ভূমিকাঃ
গত শিক্ষামূলক সিরিজের পোস্টে আমি স্টিমিটে ডাস্ট কি, কিভাবে ম্যানুয়ালি ডাস্ট সেভ করা যায় এবং কেন ডাস্ট সেভ করাটা খুব বেশি জরুরি সেই বিষয় নিয়ে বিস্তারিত লিখেছি। আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে করে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্টিমিটের ডাস্ট দূর করতে পারবেন বা সেভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক।
পর্ব ২০: কিভাবে @dustsweeper ব্যবহার করে সয়ংক্রিয়ভাবে আপনার স্টিমিটের ডাস্ট সেভ করবেন
স্বয়ংক্রিয়ভাবে ডাস্ট সেভ করা বলতে কি বুঝায়ঃ
একটি সার্ভিস রয়েছে যারা আপনার থেকে কিছু পরিমাণ STEEM অথবা SBD নিবে আর তা আপনার নামে ব্যালেন্স আকারে রেখে দিবে এবং সেই STEEM অথবা SBD দিয়ে খুঁজে খুঁজে আপনার সেই সকল পোস্ট এবং কমেন্টে ভোট দিতে থাকবে যেখানে রিওয়ার্ডের পরিমাণ ছয়দিনেও ০.০২ SBD এর কম রয়েছে। আর এই সার্ভিসটি নিয়ে আমি আজকে বিস্তারিত শেয়ার করতে চলেছি।
কেন স্বয়ংক্রিয় ডাস্ট সেভ সার্ভিস গ্রহণ করবেনঃ
আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমে বিভিন্ন সময়ে কমেন্ট এবং পোস্ট করি কিন্তু মাঝে মাঝে আমাদের যে সব কমেন্ট ভালো হয় সেসব কমেন্টে হয়তোবা ছোট একটি ভোট পড়ে থাকে। কিন্তু সেই ভোট যদি ০.০২ SBD এর কম হয় তাহলে কিন্তু সেটা থেকে আমরা কোন রিওয়ার্ড পাবো না কারন এটা ডাস্ট। যে ভোট দিয়েছে সেও কিছু পাবে না এবং আমি কমেন্টকারীও কিছু পাবো না।
তাই আমাদের জন্য এটা কষ্টকর ব্যাপার হবে যে, আমরা খুজে বের করব আমাদের কোন কমেন্টে কম ভোট পড়ল এবং সেটাতে গিয়ে একটা ভোট দিয়ে ডাস্ট সেভ করব। আবার আমাদের অনেকের একাউন্টে অত পরিমাণ পাওয়ার নেই যে ভোট দিয়ে ডাস্ট সেভ করতে পারবে। অন্যদিকে যাদের পাওয়ার আছে তাদের অবশ্যই সময় নেই এত ছোট পরিমাণ রিওয়ার্ড নিয়ে হিসাব-নিকাশ করার। তাই আমি মনে করি, এই ধরনের ঝামেলা হতে মুক্তি পেতে স্বয়ংক্রিয় কোন একটা সার্ভিস এর মধ্যে চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। আর আজকে যে সার্ভিসটি শেয়ার করছি সেটি হচ্ছে এক্ষেত্রে সবচাইতে সেরা যা আপনার পারসোনাল এসিস্ট্যান্ট এর মত কাজ করবে আর খুজে খুজে আপনার ডাস্ট সেভ করবে। আপনার যত ডাস্ট আছে তা এই সার্ভিসকে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
ডাস্টসুইপার (DustSweeper) কিঃ
এতক্ষণ আমি যে সার্ভিসের কথা আলোচনা করছিলাম সেই সার্ভিসের নাম হচ্ছে @dustsweeper অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এই সার্ভিসটিই আপনার ডাস্ট সেভ করবে।
dustsweeper কিভাবে কাজ করেঃ
@dustsweeper একটি স্টিমিট একাউন্ট এবং যারা এই সার্ভিসটা গ্রহণ করতে চান তারা নিজেদের সুবিধামতো কিছু পরিমাণ STEEM অথবা SBD এই একাউন্টে পাঠাতে হবে ট্রান্সফার এর মাধ্যমে। কোন একজন ব্যবহারকারী যত SBD পাঠাবেন @dustsweeper নিজের পক্ষ থেকে তত পরিমাণ আপনাকে দিয়ে একটা ব্যালেন্স দেখানো হবে। যেমনঃ কোন একজন ব্যবহারকারী যিনি এই সার্ভিসটি গ্রহণ করতে চাচ্ছেন ০.০৫ SBD @dustsweeper কে ট্রান্সফার করলেন তাহলে @dustsweeper নিজে থেকে আরও ০.০৫ SBD প্রদান করে ওই ব্যবহারকারীর একাউন্টে ০.১০ SBD ব্যালেন্স দেখাবে।
এখন প্রশ্ন আসতে পারে যে, যতটুকু একজন ব্যবহারকারী দিবে ততটুকু @dustsweeper কেন দিবে? কারণ আপনার যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স দিয়েই আপনার কমেন্ট অথবা পোস্টে যেগুলো ৬ দিনেও ডাস্ট সেভ করতে পারেনি তাতে ভোট দিবে @dustsweeper আর যেহেতু ভোট দিলে অর্ধেক অর্ধেক করে রিওয়ার্ড ভাগ হয় অর্থাৎ অর্ধেক পাবে অথর আর বাকিটা পাবে ভোটার তাই @dustsweeper আপনার একাউন্টে নিজে থেকে অর্ধেক জমা করে দিবে যেহেতু সে ওই ভোট হতে অর্ধেক পাচ্ছে তাই তার ইনভেস্টমেন্ট আপনার সমান।
এবার এখান থেকে সময়ে-অসময়ে আপনার কমেন্টগুলো এবং পোস্টগুলোতে ভোট দেওয়া হবে। প্রত্যেকটি ভোট ০.০২৮ এসবিডি সমপরিমাণ হবে। অর্থাৎ আপনার কোন একটা কমেন্টে যদি আগে ০.০১৫ এসবিডি ভোট পেয়ে থাকে তাহলে ছয় দিন অপেক্ষা করা হবে যে কোন ভোট পরে কিনা তারপর ছয়দিন পর সয়ংক্রিয়ভাবে ০.০২৮ এসবিডি পরিমাণ ভোট দিবে @dustsweeper । আর এতে আপনার মোট যে ব্যালেন্স ছিল সেটা হতে ০.০২৮ এসবিডি কমবে। এভাবেই চলতে থাকবে।
আপনাকে কি করতে হবেঃ
এই ব্যাপারটি পুরোটাই স্বয়ংক্রিয়। তাই এই সার্ভিস নিতে কোন ফি নেই। এ সার্ভিস পেতে আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র @dustsweeper এর একাউন্টে আপনার সুবিধামত যেকোন পরিমাণ স্টিম অথবা এসবিডি ট্রান্সফার করে দিতে হবে । আর ট্রান্সফার করার সময় মেমোতে আপনার ইউজারনেম অবশ্যই দিয়ে দিবেন।
আপনি যদি নতুন করে এই সার্ভিস গ্রহণ করতে চান তাহলে কিভাবে করে স্টিম পাঠাবেন তা আমি ০.০৮ এসবিডি পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ফিরতি মেসেজে আপনার ব্যালেন্স ও সার্ভিসের সারসংক্ষেপ দেখতে পারবেন। আমি অনেকদিন থেকে এই সার্ভিস ব্যবহার করি আর আমার ২২৫ টি পোস্ট এ পর্যন্ত ডাস্ট সেভ করা হয়েছে যার পরিমাণ ২ ডলারেরও বেশি যদিও মাঝে অনেকদিন আমি এটা বন্ধ রেখেছিলাম। কারন ধনী হয়ে গেছিলাম ত তাই ছোটখাট ডাস্ট সেভ খুব একটা গায়ে মাখতাম না। হা হা। অর্থাৎ আমার ব্যালেন্স শেষ হওয়ার পর আমি স্টিম বা এসবিডি না পাঠানোতে ডাস্ট সেভ বন্ধ ছিল। আজ আপনাদের দেখানোর জন্য ০.০৮ এসবিডি পাঠিয়ে আবার চালু করলাম। আর আমি ০.০৮ এসবিডি পাঠিয়েছি ঠিক কিন্তু নিচের স্ক্রিনশটে দেখুন আমার ব্যালেন্স দেখাচ্ছে দ্বিগুন।
ব্যালেন্স কিভাবে দেখবেনঃ
আপনি যখন প্রথমবার ট্রান্সফার করবেন তখন আপনার ব্যালেন্সটা ফিরতি ম্যাসেজে আপনাকে দেখিয়ে দিবে। এরপর ব্যালেন্স দেখতে চাইলে @dustsweeper একাউন্টে খুব সামান্য পরিমাণ স্টিম বা এসবিডি পাঠালেই ফিরতি মেসেজে আপনার ব্যালেন্স জানতে পারবেন। আমি নিচে কিছু স্ক্রিনশট এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আপনি সামান্য পরিমাণ স্টিম (যেমন ০.০০১ স্টিম) পাঠিয়ে আপনার ব্যালেন্স দেখবেন।
আপনার ব্যালেন্স যখন কমে আসবে তখন আপনাকে একটি ট্রানস্ফার মেসেজে আপনার ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে এবং আপনি আবার স্টিম বা এসবিডি পাঠিয়ে ব্যালেন্সটা রিফিল করে নিতে পারবেন।
এই সার্ভিস সম্বন্ধে আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান এক ও দুই এই দুইটা লিংক দিয়ে দিচ্ছি যেখান থেকে আরও বিস্তারিত খুটিনাটি বিষয়গুলো ভালভাবে জেনে নিতে পারেন
শেষকথাঃ
ছোট ছোট বিন্দু কনা মিলি কিন্তু একটা পাহাড় হয় তাই আমাদের ছোট ছোট ডাস্টগুলো হয়তো অল্প কিন্তু এটা জমতে জমতে দীর্ঘ সময় পরে অনেক বেশি হতে পারে। তাই এই ক্ষুদ্র ক্ষুদ্র ডাস্ট আমরা যদি প্রতিনিয়ত সেভ করতে পারি তাহলে সেটা হয়তোবা দীর্ঘমেয়াদে আমাদের জন্য একটা বড় কিছু এনে দিতে পারে। তাই ডাস্টের ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তাভাবনা না করে আপনি dustsweeper কে কিছু স্টিম বা এসপিডি পাঠিয়ে রাখতে পারেন এবং সে আপনার হয়ে আপনার ডাস্ট সেভ করার দায়িত্ব নিয়ে নিবে অর্থাৎ আপনার একজন পার্সোনাল এসিস্টেন্ট হিসেবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যাবে। তো আশা করি আপনাদের কাছে সার্ভিসটি অনেক ভালো লেগেছে আর ভাল লেগে থাকলে সার্ভিসটা গ্রহণ করতে পারেন নির্ধিদায়। আর যারা কনফিউশনে আছেন তারা অল্প পরিমাণ দিয়ে শুরু করে দেখতে পারেন কেমন লাগে। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের লিখাগুলোর লিঙ্ক নিচে দিয়ে দিলাম। ভাল লাগলে সেগুলোও চোখ বুলিয়ে আসতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
শিক্ষামূলক সিরিজে আমার লিখা পূর্বের পোস্টের তালিকাঃ
আমি কেঃ
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | ThreeSpeak | DTube |
অসাধারণ ভাই। আপনার এই শিক্ষামূলক সিরিজের জন্য স্টিম সম্পর্কে যেন আবার নতুন করে ধারণা পাচ্ছি। ডাস্ট সম্পর্কে আমি এই প্রথম শুনলাম এবং প্রথমবারেই অনেক কিছু জানলাম। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার থেকে এইরকম আরও পোস্টের অপেক্ষায় থাকলাম।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত পোস্টটি দেখুন সেখানে ডাস্ট নিয়ে বিস্তারিত আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাই। ধন্যবাদ 💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit