ভূমিকাঃ
শিক্ষার কোন বয়স নেই। আবার শিক্ষা গ্রহণের জন্য একেবারে নির্দিষ্ট কোন মাধ্যমও নেই। আমরা আমাদের চারপাশের প্রকৃতি, মানুষজন, পরিবেশ থেকে প্রতিনিয়ত শিখছি। বিশ্বজুড়া এই পাঠশালায় শিখার আছে অনেক কিছুই । কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ন বিষয় শিখে ফেলি সেটা বলা মুশকিল।
আমরা একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের জানা কোন বিষয় সবার মাঝে শেয়ার করি তাহলে অনেকেই এই জ্ঞান থেকে উপকৃত হতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
-তে আমি শিক্ষামুলক
নামে একটি সিরিজ লিখছি যেখানে আমার জানা কোন বিষয় শেয়ার করছি। যারা এই বিষয়গুলো আগে জানতেন না, আশা করি তারা উপকৃত হবেন।
পর্ব ০৫: কমেন্ট স্প্যামিং
স্প্যামিং, স্পেমিং বা স্পামিং (Spamming or Spam)
স্পামিং শব্দটার সাথে অনেকেই পরিচিত। যারা ব্লকচেইনে কাজ করছেন কিংবা অনলাইনে কিছুনা কিছু কাজ করেন তাদের কাছে এই শব্দটি অনেক বহুল ব্যবহৃত একটি শব্দ অন্তত বর্তমান সময়ে প্রেক্ষাপটে। স্পামিং আসলে কি, কেন, কখন করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকের পোষ্টে কিছু কথা শেয়ার করার চেষ্টা করবো।
স্পামিং কি
স্পামিং মানে হচ্ছে অযাচিত বা অসঙ্গত কোন বার্তা বারবার প্রেরন করা। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট কিছু বার বার পুনরাবৃত্তি করা যেটা কিনা তাৎপর্য বহন করে না কিংবা একই ধরনের মেসেজ বিভিন্ন ব্যক্তিকে বারবার বিভিন্ন সময়ে পৌঁছে দেওয়া। মূলত স্পামিং দ্বারা বিরক্তিকর কোনো কিছুকে বুঝায় যেটা কিনা অযাচিতভাবে কাউকে বিরক্ত করা বা পুনরাবৃত্তি করা হয়।
স্পামিং এর উদাহরণঃ
স্পামিং সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের ইমেইলে। আপনি দেখবেন আপনার ইমেইলের ইনবক্সে অনেক অযাচিত মেসেজ চলে আসে যেখানে একটি নির্দিষ্ট কোম্পানির বা কোন ওয়েবসাইট এর বিজ্ঞাপন আপনাকে বারবার করে পাঠানো হয়। এইরকম স্পামিং কে রোধ করার জন্য ইমেইল সার্ভিস প্রোভাইডাররা স্প্যাম নামক একটি ফোল্ডার তৈরি করে দিয়েছে অর্থাৎ এ জাতীয় মেসেজগুলো তারা স্প্যাম ফোল্ডারে জমা করে।
Source: Image by Gerd Altmann from Pixabay
স্প্যামিং হয় যখন আপনি চাইছেন না তারপরও একটা নির্দিষ্ট কোম্পানির কোন একটা বার্তা আপনাকে বারবার দেওয়া বা একই রকম বার্তা বিভিন্ন রকম মানুষের কাছে বারবার পৌঁছে দেওয়ার কাজটি। প্রযুক্তির উৎকর্ষতার কারনে আমরা অনেকেই ইচ্ছা করলে এক ক্লিকে হাজারটা বা লক্ষ লক্ষ ব্যাক্তিকে মেসেজ পৌছে দিতে পারি। আপনি যদি চান সারা বাংলাদেশের সব মোবাইল সিম ব্যবহারকারীর নাম্বারে একটি মেসেজ পৌছে দিবেন সেটি মাত্র একটি ক্লিকেই সম্ভব। তাই বিভিন্ন কোম্পানী গুলো তাদের কোম্পানির বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য এইরকম মেসেজ পৌঁছানো মাধ্যম গ্রহণ করে যেটি অনেক সময় স্পেমিং এ রূপান্তরিত হয়।
আবার অনেক ক্ষেত্রেই সঠিক মেসেজ না দিয়ে ভুল মেসেজ অর্থাৎ প্রতারণামূলক অসঙ্গত মেসেজ প্রদান করা হয় যেটা থেকে কিনা ব্যবহারকারীরা প্রতারিত হতে পারে। মূলত বার্তা পৌঁছে দেওয়ার ধারণা থেকেই স্প্যামিংয়ের উৎপত্তি যা বর্তমান সময়ে খুব বেশি করে হাইলাইট করা হয়।
কমেন্ট স্পেমিং
স্টিম প্লাটফর্মে আমরা যারা কাজ করে থাকি বিশেষ করে যারা ব্লগিং করি তাদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট বজায় রাখা বা বাড়ানো। অর্থাৎ অন্যদের পোস্ট বেশি করে পড়া এবং সেখানে মন্তব্য করা। এই মন্তব্য করার ক্ষেত্রে আমরা এমনভাবে মন্তব্য করা উচিত যাতে করে সেই মন্তব্য পড়লে বোঝা যায় যে, উপরের পোস্ট পড়ে তারপর মন্তব্য করা হয়েছে। অন্যথায় আমরা যদি একই রকম বার্তা বারবার কমেন্টে লিখে যাই যেটা দ্বারা বুঝা যায় যে উপরের পোস্ট আমার পড়া হয়নি শুধুমাত্র কিছু কমন এবং সাধারন বাণী দিয়ে কমেন্ট করা হয়েছে, তাহলে সেটাই হচ্ছে কমেন্ট স্প্যামিং।
Steemit প্লাটফর্মে মূলত ব্লগিং করা হয় এবং এটি কোন সোশ্যাল মিডিয়া ধরনের সাইট নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা ছোট ছোট শব্দে কমেন্ট করে থাকি বা কমেন্ট করাটা প্রযোজ্য কিন্তু এখানে প্রত্যেকটা কমেন্ট ও পোস্ট হচ্ছে এক একটি কনটেন্ট। যিনি কনটেন্ট তৈরি করেন তাকে রিওয়ার্ড দেওয়া হয় যদি সেখানে ভোট পেয়ে থাকেন। তাই অনেক সময় ভালো কমেন্ট, অনেক পোস্ট হতেও ভালো রিওয়ার্ড পেতে পারে।
তাই আমাদের কমেন্টগুলো হওয়া উচিত সঙ্গত এবং তথ্যবহুল। অন্যথায় একই রকম সাধারণ কথাবার্তা যদি আমরা কমেন্টে একটা দীর্ঘ সময় ধরে লিখতে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্ট স্পামিং হিসেবে গণ্য হবে।
স্পামিং এর কিছু উদাহরণ
- শেয়ার করার জন্য ধন্যবাদ
- আপনার মতামতের জন্য ধন্যবাদ
- ধন্যবাদ, আপনার মতামতের জন্য
- আপনাকেও ধন্যবাদ
Source: Image by AndyPandy from Pixabay
- ধন্যবাদ
- অনেক ধন্যবাদ
- ধন্যবাদ আপনাকে
- অনেক অনেক ধন্যবাদ
- আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
- ধন্যবাদ দাদা
- ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য
- শেয়ার করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ
- খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ ভাই
- খুব ভাল
- ভালো লাগল
- খুব ভালো লাগলো
- অনেক ভাল লাগল
- অসাধারণ হয়েছে
- অসাধারণ ভাই
- ঠিক বলেছেন
- বেশ ভালো একটি উদ্যোগ
- অনেক সুন্দর হয়েছে ভাই
- ভাই অনেক সুন্দর লাগলো
- সুন্দর হয়েছে দাদা
- খুব ভালো লিখেছেন ভাই
- খুব সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন
- সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা
- ভাই খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,ধন্যবাদ আপনাকে
- সুন্দর তথ্য তুলে ধরেছেন ভাই
- অনেক সুন্দর হয়েছে ভাই। অনেক ভালো তথ্য তুলে ধরেছেন।
- বাহ খুব ভালো লাগছে, আপনার পোস্ট খুব ভালো
- অনেক সুন্দর ভাবে পোস্টটি করেছেন ভাই
- ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
- সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
- অসাধারণ হয়েছে আপনার পোষ্টটা
- চমৎকারভাবে উপস্থাপন করেছেন ভাই
- উপস্থাপনটি অনেক সুন্দর হয়েছে
- ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য
- ছবিগুলো অসাধারণ হয়েছে
- ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
- অনেক ভালো হয়েছে শুভকামনা
- শুভ কামনা রইল
- আপনার জন্যে শুভ কামনা রইলো
- শুভেচ্ছা
- শুভকামনা
- শুভেচ্ছা রইলো
শুভ ভাই (@shuvo35) মডারেটর বলে ভাইয়ের নাম বারবার লিখতে হবে ব্যাপারটা এমন নয়। এখানে মন্তব্য করাটা সব সময় জরুরি নয় বরং কোনো গুরুত্বপূর্ণ কথা লিখার থাকলে সেটা লিখে মন্তব্য করাটা জরুরি। উপরে যে সব উদাহরণ দেয়া হয়েছে সেগুলো একেবারে কাকতালীয় এবং এগুলোর সাথে কারো কোন সম্পর্ক নেই। যদি কারো সাথে মিলে যায় তাহলে লেখক দায়ী নয়। তবে একটা বিষয় আমাদের সবার মনে রাখা জরুরী যে, এজাতীয় মন্তব্য করা মানে স্পামিং নয়। স্পামিং মানে হচ্ছে এই রকম অনাকাঙ্ক্ষিত, অপ্রয়োজনীয়' মন্তব্য বারবার বারবার করে করে যাওয়া। অর্থাৎ একটা ছোট্ট কথা বারবার বারবার রিপিট করা এবং সব সময় এইরকম কাজটি করা।
অনেকে আছেন পোস্ট পড়ার পরে অনেক বড় বড় কমেন্ট করেন ও ভাল ভাল কথা লিখেন যা পড়ে বুঝা যায় যে, তিনি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েছেন। আপনারা এক্ষেত্রে @hafizullah ভাইয়ের মন্তব্যগুলো দেখতে পারেন। ভাইয়ের সব মন্তব্য পড়লে সহজেই বুঝতে পারবেন যে ভাই পোস্ট পড়ে তারপর মন্তব্য করেছেন।
ভালো কোন কথা পোস্ট সম্পর্কে লিখে মন্তব্যে করার শেষদিকে হয়তোবা উপরের ছোট কথাগুলো সাথে লিখে দিতে পারেন। সেক্ষেত্রে এটা স্পামিং হবেনা কখনো। কিন্তু এই ছোট ছোট কিছু কথা যেগুলা পোস্ট পড়ার ক্ষেত্রে কোন মিনিং বা তাৎপর্য রাখে না সেগুলোকে বারবার লিখা বা ছোট ছোট এরকম মন্তব্য করাটা হচ্ছে স্পেমিং।
স্পামিং কেন সহ্য করা হয় না
আমরা যারা বাংলাদেশ থেকে বা বাংলা ভাষাভাষী রয়েছি তারা অনেকেই বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় স্পামিং করেছি, করছি। আর এ কারণে বহির্বিশ্বের কাছে আমাদের যে রেপুটেশন বা খ্যাতি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যেকোন প্লাটফর্মে গিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি যেটা কখনোই কাম্য নয় আর এই কাজটাতে আমাদের খ্যাতি বহির্বিশ্বে নষ্ট হয়। স্পামিং এমন একটা বিষয় যেটা করে হয়তোবা কেউ সাময়িক সুবিধা নিয়ে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ভাল কিছু করতে পারে না।এতে যেহেতু ভাল ব্যবহারকারীরা বঞ্চিত হয় তাই স্প্যামিং সহ্য করা হয় না।
Sourcec: Image by Gerd Altmann from Pixabay
তাছাড়া কোন একটা কমিউনিটি অন্য বাইরের কোনো বড় কিউরেটর ভোটারের সাপোর্ট পেতে চায়। যেমন আমার বাংলা ব্লগ, স্টিমিট ব্লগ এর মাসিক কিউরেশন প্রোগ্রামের জন্য আবেদন করেছে। এজাতীয় ক্ষেত্রে কমিউনিটিগুলোতে সবসময় এঙ্গেজমেন্ট দেখা হয় কিন্তু সে এঙ্গেজমেন্ট যদি স্প্যামিং হয় তাহলে সেটাকে অনেকক্ষেত্রেই মূল্যায়ন করা হয়না। তাই কমিউনিটির হেলথ বা স্বাস্থ্য ভালো রাখতে স্প্যামিং কে রোধ করা হয় এবং এটা খুব জরুরী।
কমেন্ট স্প্যামিং থেকে কিভাবে বাঁচবেন
স্পামিং থেকে বেঁচে থাকার জন্য আপনি নিচের পাঁচটি কাজের কথা মাথায় রাখতে পারেনঃ
কোন একটা পোস্ট ভালো করে পড়বেন ও পড়ে এমন ভাবে মন্তব্য করবেন যাতে করে আপনার মন্তব্যটি পড়লে বুঝা যায় আপনি অবশ্যই পোস্টটি পড়েছেন।
ছোট ছোট মন্তব্য যেমনটি উপরে উদাহরণ দিয়েছি এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।
যদি মনে করেন কিছু লেখার নেই তাহলে লেখা থেকে বিরত থাকাই ভালো।
কোনো একটা কমেন্ট করলেই যে সেটা রিপ্লাই দিতে হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। তবে কমেন্টের যেসব রিপ্লাই রয়েছে সেগুলোতে ছোট ছোট ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা এগুলো লিখতেই পারেন।
সর্বোপরি কাজটাকে ভালোবেসে সময় দিয়ে করলে অবশ্যই আপনার মন্তব্য গুলো অনেক সুন্দর হবে।
এভাবে করে আপনি নিজেকে এবং কমিউনিটিকে অনেক সাহায্য করতে পারবেন। ধন্যবাদ
একজন ব্যবহারকারীর সারাদিনের (২২/০৮/২০২১ তারিখের) মন্তব্যের চিত্র নিচে তুলে ধরা হলঃ
আপনাকে স্বাগতম😊😊
তোমাকে ধন্যবাদ বন্ধু.. এই খুব ভাল মন্তব্য দিয়েছেন 🥰
বাহ আপনার ফটোগ্রাফি খুব ভাল, কি দৃশ্য। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
আপনাকে স্বাগতম। এই সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ
ধন্যবাদ বন্ধু, আপনার চমৎকার মন্তব্য শুনে আমি আনন্দিত। ধন্যবাদ
এটি একটি খুব দ্রুত এবং আশ্চর্যজনক উন্নয়ন, আমি বিদ্যুৎ প্রতিনিধি দলের সাথে সম্প্রদায়কে সমর্থন করতে পেরে খুব উচ্ছ্বসিত।
বাহ এতো সুস্বাদু লাগছে। আপনার পোস্ট খুব ভালো। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ ..
আপনার ফটোগ্রাফি খুব ভাল, সুন্দর শহর। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
আপনার পোস্টটি খুব ভাল এবং ব্যাখ্যাটি আশ্চর্যজনক। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ 😊😊
আপনার পোস্টটি খুব ভাল এবং ব্যাখ্যাটি আশ্চর্যজনক। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
বাহ খুব ভালো লাগছে, আপনার পোস্ট খুব ভালো। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ😊
বাহ আপনার আঁকা খুব সুন্দর, একজন পেইন্টিং পেশাজীবীর মত। ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ
ভাজা পেঁপের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সত্যিই আপনার পোস্ট পড়ে ভালো লাগছে .. 😊😊
👍👍😍
তোমাকে স্বাগতম আমার বন্ধু, আসুন আমরা একসাথে দ্রুত বৃদ্ধি এবং বিকাশ করি। সাফল্যের জন্য শুভেচ্ছা পাঠান 😊
এই খুব ভাল পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি সত্যিই আপনার পোস্ট পড়তে পছন্দ করি ..ধন্যবাদ
এটা অসাধারণ আমার বন্ধু .. আপনি আপনার এলাকায় রাস্তার খাবার সম্পর্কে ভাগ করেছেন। বিজয়ী হওয়ার আশা করি
বাহ খুব সুস্বাদু লাগছে .. এই দুর্দান্ত রেসিপি এবং ব্যাখ্যাটি ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ
বাহ এটা চিকেন কারি রেসিপি সম্পর্কে সত্যিই দারুণ। চিকেন কারি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, ব্যাখ্যাটি খুব ভালো এবং ঝরঝরে
বাহ আমাদের জায়গা থেকে ফুলের নাম অনেক আলাদা ..
সাটার পোস্ট দেখার এবং পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।আশা করি এটা কাজে লাগবে।
😊
এভাবে নিয়মিত চলতে থাকলে সেটাকে স্প্যামিং বলা ছাড়া কিছুই করার থাকবে না। কারন দিনে এতগুলো মন্তব্য করা জরুরী নয়। সময় দিয়ে যদি অর্ধেকও ভাল মন্তব্য করা হত তাহলে বিষয়টি আরো অনেক সুন্দর হত। কোন সমালোচনা করার জন্য মন্তব্যগুলো দেয়া হয়নি। শুধুমাত্র বুঝার জন্য। ধন্যবাদ।
শেষকথাঃ
লিখাটি পড়ে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই লিখা থেকে যদি একজনও উপকৃত হতে পারেন তাহলে এই লিখা ও লেখক সার্থক। শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ
পর্ব | শিক্ষামূলক বিষয় |
---|---|
০১ | মাতৃভাষা ও বেসিক |
০২ | শিখতে শিখতে আয় করুন |
০৩ | কম্পিউটারে কিভাবে ভয়েজ টাইপিং করা যায় |
০৪ | স্টিমিট এর রেপুটেশন কি ও এর হিসাব নিকাশ |
এই পোস্টের লিখা কোথাও থেকে কপি করা হয়নি। কোন তথ্য বা ছবি অন্য কোন উৎস হতে নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে
আমি কেঃ
ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | ThreeSpeak | DTube |
স্প্যামিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিলো না আমার । মাঝে মাঝে অলসতার বসে এই রকম কমেন্ট করে পেলতাম।তখন জানতাম না কমেন্টটা স্প্যামিং হচ্ছে। এই শিক্ষামূলক সিরিজের মাধ্যমে স্প্যামিং সম্পর্কে আমার ভালো একটা ধারণা হয়েছে। পরবর্তীতে স্প্যামিং কমেন্ট করা থেকে বিরত থাকবো।
ইনশাআল্লাহ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা জেনেই ভাল লাগছে যে আপনি পরবর্তীতে নিজেকে শুধরে নিবেন এবং আশা করছি আমরা সবাই মিলে এই কমিউনিটিতে একটা ভালো অবস্থানে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো এবং পাশাপাশি আমাদের নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়টিকে এতো সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন যে, এখন প্রতিটি ব্যবহারকারী সহজেই বুঝতে পারবে এবং এই ধরনের কমেন্ট স্প্যামিং হতে নিজেদের দূরে রাথতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
আসলে ঐ ভদ্রলোক বিদেশী এবং চেষ্টা করছেন নিজেকে কমেন্ট সেকশনে এ্যাকটিভ রাখার কিন্তু সমস্যা হলো উনি ট্রান্সলেট করে পুরো পোষ্ট ভালো বুঝতে পারছেন না, যার কারনে ঐ রকম মন্তব্যগুলো করেছেন। আমি তার সাথে কাটেক্ট হয়ে চেষ্টা করবো বিষয়টি বুঝানোর। তবে এটা একটি উদাহরণ, আশা করছি বাকি সবাই সতর্ক হয়ে যাবেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু বিষয় দেখে মনে হল কমেন্ট স্প্যামিং নিয়ে সবাইকে একটু সাবধান করা দরকার। মাঝে মাঝে দেখি কিছু কমেন্টে সাধারন ধরনের কিছুন কথা বলা থাকে যাতে বুঝাইন যায়না যে পোস্ট পড়েছে কিনা। তাই সচেতনতামূলক মনে করে পোস্টটি করেছি। ধন্যবাদ ভাই। আপনার কমেন্টগুলো দেখে শিখতে বলেছি। আপনার সব কমেন্ট দেখেই বুঝা যায় আপনি পোস্ট খুব ভাল করে পড়েছেন। আর এমনটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। আমরা আমাদের কমিউনিটির স্বাস্থ্য ভাল চাই। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি একমত, শেখর ক্ষেত্রে কোনো বয়স নেই। আপনি ছোটোখাটো অনেক ব্যাপার তুলে ধরেছেন যা হয় তো আগে কেউ সেভাবে উপস্থাপন করেন নি। যাইহোক, আপনার এই পোস্টের মাধ্যমে উপকৃত হলাম এবং আশাকরি নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে অনন্য। একেক জন একেক বিষয়ে পারদর্শী। তাই সবার কাছ থেকেই সবার শেখার অনেক কিছু আছে।
আমরা সবাই মিলে যখন সংশোধন করতে পারব তখনই আমাদের কমিউনিটি আরো দ্রুত এগিয়ে যেতে পারবে এবং আমরাও আমাদের নিজেদেরকে খুব দ্রুত সফল করতে পারব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বক্তব্যগুলো সত্যি ভালো ছিলো এবং অনুপ্রেরণা পেলাম কিছুটা 🙂 ধন্যবাদ ভাই!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনুপ্রেরণা দিতে পেরে ভালো লাগছে এবং ধন্যবাদ মন্তব্যের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🙂🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষামূলক সিরিজের প্রতিটি পর্ব আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজকে পর্ব-৫ দেখে ক্লিক করলাম। জানতে পারলাম কমেন্ট স্প্যামিং সম্পর্কে। আসলে আমাদের পুরো পোস্ট পড়ে মন্তব্য করা উচিত। যাইহোক আপনার ব্যাখ্যা করার ধরণ সত্যিই চমৎকার। ধন্যবাদ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী আপনি ঠিক ধরতে পেরেছেন। মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই পুরো পোস্ট পড়ে এমন মন্তব্য করা উচিত যে মন্তব্য থেকে বোঝা যায় যে পোস্টটি পড়া হয়েছে অর্থাৎ সাধারণ কথাবার্তা কিছু সাধারণ বিষয় না বলা। ধন্যবাদ বিষয়টি বুঝার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় উপযোগী পোস্ট। ধন্যবাদ বিষয়টিকে সুন্দর ভাবে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করার জন্য। এতে সাধারণ ইউজার থেকে সকলেরই কমবেশি জানার আছে । শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ। কিছু মন্তব্য সামনে হঠাৎ করেই আসলো তাই মনে করলাম এই বিষয়টা নিয়ে আসলে সবাইকে একটু সচেতন করা উচিত বিশেষ করে যারা এই ভুলটা করে যাচ্ছেন তারা যাতে উপকৃত হতে পারেন। সবাইকে সুধরে দেয়া উদ্যেশ্য ছিল যাতে করে আমরা সবাই শুধরে নিয়ে কমিউনিটিতে ভালো অবদান রাখতে পারি এবং আমাদের কমিউনিটিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rme দাদার পোস্ট অনেকেই পড়েনি সেটা বোঝা যায়। কমেন্ট করার জন্য কমেন্ট করে। সব পোস্টে লাইক বা কমেন্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যেটা ভালো লাগবে, সেটা পড়ে তাঁর সাথে মানানসই কমেন্ট করা যুক্তিসঙ্গত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানসম্মত ও দরকারি কিছু বলার থাকলে সেই মোতাবেক মন্তব্য করা উচিত। আশা করছি এই পোস্টের পরে অনেকেই হয়তো কিছু না কিছু উপকৃত হবে এবং নিজেদেরকে শুধরে নেয়ার চেষ্টা করবে। আপনি বিষয়টি আগে থেকে জানতেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দু লাইন লিখুক কিংবা একলাইন। পোস্ট অনুযায়ী কমেন্ট দেখলে ভাল লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম খাটি কথা বলেছেন। কমেন্ট ছোট হোক কিন্তু পোষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে ভালোই লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেইটাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আরিফ ভাই। মূল সমস্যাটা আসলে এই জায়গাতেই। তবু আমাদের কমিউনিটি যেহেতু দাদার তত্ত্বাবধানে রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের কমিউনিটি স্বাস্থ্য ভালো রাখবো। আমাদের অনেকেই হয়তো বা জেনে-বুঝে এ কাজটি করেন কিন্তু কেউ কেউ থাকতে পারেন হয়তো বা বড় কমেন্ট করার ইচ্ছা আছে কিন্তু বিষয়টি জানেন না বলে বড় কমেন্ট করেন না। তাই বিষয়টি শেয়ার করলাম হঠাৎ করে মনে হল শেয়ার করা দরকার। কমিউনিটির মেম্বাররা এখান থেকে কিছুটা উপকৃত হলেই এই কষ্টের সার্থকতা।
পুরাতন দের এই বিষয়টা সম্বন্ধে খুব ভালো ধারণা আছে কিন্তু নতুন নতুন যারা জয়েন করছেন তারা এখন সাময়িক কাজ করে যাচ্ছেন কিন্তু দীর্ঘ মেয়াদে এরকম করলে তাদের জন্য কাজ করাটা কঠিন হয়ে যাবে তাই সাবধানতা মূলক ভাবেই এই পোস্টটি করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষামূলক সিরিজের প্রত্যেকটা পয়েন্ট অনেক শিক্ষণীয় ছিল এত সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@salinasathi1
আপু।
এই পোস্টটি একটু ভালো করে পড়বেন এবং কমেন্ট করার ক্ষেত্রে এমনভাবে কমেন্ট করার চেষ্টা করবেন যাতে করে অন্তত বুঝা যায় যে পোস্টটি পড়া হয়েছে। আর কমেন্ট স্প্যামিংয়ের বিষয়টা নিয়েই এই পোস্টটি করা হয়েছিল। পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়লেই কেবল মাত্র আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। কমেন্ট কেবলমাত্র কমেন্ট করার জন্য যেন না হয় এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই @engrsayful ভাইয়াকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা বিষয়কে পূরোপূরি ভাবে ক্লিয়ার করে আমাদের সবাইকে বোঝানোর জন্য।
স্প্যামিং সম্পর্কে আমি কিছুটা হলেও আগে থেকে জানতাম। তবে এখন এই পোষ্টটা থেকে সব ধরনের স্প্যামিং সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা লাভ করলাম।আসলে আমরা সবাই দিনে কতটা কমেন্ট করলাম সেটা গুনতে থাকি, কিন্তু কতটা কমেন্টকে গুরুত্ব দিয়ে লিখলাম সেটা দেখতে চাই না। তবে আমাদের সবারই উচিত পোষ্টগুলো পড়ে সঠিক মতামত থাকলে সেটা দেওয়া আর না হলে দেওয়ার দরকার নাই।
আশা করি আমি এই পোষ্টটা থেকে অনেক কিছু শিখতে পারলাম। এবং আমার সামনের স্টিমাইট যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে বিষয়টা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। আমি সব সময় চেষ্টটা করব অন্যের পোষ্টটগুলো সঠিক ভাবে বুঝে মতামতটা দেওয়ার।
ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে বিষয়টা বোঝার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বিষয়টি খুব গভীরভাবে বুঝতে পেরেছেন এবং আশা করছি আপনার পরবর্তী যাত্রা অনেক শুভ হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাইয়া। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় কেউ কেউ অলসতার কারণে স্পামিং করে। আর কেউ কমিউনিটিতে এক্টিভিটিস দেখানোর জন্য বেশি কমেন্ট করতে গিয়ে স্পামিং করে ফেলে। তবে আমি চিন্তা করি অনেকগুলো মানহীন কমেন্ট করার থেকে চার-পাঁচটা ভালো কমেন্ট করাই যথেষ্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে খাঁটি কথা বলেছেন ভাই অনেকগুলো কমেন্ট করার পরিবর্তে যদি কয়েকটি মানসম্মত কমেন্ট করা যায় তাহলেই যথেষ্ট। অন্তত দীর্ঘমেয়াদে এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং অনেকের সাথে ভালো ইংগেজমেন্ট তৈরি হবে। কমেন্ট করার মূল উদ্দেশ্য একটি থাকা নয় বরং মূল উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানো।
কমিউনিটির একটিভ নেস প্রমাণ করার জন্য অনেক ক্ষেত্রে এই কাজটি করা হয় কিন্তু এটা স্প্যামিংয়ের মাধ্যমে না হওয়াটাই ভালো। আমাদের কমিউনিটিকে তো দাদার সাপোর্টে চলে এবং সবাই ভালো এবং কোয়ালিটি কন্টাক্ট এর উপর গুরুত্বারোপ করে যাচ্ছে তাই আমাদের কমিউনিটি স্বাস্থ্য ভালো রাখার জন্য স্পামিং থেকে আমাদের দূরে থাকা উচিত
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক বলেছেন ভাই, আসলেই আমিও কখন যে কার কাছ থেকে কত গুরুত্বপূর্ণ বিষয় শিখি সেটা আমিও ঠিক মতো বলতে পারবো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন শিক্ষার কোনো বয়স লাগে না যেকোনো সময় সবকিছু শেখা যায় কেবল ইচ্ছাটা থাকতে হয়। আজ আমি আপনার থেকে স্প্যামিং সম্পর্কে জানতে পারলাম।সবসময় শুনি স্প্যামিং করা যাবে না কিন্তু স্প্যামিং কি সেটাই ভাল করে জানতাম না আজ আপনার পোস্টই পরে বিস্তারিত জানতে পারলাম। আমিও মাঝে মাঝে ধন্যবাদ, পোস্টই পরে ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ এসব দিয়ে থাকি এখন থেকে আর এমন করা যাবে না বুঝতে পারলাম। ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আমিতো অনেক কিছু জানতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে নিজেকে শুধরে নেবেন এটা জেনেই ভালো লাগছে এবং এই পোস্টটি করা এবং এর পিছনের পরিশ্রম সার্থক হয়েছে। এভাবে করে আমরা যখন সবাই স্পামিং করা থেকে দূরে থাকবো তাহলে আমাদের কমিউনিটি অনেক ভালো থাকবে এবং আমরাও খুব দ্রুত এগিয়ে যেতে পারবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার স্প্যামিং সম্পর্কে পূর্বে কোনো ধারণা ছিলনা।আজ এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম।আমিও এই ধরনের কমেন্ট করতাম । তবে এখন থেকে আর করব না। এই শিক্ষনীয় পোস্ট গুলোর মাধ্যমে আমার স্টিমিটে জ্ঞান বাড়ছে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করছি। আমার লেখার গুনগত মান বাড়ানোর চেষ্টা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যে আপনার পোস্ট টি কমুনিটির প্রতিটি ইউজারদের খুবই গুরুত্বপূর্ণ সাহায্যকারী একটা পোস্ট। খুবই সহজ সারল্য ভাষায় আপনি কমুনিটিতে কিভাবে স্বচ্ছ ভাবে কাজ করতে হয়। মানুষ যে অসাধু উপায় অবলম্বন করে সেই কাজ গুলোর যথাযথ বাখ্যা সুস্পষ্ট ভাবে দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া। নিজেও অনেক কিছু শিখতে জানতে পারলাম। অন্য সকলকেও জানার সুযোগ করে দিলো এই কন্টেন্ট টি। অনেক শুভেচ্ছা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা আপনাকেও। পুরো বিষয়টি পরে বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আমরা সবাই মিলে সামনে এগিয়ে যেতে পারবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি স্পামিং সম্পর্কে বিষয়টি এমনভাবে উপস্থাপন করেছেন যেন কোন নির্দেশনা কারী তার অ্যাকাউন্টে নির্দেশ করেছে। পর্যায় ক্রমে আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন।
আপনি যে বিষয়গুলো উপস্থাপন করেছেন স্পামিং সম্পর্কে এগুলো সম্পর্কে আমার যথেষ্ট ধারণা ছিল না। লেখাগুলো পড়ার পরে বুঝতে পারলাম আমারও কিছু কিছু ভুল রয়েছে। ইনশাল্লাহ পরবর্তীকালে আমিও স্পেলিং সম্পর্কে বিরত থাকার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই কমেন্ট টা অনেক সুন্দর হয়েছে আর এভাবে করেই সবাই কমেন্ট করলে আমাদের কমেন্টগুলো অনেক সুন্দর হবে।
যারা বুঝতে পেরেছেন আশা করছি তার পরবর্তীতে কমেন্ট কমেন্ট থেকে দূরে থাকবেন আর এভাবে করে আমরা আমাদের কমিউনিটি স্বাস্থ্য ভালো রেখে সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবো। আমাদের কমিউনিটি এখন টপ 6 এর মধ্যে একটি। তাই আমাদের কমিউনিটিকে স্পামিং মুক্ত রাখাটা আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইতিপূর্বে স্পার্মিং বিষয়টি সম্পর্কে শুনেছি। কিন্তু এটা সম্পর্কে সেরকম কোনো ধারণা ছিল না। আপনার এই পোস্ট পড়ে আজ আমি স্পার্মিং সম্পর্কে যথেষ্ট বুঝেছি। আমিও অনেক সময় কমেন্টর মাধ্যমে স্পার্মিং করে ফেলি। আশাকরছি আমি আমার ভূল সংশোধন করতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকেই যারা ভুল করছেন তারা যাতে বিষয়টি বুঝতে পারেন এবং কমিউনিটি স্বাস্থ্য ভাল রাখতে অবদান রাখতে পারেন সেজন্যই সচেতনামূলক হিসেবে এই পোস্টটি করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আমি সেটা বুঝেছি।🙂🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে স্প্যামিং কি, কমেন্ট স্প্যামিং কিভাবে হয়, কোন ধরনের কমেন্ট করলে সেগুলো স্প্যামিংয়ের মধ্যে পড়ে তার অনেকগুলো উদাহরণ দিয়েছেন আপনার শিক্ষামূলক সিরিজে। আপনার শিক্ষামূলক সিরিজ থেকে স্পামিং সহ কমেন্ট স্প্যামিং সম্পর্কে সুন্দরভাবে জানতে শিখতে ও বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন ভাইয়া।যেটি অনেক সহজ ও সাবলীল ভাষায়।এর দ্বারা আমি অনেক কিছু শিখতে পারলাম।এছাড়া আপনার যুক্তিসঙ্গত কথার সহিত আমি একমত পোষণ করছি।তবে আমি যাদের ব্লগ গুলো দেখি, সবসময় আমি চেষ্টা করি তাদের ব্লগগুলি পড়ে বুঝে গঠনমূলক মন্তব্য করার।কিন্তু আমি দেখেছি, আমাদের চেনা অনেকেই আছেন যারা কিনা কোনো পোষ্টে দুম করে দায়সারা একটি মন্তব্য করেই হুট করে বেরিয়ে যান।ফলে আমরা যেটা সম্পর্কে লিখেছি অনেক সময় সেই লেখার সহিত মন্তব্যগুলি একেবারেই না মিলে সম্পূর্ণ অন্য বিষয় চলে আসে মন্তব্যে,যে বিষয় কিনা লেখাই হয়নি।হয়তো বা সময় সল্পতার কারণে এই রকম করে থাকেন।সত্যিই বারবার একই ছোট মন্তব্য করা বা পড়া উভয়ের কাছেই বিরক্তিকর।এটা আমাদের প্রত্যাশার যোগ্যই নয়।
[আমাদের মন্তব্য কম মানুষের পোষ্টে লেখা হোক,তবে সেটি হতে হবে সেই লেখা বিষয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে।একজন লেখকের ক্ষেত্রে পাঠকের করা মন্তব্য লেখকের যেকোনো বিষয়ে লেখার প্রতি উৎসাহ প্রদান করতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।আমি সবসময় এটি পালন করার চেষ্টা করি।]
অনেক অনেক ধন্যবাদ @engrsayful ভাইয়া।সুন্দরভাবে কমেন্ট স্পামিং বিষয়টি সকলের সামনে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু @green015
খুব সংক্ষিপ্ত ভাষায় আমার পোষ্টের সারসংক্ষেপ তাই তুলে ধরলেন। আসলে এই বিষয়টি আমিও লক্ষ্য করেছি তাই মনে করলাম সবাইকে বিষয়টি জানানো উচিত যাতে করে সবাই শুধুরে নিতে পারে অন্তত যারা না জেনে ভুলটি করছে। ধন্যবাদ আপনাকে পুরো পোস্টটি পড়ে বুঝে ব্যাপারটিকে অনুধাবন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া বিষয়টি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এখন অনেকেই সাবধান হয়ে যাবে। এটা মোটেও ঠিক না যে পোষ্ট না পড়ে এইরকমভাবে স্প্যামিং করাটা। আপনাকে ধন্যবাদ সতর্ক করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু, পুরাতন দের মাঝে এই সমস্যাটা তেমন নেই কারণ তারা অনেকদিন ধরে কাজ করাতে বিষয়গুলো জানে তবে নতুনদের মাঝে কিছু সমস্যা রয়ে গেছে যেটা হয়তোবা এই পোস্ট পড়ে অনেকেই করবে না। এই পোস্টের কমেন্টগুলো দেখুন সবগুলো কমেন্ট অনেক বড় বড় অর্থাৎ অনেকেই নিজেদেরকে সংশোধন করে নিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টটি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।স্প্যামিং সম্পর্কে খুঁটি নাটি অনেক সুন্দর ভাবে ধারণা লাভ করলাম।অনেক ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুঁটিনাটি অনেক ধারণা লাভ করেছেন এটা জেনে অনেক ভালো লাগছে এবং আপনাকেও ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের চেষ্টা করতে হবে এবং স্পামিং বিষয় মেনে চলতে হবে। ভুল করা যাবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী, আমাদের উচিত সবার মেনে চলা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কমেন্ট স্পামিং নিয়মে ভালো একটি প্রতিবেদন তৈরি করেছেন। আমি মনে করি নতুন এবং পুরাতন যারা ইউজার রয়েছে সবারই জানা দরকার এবং সবাই এই তথ্যগুলো মেনে চলা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ঠিক বলেছেন। সবাই যখন মেনে চলব তাতেই আমাদের কমিউনিটির জন্য ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আমাদের সকলের উচিত স্পামিং কমেন্ট থেকে বিরত থাকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আপনার পোস্টটি থেকে আমি এবং অনেকেই উপকৃত হবে। অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক কথায় যদি বলি, তাহলে এমন একটি পোস্ট আরো আগে আসা দরকার ছিল ভাই। সত্যি বলছি অজানা অনেক কিছু জানলাম। স্টিম যারা নিয়মিত ব্যবহার করছেন তাদের প্রত্যেকের পড়া উচিত এই পোস্টটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন জেনে ভাল লাগল এবং সবাইকে এটা সাজেস্ট করার জন্য আরো ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগার সাথে সাথে খুব মজাও পেলাম কিন্তু ভাইয়া। আসলে মজা পেলাম বলছি কারণ ওইযে কমেন্ট গুলা তুলে ধরলেন।আমার ও মাঝেমধ্যে বিরক্ত লাগে যখন আমার করা পোস্টেই কেও কোনো কিছু বলা ছাড়া শুধু ধন্যবাদ দিয়ে চলে যায়।মানে আমার পোস্ট কিন্তু কমেন্ট এ এসে শুধুই ধন্যবাদ!
একবার একজন আমাএ দিনলিপিকে কমেন্ট করেছে " আপনি সুন্দর একটি দিন কাটিয়েছেন" কিন্তু ওইদিন দিনলিপিতে আমার না না সমস্যার কথা তুলে ধরেছিলাম এবং বর্ণনাটাও ছিলো একেবারেই খারাপ দিন কাটানোর!খুব মেজাজ খারাপ হয়েছিলো সেদিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এজন্য সবাইকে সতর্ক এবং উপকার করার জন্যই অনেক কষ্ট করে এই পোস্ট লিখেছিলাম যাতে করে সবাই সাবধান হতে পারে। ধন্যবাদ আপনাকে আশাকরি আপনি সবার পোস্টে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতেই এমন গুরুত্বপূর্ণ একটি পোষ্ট পড়ে সত্যি অনেক উপকৃত হলাম। আপনার এই পোস্ট পড়ে আজ আমি স্পার্মিং সম্পর্কে যথেষ্ট বুঝেছি যদিও এখনও আমি অনেক অদক্ষ। শিখার জন্যতো আপনাদের শ্রিনিয়রদের শিক্ষা মূলক পোষ্ট নিয়মিত পাবো। ধন্যবাদ আপনাকে । সময় করে আপনার প্রতিটি পোষ্ট মনোযোগের সহিত আমল করতে চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে আপনার ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এটাই ভালো লাগছে এবং আশা করছি ভবিষ্যতে এরকম আরো শিক্ষামূলক পোস্ট শেয়ার করতে পারব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষামূলক পোস্টটি পড়ার পরে বুঝতে পারলাম যে আমি এতদিন অন্ধকারে ঢিল মেরে গেছি। কোনদিন কারো সহায়তা নেই নি, সহায়তা পাব কোথায়,কোন কোন পোস্ট গুলো পড়লে বুঝতে শিখতে পারবো তা জানার চেষ্টাও করা হয়ে ওঠেনি। তবে ভাগ্যক্রমে আজকে এত সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম। ইনশাল্লাহ, আশা করি এখন থেকে জেনে ও বুঝে পোস্ট কমেন্ট করতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি, ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্প্যামিং সম্পর্কে দাড়ি, কমা, সেমিকোলন, পর্যন্ত বাদ রাখেনি ভাইয়া। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এবার স্প্যামিং সম্পর্কে আমার কাছ থেকে জানতে চাইলে, আমি বলতে পারব। আপনার পস্ট থেকে এতটাই বিস্তারিত জ্ঞান আহরণ করলাম। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনার সুস্থতা কামনা করি। অনেক দূর এগিয়ে যান কিন্তু আমাদেরকে পাশে রাখিয়েন ❤️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি একটি শিক্ষনীয় পোস্ট ।আপনার পোস্ট পড়ে স্টিমিটে,আমার বাংলা ব্লগে কিভাবে কমেন্ট করতে হয় তা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম । ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সব কিছু বিষয় দেখে মনে হল কমেন্ট স্প্যামিং নিয়ে সবাইকে একটু সাবধান হওয়া দরকার বিশেষ করে নতুনদের জন্য। আপনার এই পোস্ট পড়ে আমি কমেন্ট স্প্যামিং সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এই পোস্ট আমার ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে এবং আমার ব্লগিং যাত্রা আরো সুন্দর করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit