সুযোগ বলতে বোঝায় কোন কিছু লাভ করার সম্ভাবনা। আমরা বাস্তবিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকি। ধরুন আপনার অভাব রয়েছে তখন একটা চাকরি কিংবা কাজের সুযোগ আপনার অর্থের অভাব পূরণ করতে পারে, তাহলে এখানে কাজ বা চাকরি একটি সুযোগ। একটি প্রতিষ্ঠানে দশজন লোকের নিয়োগ দেয়া হবে এখন আপনি দ্রুত আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে দরখাস্ত করলেন, এরপর আপনার চাকরিটা হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি সুযোগের সদ্ব্যবহার করলেন। এখন ধরুন আপনি চিন্তা করলেন আজকে মাত্র নিয়োগ দিয়েছে, আমি কদিন পর সেখানে দরখাস্ত করবো। দেখা গেলো সেখানে লোক নিয়ে নিয়েছে কিন্তু আপনি সুযোগটা হারালেন।
ঠিক এভাবেই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিভিন্নরকম সুযোগ হাতে আসে, যারা প্রকৃত দূরদর্শী মানুষ তারা সেই সুযোগগুলো কখনো হাতছাড়া করে না। ফলস্রুতিতে তারা জীবনের ছন্দে চমৎকারভাবে এগিয়ে যেতে থাকে। তবে কিছু মানুষ আবার কোন কিছুই খুব সিরিয়াসলি নেয় না তারা মনে মনে একরকম কল্পনা করে আর হয়ে যায় আরেক রকম। তাদের প্রধান সমস্যা হচ্ছে এরা সময়ের কাজ সময় মতো করে না। পরবর্তীতে তারা একমাত্র ভাগ্যকে দোষারোপ করতে থাকে।
এখন চলুন একটু সুযোগের অপব্যবহার নিয়ে কথা বলি। দেখুন একেক মানুষের পরিবেশ আর পরিস্থিতি একেক রকম। অনেক মানুষ চাইলেই পরিবারের বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে সফলতা কিংবা শিক্ষাদীক্ষায় মহারথ হাসিল করতে পারেনা। আবার ধরুন আপনি হঠাৎ করেই কোন একটা সুযোগের সদ্ব্যবহার করে বেশ ভালো অবস্থানে চলে গেলেন কিংবা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেলেন। কিছুদিন পর আপনার চলাফেরা ভাবভঙ্গি সব পরিবর্তন হতে থাকলো। একটা সময় আপনার চোখ আর মাটিতে পরে না। তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে?
ধরুন আপনি একটি বড় দায়িত্ব হাতে পেলেন, মনে মনে ভীষণ খুশি আমি সুযোগের সদ্ব্যবহার করে ভালো একটা অবস্থান লাভ করলাম। এখন যা খুশি যেভাবে খুশি আমি আমার ক্ষমতা দেখিয়ে ছাড়বো, তখন ব্যাপটা কেমন দাঁড়াবে? আমার হাতে ক্ষমতা আছে তাই আমি আমার স্বজনদের শুধুমাত্র খাওয়ার ব্যাবস্থা করে যাবো আর সব মানুষ ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো না খেয়ে থাকবে, তখন এটাকেই বলা যায় সুযোগের অপব্যবহার। আসলে মানুষ যে ব্যাপারটা বোঝে না তা নয়, হয়তো আপনার হাতে ক্ষমতা আছে তাই কিছুটা ভয়ে রয়েছে বিপদে পরার।
তবে একটা চিরন্তন সত্য কথা রয়েছে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আপনার প্রতিটি কাজের হিসাব রাখা হচ্ছে, ভালো কিংবা মন্দের পার্থক্য করে রাখা হচ্ছে। নিশ্চয়ই আপনার ভালো কাজগুলো আপনাকে সুফল এবং সম্মান বয়ে আনবে এবং আপনার খারাপ কাজগুলো আপনাকে চরম থেকে চরম শাস্তি এনে দেবে। হয়তো সেটা দুদিন আগে কিংবা পরে।
তাই নিজের প্রতিটি কর্মকাণ্ড নিজেকেই সংযম এবং যথার্থ মূল্যায়ন করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। সুযোগের সদ্ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে নিজের বিবেকের সাথে বোঝাপড়া করতে হবে। একমাত্র নিজের বিবেককে প্রশ্ন করুন দেখুন সে আপনাকে কি বলছে। একটু বেশি পাওয়ার আশায় আপনি আপনার বিবেক আর মনুষ্যত্ব জলাঞ্জলি দিচ্ছেন না তো?
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/emranhasan1989/status/1787163476391297358?t=sYzam_Hktrd15VhD8rxhbg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে চমৎকার একটি বিষয়ে তুলে ধরেছেন। আসলে আমরা সময়ের কাজ সময়ে করি না। তারপর যখন ব্যর্থ হয়ে যায় তখন ভাগ্যের দোষ দিয়ে থাকি। তাই আমাদের সময়ের কাজ সময় মতো করে এগিয়ে যাওয়া উচিত। আপনার এধরনের পোস্ট গুলো পড়তে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উপরের কথা গুলো যথার্থ বলেছেন। চিরন্তন সত্য কথা। আপনার লেখা জেনারেল রাইটিং গুলো পড়তে ভীষণ ভালো লাগে। এধরনের শিক্ষনীয় লেখা থেকে অনেক কিছু শেখার রয়েছে। সৃষ্টিকর্তা সবাই সঠিক বুঝ দান করুন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা সুযোগে সদ্ব্যবহার এবং অপব্যবহার করি। এই ধরনের কাজ গুলো খুবই খারাপ। আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে, ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাই, আপনি বাস্তবতা সম্পর্কে এবং শিক্ষনীয় বিষয় গুলো তুলে ধরেছেন। এই ধরনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগের সদ্ব্যবহার কতা মানুষের চেয়ে সুযোগের অপব্যবহার করা মানুষ ই এখন সংখ্যায় অনেক বেশি। যদি সকলে বা অন্তত বেশিরভাগ মানুষ আপনার মতো কতে ভাবতেন, তবে তো দুনিয়াটা আরো ভালো হতো নিঃসন্দেহে! তবে এটাই সত্যি যে ক্ষমতা হাতে এলে সেটার নিয়ন্ত্রণ করতে পারে না বেশিরভাগ ই, করে ফেলে অপব্যবহার। অথচ ক্ষমতা হাতে আসার পরেও কিভাবে সৃষ্টিকর্তার কথা মাথায় রেখে তা নিয়ন্ত্রণ করতে হয়, এমন অনেক অনেক উদাহরণ অনেক আগেই নানা নবী এবং মহামানবীর মাধ্যমে দেখিয়ে দেয়া আছে! সকলের সঠিক বুঝ আসুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি, যারা সুযোগের সৎ ব্যবহার করতে পারে বা সময়ের সঠিক ব্যবহার করতে পারে, তারাই একমাত্র জীবনে উন্নতি লাভ করে। যে কাজটা যখন প্রয়োজন, সেটা তখনই করা উচিত। কাজ ফেলে রেখে দিয়ে, পরবর্তীতে ভাগ্যের দোষ দিলে কিছু করার থাকে না।
আমরা অনেকেই ভাই, একটু বেশি পাওয়ার আশায় নিজের মনুষ্যত্ব এবং বিবেককে জলাঞ্জলি দিচ্ছি, এটা সত্যি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit