ভূমিকাঃ
ছোট্ট কোন পদক্ষেপের মাধ্যমে অনেক সময় সমাজের অনেক বড় পরিবর্তন সাধন করা সম্ভব। সেরকমই কিছু চিন্তা আমার মাথায় প্রায়শই ঘুরপাক খায় কিন্তু সেগুলো কখনো কারো কাছে বলা হয়ে ওঠেনা। মাঝে মাঝে ডায়েরিতে লিখে থাকি। হঠাৎ করে ভাবলাম ব্লকচেইনে এই বিষয়গুলো শেয়ার করে দেয়া যাক। হয়তো আজকে কেউ পদক্ষেপ নেবে না অথবা নেওয়া সম্ভব হবে না কিন্তু একটা সময়ে গিয়ে হয়তোবা কেউ না কেউ এই পদক্ষেপ গুলো সমাজে বাস্তবায়ন করে বড় কোনো পরিবর্তন সাধন করতে পারে।
সেরকমই চিন্তাভাবনা থেকে আমার বাংলা ব্লগ
কমিউনিটি-তে সমাজ পরিবর্তনে আমার ভাবনা নামে একটি সিরিজ লিখছি যেখানে সেই সকল ক্ষুদ্র পরিবর্তনের কথা গুলো শেয়ার করবো যেই পরিবর্তনের মাধ্যমে আমরা সমাজ ব্যবস্থায় একটা বড় পরিবর্তন আনতে পারব অর্থাৎ আমি যদি দায়িত্বশীল হতাম তাহলে কি পরিবর্তন করতাম। চলুন শুরু করা যাক।
পর্ব ০৪ : পলিথিনমুক্ত একটা পরিবেশ গড়ে তোলা
কিছু কিছু জিনিস দেখলে মন থেকে খুব খারাপ লাগে। মানুষের আচরণ কিংবা সমাজব্যবস্থায় নিয়ম-নীতি যখন পরিবেশকে ধ্বংস করে দেয় তখন সেটি অনেক খারাপ লাগার একটি বিষয় কিন্তু তারপরও দেখা যায় অনেকক্ষেত্রে এসব কিছুকে মেনে নিতে হয়। পলিথিন যেকোনো দেশের পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও আমরা পলিথিন অবলীলায় ব্যবহার করে যাচ্ছি এবং পরিবেশের বারোটা তো ইতিমধ্যে বাজিয়ে ফেলেছি এখন চব্বিশটা বাজানোর জন্য প্রায় কাছাকাছি অবস্থায় চলে এসেছি।
একটা সময় বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল এবং তখন সবাই পলিথিক ছেড়ে কাগজের প্যাকেট এর দিকে ঝুঁকে পড়েছিল এবং সেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে আবার মানুষ পলিথিন একটু একটু করে ব্যবহার করা শুরু করে এখন আবার সেই পুরোপুরি পলিথিন ব্যবহারের মধ্যে চলে এসেছে।
আপনারা সবাই এটা জানেন, পলিথিন শত শত বছর টিকে থাকে এবং মাটিতে মিশে যায় না অনেকটা প্লাস্টিকের মত। আর এ কারণেই এটি পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ মাটিতে সেই সকল উপাদান থাকা উচিত যেগুলো মাটিতে মিশে যাবে। তাহলেই মাটির জীবন ভালো থাকবে একই সাথে পরিবেশও ভালো থাকবে। কিন্তু পলিথিন ব্যবহারের কারণে ড্রেনেজ ব্যবস্থা যেমন বাধাগ্রস্ত হয় তেমনি মাটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেসব স্থানে খুব ভালো ফসল যেমন উৎপাদিত হয় না পাশাপাশি মাটির স্বাভাবিক যে গুনাগুন সেগুলো সহজে নষ্ট হয়ে যায়।
মোটকথা পলিথিন এর খারাপ দিক এর কথা আসলে বলে শেষ করা যাবে না কারণ এটি হচ্ছে পরিবেশের জন্য এক ধরনের অভিশাপ বা বিষ। পলিথিন যত ব্যবহৃত হবে পরিবেশ ততো বেশি নোংরা হবে এবং পরিবেশের ভারসাম্য তত্ত্ব বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই কথাগুলোর সাথে কেউ দ্বিমত পোষণ করবে না কিন্তু তারপরও পলিথিন কিন্তু বন্ধ হয় না।
Source: Image by Karuvadgraphy from Pixabay
