যাইহোক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।

  ·  25 days ago (edited)

ঠান্ডার মধ্যে সাধারণ কাপড়ে থাকলে আমারও এমনাভাবে ঠান্ডা লেগে যায়।আর সেই ঠান্ডা থেকে মাথা ব‍্যাথা। যেটা একেবারে বিরক্তিকর। আপনার অসুস্থতার ব‍্যাপার টা শুনে খারাপ লাগল। আশাকরি খুব দ্রুতই সুস্থ্য হয়ে যাবেন ভাই।

হ্যা সেদিন হঠাৎ কাজের চাপ পরবে বুঝতে পারিনি, তাই কষ্ট ভোগ করতে হচ্ছে।
যাইহোক ধন্যবাদ তোমাকে ভাই, দোয়া করবে।

শীতকাল আমারও প্রিয়। আপনার মতো অনিয়ম করলেই অসুস্থ হয়ে পরি। তবে আপনার অসুস্থার কথা শুনে বেশ খারাপই লাগলো। শীতকালে একটু অসাবধান হলেই অসুস্থ হতে হয় ।তাই সাবধানে থাকতে হয়। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। দোয়া করি যেনো দ্রুত সুস্থ হয়ে উঠেন।

ধন্যবাদ আপু।
আমি একটু অনিয়ম করলেই কুপোকাত হয়ে যাই।
যাইহোক দোয়া করবেন আপু, আর আপনিও ভালো থাকেন এই কামনা করি।