স্বাধীনতা দিবসের 🇮🇳 শুভেচ্ছা 🎉 || স্বাধীনতা তুমি কার ? (Whose freedom are you?)

in hive-129948 •  3 years ago 

"স্বাধীনতাকামী শুভেচ্ছা
🇮🇳 "ভারতবাসী" 🇮🇳



Add a subheading (1).jpg

নকশাটি কেনভা দ্বারা তৈরি

ভারতীয় গণমানুষের জন্য স্বাধীনতা দিবস একটি জাতীয় দিবস। ভারতের দামাল ছেলেরা ব্রিটিশ আগ্রাসন থেকে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট মুক্ত হয়ে স্বাধীনতার সম্মান অর্জন করেছিল।
এই অক্ষয় ইতিহাস ধরে রাখতে প্রতি বছর ১৫ ই অগাস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় পুরো ভারত জুড়ে। প্রধানত জাতীয় কংগ্রেসের হাত ধরে অসহযোগ আন্দোলন শুরু হয় পুরো ভারতবর্ষ জুড়ে, যাকে স্বাধীনতার রুপ রেখা ধরা হয় এবং এক অসামান্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে। এই অর্জনের মধ্যে রয়েছে অগনিত মানুষের রক্ত আর আত্মত্যাগের গল্প যা ছড়িয়ে রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। তাদের মধ্যে রয়েছেন অসহযোগ আন্দোলনে মূল পথ প্রদর্শক মহাত্মা গান্ধী এবং নেতাজী সুভাষ চন্দ্র বসু তাছাড়াও অগনিত নেতৃবৃন্দ যারা দেশের জন্য হাসতে হাসতে গলায় ফাঁসি পর্যন্ত পরেছেন (খুদি রাম)।শুধু তাই নয় স্বাধীনতা অর্জনের পরেও ছড়িয়ে পড়েছিল সাম্প্রদায়িক বিভেদ আর দাঙ্গা যা কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রান। আমি প্রতিটি মানুষের আত্মত্যাগ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

mahatma-gandhi-3232977_640.png

সংগ্রহশালা

মানব জাতির কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে।

  • আমরা কি সত্যিই স্বাধীন ?
  • স্বাধীনতা কি আমাদের জন্য ?

মানুষ আসলে কতটুকু স্বাধীন ?


poor-2382641_640.jpg

সংগ্রহশালা

👉 দারিদ্রতার করাল গ্রাসের কাছে নিন্ম বিত্ত আর মধ্যবিত্ত পরাধীন। যেখানে দুবেলা দুমুঠো খাবার যোগাতে ঘাম ঝরাতে হয় অনেক, তবুও অন্নের সংস্থান হয়না। সেখানে কিছু নরপিশাচ শকুনের ন্যায় হতদরিদ্র মানুষের যাকাতের অর্থ পর্যন্ত লুটপাট করতে ছাড়েনা। কালো টাকায় গড়া বিশাল অট্টালিকা দখলে নিয়ে নেয় ছোট্ট একটি কুটির ঘর যা কারোর শেষ আশ্রয়।

fist-1131143_640.jpg

সংগ্রহশালা

👉একজন গৃহিণী তার স্বামীর কাছে পরাধীন। যেখানে সে যৌতুকের যোগান দিতে না পারায় সে হয় নির্মম অত্যাচারের শিকার। অত্যাচারি তুমি যদি মনে করে থাকো স্ত্রী শুধুই উপরি অর্থের যোগান দেবে তাহলে অত্যাচার বন্ধ করে ছেড়ে দাও তাকে সে (স্ত্রী) ঠিকই অর্থ যোগান দেবে। তুমি একটি বেলা ঘর সামলিয়ে দেখাও !

binoculars-3634760_640.jpg

সংগ্রহশালা

👉 একজন সন্তান তার পরিবারের কাছে পরাধীন। যেখানে তার জন্মের পরপরই ঠিক করে দেয়া হয় সে ডাক্তার না ইন্জিনিয়ার।
যেখানে তার স্বপ্নগুলো আজীবনের জন্য জলাঞ্জলি দেয়া হয়। আমাদের সন্তান একমাত্র আমাদের চাপে পড়ে ধ্বংসের মুখে পতিত হয়। একটি স্রোতস্বিনী নদী তার আপন বেগে বহমান। ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে তার গতিতে ছেড়ে দিন তার পথের ঠিকানা সে নিজেই খুঁজে নেবে। অযথা তার উপর আপনার প্রভাব খাটাবেন না। এতে হিতে বিপরীত হবে।

"আজ বাঁধন ছেঁড়ার দিন এসেছে
শিকল তুমি ছিন্ন করো"
"স্বাধীনতার জয় জয়কার
শপথ তুমি গ্রহন করো"

@emranhasan
🇮🇳💗🇧🇩

ornament-2019452_640.png

ধন্যবাদ কিছু বলার সুযোগ করে দেয়ার জন্য:-
@rme
@amarbanglablog

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অসাধারণ লিখেছেন স্যার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
@emranhasan স্যার 💓

@limon88 ধন্যবাদ আপনাকে 💗
আপনার স্টীমিটে অগ্রগতি দেখে আমি সত্যিই খুব খুশি। ভালো পোস্ট করুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।😍

ইনশাআল্লাহ স্যার চেষ্টা করতেছি। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

স্বাধীনতা দিবস এ অনেক অনেক শুভেচ্ছা প অভিনন্দন। খুব ভালো লেখনীর দ্বারা স্বাধীনতার কিছু বিষয় তুলে ধরেছেন ।ধন্যবাদ

ধন্যবাদ দাদা 💗
আমি সবসময়ই বাস্তবতা নিয়ে কিছুটা লিখার চেষ্টা করি। আমি জানিনা কতটুকু ভালো লিখতে পেরেছি। খুব ভালো লাগে যখন আপনারা সাপোর্ট করেন।💕

অনবদ্য লেখা, উপমহাদেশের এই তিনটি দেশ ভারত, পাকিস্তান,বাংলাদেশ শুধু নামেই স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু সত্যিকারের স্বাধীনতা আসবে সেদিনই যেদিন কেউ একবেলাও না খেয়ে থাকবে না, শিশুদের শৈশব সুরক্ষিত থাকবে, নারীদের অধিকার নিশ্চিত থাকবে, খাদ্য-বস্ত্র-বাসস্থান এই তিনটি মৌলিক অধিকার সর্বস্তরের জনসাধারণের জন্য নিশ্চিত করতে হবে । তবেই বলা যাবে আমরা স্বাধীন হতে পেরেছি ।

*** "মূল পথ প্রদর্শক মহাত্মা গান্ধী" - দ্বিমত আছে । পরে একদিন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।

অনেক ধন্যবাদ দাদা।
অনেক বাস্তবতা খুব কাছ থেকে দেখেছি আর দুমড়ে মুচড়ে নিজেকে দোষারোপ করেছি বড়লোক তুই কেন হলিনা। বড়লোক ঠিকই হয়েছি হয়ত মনের দিক থেকে, তবে চাপা কষ্ট থেকে যায় অগনিত কষ্টে থাকা মানুষের জন্য।
তবে পরিবর্তন একদিন আসবেই।

আপনার প্রত্যেকটি যুক্তির যথার্থ ছিল। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা।

ধন্যবাদ আপনাকে সুচিন্তিত মতামতের জন্য ♨️
প্রকৃত স্বাধীনতা আমরা একদিন পাবোই।

অবস্বই ভাই।

সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।আপনি খুব ভালো লিখেছেন।আসলে আমাদের দেশ দুটি হলেও আমরা সবাই একই মায়ের দুই সন্তান।আমরা আমাদের হারানো স্বাধীনতাকে ফিরে পেয়েছি কিন্তু স্বাধীনতার যথার্থ মর্যাদা দিতে পারেনি।এটি ক্ষমতাসিনদের হাতে নাস্ত,আর আমাদের হাত-পা বাঁধা।ফলে এটি আমাদের আপসোস।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

দিদি এগুলো আমার উপলব্ধি, আমি সবসময়ই এগুলো অনুভব করি আর সুযোগ পেলেই বলার চেষ্টা করি। এই বিষয়টি আমাকে খুব কষ্ট দেয়।
ভালো থাকবেন দিদি 🥀