পলিথিন কেন বন্ধ হয় না সেই বিষয়টা নিয়েই আমার কাছে সবসময় খুব খটকা লাগে কারণ প্রশাসন থেকে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত সবাই এ কথা জানে যে, এটি আমাদের সবার জন্য অনেক বেশি ক্ষতিকর। কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো সাধারণ মানুষের সচেতনতা দ্বারা নিবারণ করা সম্ভব নয় বরং আইন প্রয়োগ ও প্রশাসনিক পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করাটা জরুরী। এর অন্যতম উদাহরণ হলঃ একসময় যখন বাংলাদেশে পলিথিন বন্ধ হয়েছিল তখন কিন্তু প্রশাসন থেকে এর উপর অনেক বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছিল। কিন্তু যখন প্রশাসন একটু পিছিয়ে এসেছে তখনই মানুষ আবার আস্তে আস্তে সেই কাগজকে বাদ দিয়ে পলিথিন এর মধ্যে চলে এসেছে।
আমরা সবাই আমাদের চোখের সামনে আমাদের দেশ এবং দেশের পরিবেশকে নষ্ট হতে দেখছি এবং সেটা একেবারে জেনে বুঝে। আশেপাশে যেদিকে তাকাই সেদিকেই দেখি ময়লার স্তুপ এর মধ্যে শুধু পলিথিন আর পলিথিন যা নদী-খাল কিংবা প্রাকৃতিক পরিবেশ ও মাটিকে একেবারে বিষিয়ে তুলছে। মূলত পলিথিন বন্ধ করার জন্য প্রয়োজন সঠিক পদক্ষেপ। আর সেই পদক্ষেপটি আসতে হবে কর্তৃপক্ষ অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে। যখন প্রশাসন করাকরি ব্যবস্থা নেবে তখনই মানুষজন আস্তে আস্তে এটা থেকে সরে আসবে যেমনটি আগে সরে এসেছিল।
আমার মত অনেকেই এই বিষয়টিকে পছন্দ করেন না কিন্তু তারপরও অনেক ক্ষেত্রেই কিছুই করার থাকেনা কারণ বাজারে কেবলমাত্র পলিথিনের ব্যাগ দিয়েই পণ্য পরিবহন করার চেষ্টা করা হয়ে থাকে। আর যে ব্যাপক পরিমানে পলিথিন ব্যবহার হচ্ছে তা অল্প কিছু সংখ্যক মানুষের ব্যবহারের দ্বারা পরিবর্তন হয়ে যাবে না যদিও আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও কমাতে পারে কিন্তু এটা প্রকৃত সমাধান নয় বরং প্রকৃত সমাধান হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করে এর ব্যবহার নিষিদ্ধ করা যাতে করে আমরা আগামী দিনগুলোতে একটা ভালো পরিবেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি যেখানে তারা খুব ভালোভাবে আমাদের চেয়েও আরও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে। ধন্যবাদ।
শেষকথাঃ
অনেক সময় একটা ছোট্ট ধারণা বড় কিছু করে দিতে পারে। আমার শেয়ার করা ধারণা গুলো অনেক ছোট এবং সাধারণ। কিন্তু এগুলো প্রয়োগ করতে পারলে সমাজে একটা ব্যাপক পরিবর্তন আনয়ন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এই পোষ্টের মাধ্যমে কেউ যদি উপকৃত হতে পারেন তাহলেই এই পোষ্ট লিখার স্বার্থকতা এবং কোন পরামর্শ ও মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।
এই সমাজ পরিবর্তনে ধারণা সিরিজে আমার লিখা পূর্বের পোস্টগুলোর তালিকাঃ
পর্ব | প্রকাশের তারিখ | বিষয়বস্তু |
---|---|---|
০১ | ১৬/১১/২০২১ | নির্দিষ্ট সময়ব্যাপী দোকান খোলা রাখা |
০২ | ১৮/১১/২০২১ | অপ্রয়োজনীয় জিনিস এক্সচেঞ্জঃ মানবতার দেয়াল |
০৩ | ২২/১১/২০২১ | ধুমপানের উপর অত্যাধিক ট্যাক্স আরোপ |
০৪ | ৩০/০১/২০২২ | শিক্ষাব্যবস্থায় ৩টি আমূল পরিবর্তন দরকার |
আমি কে
আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক, সাবেক ব্যাংকার। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার লেখা থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার লেখালেখি সার্থক। |
---|
আমরা ভালো বিষয়গুলো এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই। কোন কিছুই মাথায় রাখি না। পলিথিনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা কোনদিনও গুরুত্বসহকারে নেই নি। যতদিন সরকার কড়াকড়ি আরোপ করেছে ততদিন ব্যবহার সীমিত ছিল। প্রশাসন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই আবার তা আগের রুপে ফিরে গেছে। সত্যি বলতে কি মানুষের উপলব্ধি না হওয়া পর্যন্ত সমাজ থেকে এটি নির্মূল করা আদৌ সম্ভব নয়। গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আমাদের বাংলা ব্লগ পরিবারের সবাইকে এ বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যারা দায়িত্ববান রয়েছে তারা যদি তাদের জায়গায় ঠিক দায়িত্বটি পালন না করি তাহলে তাদের জায়গায় এমন লোকজনকে দায়িত্ব দেয়া হবে যারা তাদের চেয়ে অনেক বেশি খারাপ হবে। সবার উচিৎ দায়িত্বশীল পর্যায় থেকে তাদের নিজ নিজ দায়িত্বের প্রতি অনেক বেশি সচেতন হওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি ভাবনা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিষয়টা নিয়ে আসলে সবার এই ভাবা উচিত। যেহেতু আমরা এই পরিবেশে বসবাস করি সেহেতু আমাদেরকে কিছু করতে হবে। ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর চিন্তা ধারা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আজকে আপনার শিক্ষামূলক পোস্ট পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই পলিথিনের কারণে আমাদের সমাজ ব্যবস্থা এবং পরিবেশ খুবই দূষিত হচ্ছে। যেখানে ময়লা-আবর্জনা বেশিরভাগই দেখা যায় পলিথিন। পলিথিন গুলো মাটির সাথে মিশে না যাওয়ার কারণে এগুলো যেন পরিবেশকে দূষিত করছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের পক্ষে থেকে নিজেরা সাবধানতা অবলম্বন করা। আর কর্তৃপক্ষ থেকে যথেষ্ট পরিমাণে আইনের আওতায় এনে এই সমাজ থেকে দূর করা ব্যবস্থা করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Tweet Share..
https://twitter.com/MDSAYFU28745859/status/1491119849992785920?s=20&t=hvH7HBE_A9cZ-qqTT6cHJg
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাইফুল ভাই, খুবই চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট করেছে। আসলেই পলিথিন যে আমাদের জন জীবণকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে খেয়ালই করি না। কি আর বলবো, সকালে বাজার করে নিয়ে আসলাম সেখানেও ছিল ৫ টা পলিথিনের ব্যাগ। শুনছিলাম পলিথিনের ব্যাগ নিষিদ্ধ হইছে অনেক আগেই কিন্তু বাজারে গেলে বিষয়টা হাস্যকর মনে হয়। সঠিক ভাবে আইনের প্রয়োগ নেই আমি মনে করি পলিথিন ব্যবহারে জরিমানা আরোপ করলেই এর ব্যবহার কমে আসবে অবশ্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমি আর বসে না থেকে দ্রুত সরকারী ভাবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দ্রুত সরকারি পদক্ষেপ জরুরী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit