( 🇧🇩 ❤️ 🇮🇳 ) |
---|
( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 )
পতাকা হচ্ছে একটি দেশের পরিচয়, যা অগনিত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। পতাকার প্রতি ইঞ্চিতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ গাঁথা আর অত্যাচারী পাষাণের বর্বরতার ছাপ। সেই সাথে থাকে একদল অকুতোভয় বীর সেনাদের সাফল্যের অকৃত্রিম আনন্দ।
পতাকা হচ্ছে সেই জিনিস যা দেশের মানুষ তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, যার সম্মান রক্ষার্থে যেকোনো সময় আবারো জীবন দিতে রাজি।
( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 )
একটি দেশের পতাকার সাথে জড়িয়ে আছে সেই দেশের সম্মান। তাইতো প্রতিনিয়ত রাষ্ট্রীয় সব কাজের শুরুতে পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করা হয়। তাছাড়াও দেশের সর্বত্র পতাকার ব্যাবহার করা হয় প্রতিটি প্রতিষ্ঠানে এতে করে দেশ এবং পতাকার সম্মান প্রদর্শন করা হয়।
সেই পতাকাকে অসম্মান করা মানে পুরো জাতিকে অসম্মান করা। এটা একটা এমন অনুভূতি যেন মৃত্যুর সমতূল্য। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো পতাকার নূন্যতম অসম্মান করবে না, সেটা যে দেশের পতাকা হোক না কেন। কোন ধর্ম কিংবা কোন সুশীল সমাজ কখনো পতাকার অবমাননা করতে উৎসাহিত করে না, বরং প্রতিটি ধর্ম, বর্ণ, গোত্রে শেখানো হয় দেশপ্রেম এবং পতাকার মর্যাদা সম্পর্কে।
( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 )
একটি দেশের রাজনৈতিক অস্থিরতা, কোন অপ্রীতিকর ঘটনা, কিংবা রদবদল সাময়িক সমস্যা মাত্র। এই অস্থিরতা সমাধানের জন্য দেশের কর্নধার গন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের সবার উচিত দেশপ্রেম জাগ্রত করে এবং সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে সঠিক সমাধানের পথ বের করা। কোন মতেই প্রতিবেশী দেশের সাথে অসৌজন্য মূলক আচরণ করা যাবেনা। আর তাদের জাতীয় পতাকাকে তো অসম্মান করার প্রশ্নই উঠে না। মনে রাখতে হবে প্রতিবেশী দেশ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সর্বাত্মক সহযোগিতা করেছে এবং প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের দেশমাতৃকার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে।
তাহলে কেন আপনি আপনার অসুস্থ এবং বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিয়ে প্রতিবেশী দেশের পতাকাকে অসম্মান করবেন?
একটা বার ভেবে দেখুন তো ঠিক আপনার আমার দেশের পতাকাকে কেউ যদি অসম্মান করে তাহলে আপনার কোথায় আঘাত লাগবে? যদি অন্তত আপনি মানুষ হোন তাহলে আপনার বিবেককে দরজায় নাড়া দেবে তবে যদি আপনি অসুস্থ মানসিকতার হোন তবে সেটা পুরোপুরি ভিন্ন কথা। ভিন্ন কথা বলতে বোঝাতে চাইলাম হয়তো আপনি কোন স্বাধীন দেশের মানুষ হবার যোগ্যতা রাখেন না।
প্রতিবাদ হোক বিচার বিশ্লেষণে।
প্রতিবাদ হোক আইনের গন্ডিতে।
প্রতিবাদ হোক মানবিকতার দুয়ারে।
প্রতিবাদ হোক পতাকার অবমাননা করার কারনে।
( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 ) ( 🇧🇩 ❤️ 🇮🇳 )
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
পুশ প্রমোশন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/emranhasan1989/status/1863989336796262596?t=XKR3SBinyokrFo52IdYn5Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটি দেশ এবং দেশের পতাকা কে সম্মান এবং শ্রদ্ধা করা উচিত। যে সমস্ত লোকজন পতাকা কে অসম্মান করেছেন আসলে তারা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ নন। তাদের ভিতরে কোন ধরনের মানুষত্ব নেই। দিন শেষে আমরা মানুষ হতে পারলাম না। আপনার প্রতিটি লেখা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ ও ভারত বন্ধু রাষ্ট্র। এই ভালোবাসা এবং বন্ধুত্ব অটুট থাকুক এই কামনাই করি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন আমাদের পরস্পর দুই দেশের উচিত সবার সাথে সৌজন্যমূলক আচরণ করা। এটা সত্যি বলেছেন ভাই প্রতিবেশী দেশ ভারত যুদ্ধের সময় আমাদেরকে অনেক সাহায্য করেছে এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবোনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে একটি দেশের পতাকা খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই পতাকাকে অসম্মান করা কোন সুস্থ মানুষের কাজ নয়। মানুষের মধ্যে যদি কোন রকম মানুষের বোধ থাকতো তাহলে এই কাজ করত না। এই সকল খারাপ মানুষদের কারণেই দেশের এই অবস্থা।ভারত আমাদের বন্ধু। সে যেন সবসময়ই আমাদের উপকার করে যাচ্ছে। তাই ভারতের সাথে আমরা থাকতে চাই বন্ধুত্বের বন্ধন নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম পুরোপুরি একমত আপনার সাথে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
আসলে সাম্প্রতিক কিছু বিষয় খুব খারাপের দিকে যাচ্ছে তাই কথাগুলো বলতে বাধ্য হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পতাকা আমাদের সম্মান ও একটি দেশের অহংকার। তাই পতাকাকে অবমাননা একজন সুস্থ মস্তিষ্কের কাজ নয়। তাই ভারত বাংলাদেশের বন্ধু সুলভ আচরণ নিতান্তই বুদ্ধিমানের কাজ। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ভাই প্রতিবাদ হোক যুক্তি দিয়ে তর্ক দিয়ে। সমাধান হোক রাষ্ট্রীয়ভাবে আলোচনা করে। কিন্তু পতাকা অবমাননা এটা মোটেও উচিত না। এটা করা মোটেই ভালো কিছু না। পতাকা কে অবমাননা করা মানে একটা দেশকে অবমাননা করা। অনেক সুন্দর লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ইমন। আসলে ব্যাপারটা এতোটাই খারাপ লেগেছে সেটা বলে বোঝানো যাবে না। সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে এধরনের অশোভন আচরণ, আমি দেখে একেবারে হতবাক। এর থেকে মূর্খতা আর কিছুই হতে পারে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit